ইউক্রেন ও লাতিন আমেরিকার দেশগুলো থেকে আসা অভিবাসীদের আবেদনপত্র গ্রহণ স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। বাইডেন-যুগের কিছু প্রকল্পের আওতায় এসব দেশ থেকে যুক্তরাষ্ট্রে আসা অভিবাসীদের আবেদনপত্র গ্রহণ করা হচ্ছিল। বিবিসির যুক্তরাষ্ট্রের অংশীদার সিবিএস নিউজের এক প্রতিবেদনে এই সিদ্ধান্তের কথা উল্লেখ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা এবং একটি অভ্যন্তরীণ নথির বরাতে সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়, জালিয়াতি ও নিরাপত্তার উদ্বেগের শঙ্কায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাইডেনের ‘ইউনাইটিং ফর ইউক্রেন’ নীতির আলোকে ইউক্রেনের প্রায় ২ লাখ ৪০ হাজার নাগরিককে স্বাগত জানিয়েছিল যুক্তরাষ্ট্র। তাঁদের অনেকেই অভিবাসন আবেদনপত্রে আবেদন করেছেন, এতে তাঁরা যুক্তরাষ্ট্রে বৈধভাবে বসবাস করতে পারবেন বা স্থায়ী হতে পারবেন।

সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা অভিবাসীদের যাচাই-বাছাই প্রক্রিয়া খতিয়ে দেখছেন। এই সময়ে অভিবাসীদের আবেদনপত্র গ্রহণের স্থগিতাদেশ কার্যকর থাকবে।

আরও পড়ুনযুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসকারী ভারতীয়দের নিয়ে কয়েকটি তথ্য১৮ ফেব্রুয়ারি ২০২৫.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ইউক র ন

এছাড়াও পড়ুন:

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অ্যাডভান্স ক্লিনিক্যাল ট্রেনিং ফেলোশিপ, ফি ১০০০০

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) শিশু বিভাগের অ্যাডভান্স ক্লিনিক্যাল ফেলোশিপ ট্রেনিং প্রোগ্রামে ভর্তিতে আবেদন চলছে। জুলাই-২০২৫ সেশনে এক বছর মেয়াদি এই প্রোগ্রামে ভর্তির জন্য আবেদনপত্র জমা দেওয়া যাবে ৩০ এপ্রিল পর্যন্ত। শিশু বিষয়ে এমডি বা এফসিপিএস অথবা সমমানের ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বিশ্ববিদ্যালয়ের এ–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিশু বিভাগের অধীনে শিশু রিউমাটোলজি ডিভিশন পরিচালিত জুলাই-২০২৫ সেশনে এক বছর মেয়াদি অ্যাডভান্স ক্লিনিক্যাল ফেলোশিপ ট্রেনিং প্রোগ্রামের জন্য যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের নির্ধারিত ফরমে আবেদন করার আহ্বান করা যাচ্ছে। আগ্রহী প্রার্থীদের শিশু বিষয়ে এমডি বা এফসিপিএস অথবা সমমানের ডিগ্রি থাকতে হবে। এ বছরের ৩০ জুন পর্যন্ত বয়স সর্বোচ্চ ৪৫ বছর হতে হবে। এ ছাড়া সরকারি-বেসরকারি উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন।

আরও পড়ুনমাদ্রাসা ও কারিগরির শিক্ষক-শিক্ষার্থী-কর্মচারীরা পাবেন অনুদান, আবেদনের সময় আরও ১০ দিন১৪ এপ্রিল ২০২৫

আবেদনের শর্তে বলা হয়েছে, কোর্সটি সার্বক্ষণিক। নির্বাচিত প্রার্থীদের সার্বক্ষণিকভাবে শিশু বিভাগের সঙ্গে সংযুক্ত থাকতে হবে। কোর্স ফি ধরা হয়েছে ১০ হাজার টাকা, যা নির্বাচিত প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ব্যাংক অ্যাকাউন্টে জমা দিতে হবে। এ ছাড়া কোর্স শুরুর সময় শিশু ডিভিশনের অ্যাকাউন্টে নিরাপত্তা জামানত (কশান মানি) ১০ হাজার টাকা জমা দিতে হবে।

১২ এপ্রিল থেকে অফিস চলাকালীন বিশ্ববিদ্যালয়ের সি ব্লকের ২০৭ নং কক্ষ থেকে ২০০ টাকা ফি দিয়ে আবেদন ফরম উত্তোলন করা যাবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময় ৩০ এপ্রিল।

বিজ্ঞপ্তির বিস্তারিত দেখতে এখানে করুন।

আরও পড়ুনঅস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপে আবেদন শুরু, আইএলটিএসে ৬.৫ অথবা টোয়েফলে ৮৪ হলে আবেদন ০১ ফেব্রুয়ারি ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৭৯ পদে চাকরি, আবেদন করুন দ্রুত
  • বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অ্যাডভান্স ক্লিনিক্যাল ট্রেনিং ফেলোশিপ, ফি ১০০০০
  • বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনে নবমসহ বিভিন্ন গ্রেডে চাকরির সুযোগ