‘মেয়েদের পিরিয়ড-বিষয়ক সব তথ্য জানতে হবে’
Published: 19th, February 2025 GMT
ছবি: প্রথম আলো
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
দশমিনায় গৃহবধূকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ
পটুয়াখালীর দশমিনা উপজেলায় দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। গত ১৪ এপ্রিল রাতে উপজেলার দশমিনা সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ডলি আকবর মহিলা কলেজ এলাকার পূর্বপাশের পরিত্যক্ত ভিটায় এ ঘটনা ঘটে। গত বুধবার এ ঘটনায় পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেছেন নির্যাতনের শিকার ওই গৃহবধূ। মামলায় দশমিনা এলাকার আব্দুল খালেক গাজীর ছেলে হারুন অর রশিদ এবং লেদু গাজীর ছেলে মাহাবুল গাজীকে আসামি করা হয়েছে।
মামলার বিবরণে বলা হয়, গত ১৪ এপ্রিল পহেলা বৈশাখের দিন রাতে ওই গৃহবধূ দশমিনার হাজিরহাট থেকে মুগডাল বিক্রির টাকা নিয়ে নিজ বাড়ি সদর ইউনিয়নের কাটাখালী গ্রামে ফিরছিলেন। পথে অভিযুক্তরা তাঁর মুখ চেপে ধরে ডলি আকবর মহিলা কলেজের পূর্বপাশে পরিত্যক্ত ভিটায় নিয়ে ধর্ষণ করে। এর পর হত্যার উদ্দেশ্যে ওই গৃহবধূকে প্রচণ্ড মারধর করে মুগডাল বিক্রির ১৫ হাজার টাকা ও স্বর্ণের দুল নিয়ে ধর্ষকরা পালিয়ে যায়। পরে গৃহবধূর পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে পরিত্যক্ত ভিটা থেকে তাঁকে উদ্ধার করে গুরুতর অসুস্থ অবস্থায় পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নিলুফা ইয়াসমিন মামলাটি এজাহার হিসেবে গ্রহণের জন্য দশমিনা থানাকে নির্দেশ দিয়েছেন। দশমিনা থানার ওসি আব্দুল আলীম জানান, তিনি এখনও আদালতের নির্দেশের কপি হাতে পাননি। পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে কিশোরগঞ্জের ভৈরবে ১১ বছরের এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার অভিযোগে ১৬ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ওই কিশোরের বাড়ি উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভবানীপুর গ্রামের পশ্চিমপাড়া এলাকায়। গতকাল ওই এলাকা থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, এক বছর ধরে ভবানীপুর গ্রামের পশ্চিমপাড়া এলাকায় প্রতিবেশী ওই প্রতিবন্ধী কিশোরীকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ধর্ষণ করত সেই কিশোর। সম্প্রতি মেয়েটি অন্তঃসত্ত্বা হলে তার পরিবার বিষয়টি জানতে পারে। পরে অভিযুক্ত কিশোরের বাবা-মাকে ঘটনা জানালেও তারা কোনো পদক্ষেপ নেয়নি। এলাকার গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি সামাজিকভাবে মীমাংসারও চেষ্টা করেন। কিন্তু অভিযুক্ত কিশোর ও তার পরিবারের লোকজন ধর্ষণে অন্তঃসত্ত্বার বিষয়টি অস্বীকার করে। পরে ভুক্তভোগী কিশোরীর ভাই গত বুধবার রাতে ওই কিশোরকে আসামি করে ভৈরব থানায় মামলা করেন।
ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার নাজমুস সাকিব জানান, অভিযুক্ত কিশোরকে আদালতের মাধ্যমে গাজীপুর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে।
লক্ষ্মীপুরে এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে তার পালক বাবা মো. হারুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল দুপুরে সদর উপজেলার টুমচর ইউনিয়নের টুমচর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে সকালে ভুক্তভোগী ছাত্রীর ফুফু সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ভাইয়ের বিরুদ্ধে মামলা করেন। গ্রেপ্তার হারুন স্থানীয় মৃত তরিক উল্যার ছেলে এবং পেশায় অটোরিকশা চালক।
নাটোরের বাগাতিপাড়ায় সৎমেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা আমির হোসেনকে আটক করেছে পুলিশ। গত বুধবার রাতে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের ভাটকুজা এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। বাগাতিপাড়া মডেল থানার ওসি রফিকুল ইসলাম জানান, মেয়েকে ধর্ষণচেষ্টার ঘটনায় ভুক্তভোগীর মা বুধবার রাতে স্বামীর বিরুদ্ধে মামলা করেছেন।
আটপাড়ায় শিশু ধর্ষণকারীর ফাঁসি দাবি
নেত্রকোনার আটপাড়ার নারাচাতল গ্রামে শিশু ধর্ষণকারী তরুণ অন্তর মিয়ার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও সংবাদ সম্মেলন হয়েছে। গত ৮ এপ্রিল আটপাড়া উপজেলায় ১২ বছর বয়সী ওই শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে অন্তর মিয়ার বিরুদ্ধে। ঘটনার পর থেকে অন্তর পলাতক। এ ঘটনায় শিশুটির বাবা পরদিন আটপাড়া থানায় মামলা করেন। এর পর ১০ দিন পেরিয়ে গেলেও পুলিশ ধর্ষণকারীকে গ্রেপ্তার করতে পারেনি।
গতকাল আটপাড়া উপজেলা পরিষদের সামনের সড়কে গতকাল বানিয়াজানের নারী কল্যাণ সংস্থা বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। এ ছাড়া নিপীড়িত নারী ও শিশু আইনি ও স্বাস্থ্য সহায়তা সেলের নেত্রকোনা জেলা কমিটি জেলা প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছে। সেখানে বক্তারা বলেন, নিপীড়িত শিশুটিকে আইনি ও স্বাস্থ্য সহায়তাসহ সামাজিক পুনর্বাসন ও নিরাপত্তা দিতে পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেল থেকে সব সহায়তা দেওয়া হচ্ছে শিশুটি ও তার পরিবারকে। ধর্ষককে দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয়।
আটপাড়া থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ কুমার বলেন, শিশু ধর্ষণ মামলার আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।
(তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট প্রতিনিধি ও সংবাদদাতারা)