সব পদেই বিনা ভোটে জয়ী হতে যাচ্ছেন বিএনপি ও জামায়াতপন্থী আইনজীবীরা
Published: 19th, February 2025 GMT
কুমিল্লা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ৬ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সে পর্যন্ত অপেক্ষার প্রয়োজন পড়ছে না প্রার্থীদের। বুধবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে সমিতির ১৫টি পদে একজন করে প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তাঁরা সবাই বিএনপি–সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ এবং জামায়াতে ইসলামী–সমর্থিত ইসলামী আইনজীবী ঐক্য পরিষদের আইনজীবী।
বুধবার বিকেলে যাচাই-বাছাইয়ে তাঁদের সবার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে। এখন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হওয়ার অপেক্ষায় রয়েছেন বিএনপি ও জামায়াতপন্থী আইনজীবীরা। কুমিল্লা আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও প্রধান নির্বাচন কমিশনার কাজী মফিজুল ইসলাম বুধবার রাত সাড়ে আটটার দিকে প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে আইনজীবী সমিতির নির্বাচনে একসঙ্গে সবাই বিনা ভোটে নির্বাচিত হওয়ার নজির নেই বলে জানিয়েছেন একাধিক জ্যেষ্ঠ আইনজীবী। সর্বশেষ গত বছররে ৭ মার্চ জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে ২০২৪-২৫ সেশনের নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে মোট ১৫টি পদের মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১০টিতে আওয়ামী লীগপন্থীরা জয়লাভ করেন। বাকি পাঁচটিতে বিএনপি-জামায়াতপন্থীরা বিজয়ী হন। আওয়ামী লীগ–সমর্থিত আইনজীবীদের কেউই এ বছর মনোনয়নপত্র সংগ্রহ করেননি।
আওয়ামীপন্থী আইনজীবীদের ভাষ্য, নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন, এমন ৩২ আইনজীবীকে সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলায় হয়রানিমূলকভাবে আসামি করা হয়েছে। যার কারণে আওয়ামী লীগপন্থী কোনো আইনজীবী মনোনয়ন ফরম কিনতে পারেননি।
জেলা আইনজীবী সমিতি সূত্র জানায়, গত সোমবার ২০২৫-২৬ সেশনের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। মঙ্গলবার ছিল মনোনয়নপত্র সংগ্রহের তারিখ। বুধবার জমা এবং একই দিন বিকেলে যাচাই-বাছাই। বৃহস্পতিবার প্রার্থীদের খসড়া তালিকা প্রকাশ, ২৩ ফেব্রুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহার, ২৪ ফেব্রুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও আগামী ৬ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
আরও পড়ুনকুমিল্লা আইনজীবী সমিতির নির্বাচনে এবার লড়ছেন না আওয়ামী লীগপন্থীরা৭ ঘণ্টা আগেপ্রধান নির্বাচন কমিশনার কাজী মফিজুল ইসলাম বলেন, বুধবার বিকেলে যাচাই-বাছাইয়ে ১৫ জনের মনোনয়ন বৈধ পাওয়া গেছে। মঙ্গলবার সভাপতি-সাধারণ সম্পাদকসহ চারটি পদে দুজন করে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। তবে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ এবং ইসলামী আইনজীবী ঐক্য পরিষদের আইনজীবীরা ঐকমত্যের ভিত্তিতে প্রতিটি পদে একজন করে মনোনয়ন জমা দিয়েছেন। ২৪ ফেব্রুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের সময়। যেহেতু কোনো পদে একাধিক প্রার্থী নেই, তাই সেদিন তাঁদের বিজয়ী ঘোষণা করা হতে পারে।
আইনজীবী সমিতি সূত্রে জানা গেছে, সভাপতি পদে ইসলামী আইনজীবী ঐক্য পরিষদের মো.
আওয়ামী লীগপন্থী আইনজীবীদের নির্বাচন থেকে বিরত রাখতেই আগাম মামলা দেওয়া হয়েছে বলে দাবি করেছেন জেলা আইনজীবী সমিতির সভাপতি মোস্তফাফিজুর রহমান ওরফে লিটন। তিনি প্রথম আলোকে বলেন, ‘কৌশলে আমাদের নির্বাচন থেকে বিরত রাখতে এবারের তফসিল ঘোষণা করা হয়। গঠনতন্ত্র অমান্য করে মনোনয়ন ফরম কেনা ও জমার তিন দিনের সময় দেওয়ার কথা থাকলেও দেওয়া হয়েছে এক দিন। আমরা যেন মামলার কারণে আসতে না পারি, এ জন্য নিয়মবহির্ভূতভাবে নিয়ম করা হয়েছে, সশরীর হাজির হয়ে মনোনয়ন সংগ্রহ করতে হবে।’
তবে প্রধান নির্বাচন কমিশনার কাজী মফিজুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমরা বর্তমানে যেই কমিটি নির্বাচন পরিচালনা করছি, তাদের বেশির ভাগই আওয়ামী লীগপন্থী। কুমিল্লায় কিন্তু অ্যাডহক কমিটি গঠন করা হয়নি। তারা মামলার ভয়ে মনোনয়নপত্র না কিনলে আমাদের কী করার আছে? আমরা কোনো গঠনতন্ত্র লঙ্ঘন করিনি। আপনি যদি নির্বাচন করেন, আপনার ফরম অন্য কেউ নেবে কেন?’
উৎস: Prothomalo
কীওয়ার্ড: জ ম য় তপন থ ল ইসল ম আইনজ ব কর ছ ন আওয় ম হওয় র
এছাড়াও পড়ুন:
ভুয়া আসামি দাঁড় করিয়ে জামিন, ৪ আসামি কারাগারে
লক্ষ্মীপুরে একটি মারামারি মামলায় আদালতে ভুয়া ব্যক্তিদের দাঁড় করিয়ে প্রবাসে থাকা আসামিদের জামিন নেওয়ার ঘটনায় জড়িত আইনজীবী সহকারীসহ ৪ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত।
সোমবার (২৪ মার্চ) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী অঞ্চল সদর আদালতের বিচারক আবু সুফিয়ান মো. নোমান তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) আব্দুল আহাদ শাকিল পাটওয়ারী বলেন, ৪ জন আসামি আত্মসমর্পণ করে আদালতে জামিনের আবেদন করে। আদালত জামিন আবেদন না-মঞ্জুর করে তাদেরকে জেল হাজতে প্রেরণ করেন।
এপিপি আরও জানান, ভুয়া ব্যক্তিদের দাঁড় করিয়ে জামিন নেওয়ার ঘটনায় ১৫ জানুয়ারি জুডিসিয়াল ১ নং আদালতের (রামগঞ্জ) ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইসমাইল বাদি হয়ে সদর আদালতে ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। প্রতারণা ও জালিয়াতির ঘটনায় তাদের নামে মামলাটি করা হয়। ঘটনার সঙ্গে জড়িত আইনজীবী লুৎফুর রহমান রহিম গাজী ভবিষ্যতে ঘটনার পুনরাবৃত্তি ঘটাবে না বলে আদালতে মুচলেকা দিয়ে ক্ষমা চেয়েছেন। এতে আদালত তাকে ঘটনা থেকে অব্যাহতি দিয়েছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, আইনজীবী সহকারী আবুল কাসেম, জামিনের তদবিরকারক আনোয়ার হোসেন, জামিনপ্রাপ্ত ভুয়া আসামি সাইফুল ওরফে গাল কাটা সাইফুল ও ফরহাদ।
আদালত ও সংশ্লিষ্ট সূত্র জানায়, রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের সোন্দড়া গ্রামের আবদুল খালেকদের সঙ্গে কয়েক বছর ধরে তাজুল ইসলাম খোকাদের জমিসহ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। এনিয়ে ২০২৩ সালে আদালতে মামলা হয়। ২০২৪ সালের ১৯ মে মামলার তদন্তকারী কর্মকর্তা ও রামগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান আদালতে ৪ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। তারা হলেন তাজুল ইসলাম খোকা, সজীব, আনোয়ার হোসেন ও সাইফুল ইসলাম শুভ। এ ঘটনার পর আসামি সজিব সৌদি আরব ও সাইফুল কাতার চলে যায়। গেল বছরের ৩০ জুন আসামি খোকা ও আনোয়ার জামিন নেয়। তখন সজিব ও সাইফুলের গ্রেপ্তারী পরোয়ানা জারি করেন আদালতের বিচারক। আসামিরা বিদেশে রয়েছেন। কিন্তু গত ৬ নভেম্বর মামলার ২ ও ৪ নম্বর আসামির স্থলে ভিন্ন ব্যক্তিদের রামগঞ্জ আমলী আদালতে উপস্থিত করা হয়। পরে আদালত তাদেরকে জামিনে মুক্তির আদেশ দেয়।
ঘটনাটি জানতে পেরে গত ৮ ডিসেম্বর বাদী শামছুর নেছা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামি সজিব ও সাইফুলকে স্বশরীরে হাজির হওয়ার জন্য ও তাদের জামিনের আদেশ বাতিল করতে আবেদন করেন। একইসঙ্গে আসামিদের নিযুক্ত কৌশুলি ও স্থানীয় জামিনদারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রার্থণা জানিয়েছেন। এতে আদালতের বিচারক ঘটনাটি নিয়ে সংশ্লিষ্টদের কাছে ব্যাখ্যা জানতে চায়। পরে ২৯ ডিসেম্বর আসামিদের আইনজীবী রহিম গাজী আদালতে লিখিত ব্যাখ্যা প্রদান করেন। একই ব্যাখ্যা আইনজীবী সমিতির সভাপতি-সম্পাদককে দিয়েছেন। এতে তিনি জানান, আইনজীবী সহকারী আবুল কাশেম দুইজন লোককে এনে আসামি হিসেবে আদালতে উপস্থিত করেন। পরে তাদেরকে জামিন করানো হয়। তিনি আসামিদেরকে চিনতেন না।
ঢাকা/লিটন/টিপু