বিমানের টিকিটে দুর্বৃত্তপনা অনুসন্ধান করছি: স্বরাষ্ট্র সচিব
Published: 19th, February 2025 GMT
কিছু মানুষের দুর্বৃত্তপনার কারণে এয়ার টিকিটের অস্বাভাবিক দাম বৃদ্ধি ঘটে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ড. নাসিমুল গণি। তিনি বলেছেন, দেশের এভিয়েশন খাতে অনেক রকম সমস্যা রয়েছে। তা অনুসন্ধান করতে আমরা বসেছি।
বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও কালোবাজারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তদন্ত কমিটির শুনানির আগে এসব কথা বলেন নাসিমুল গণি।
তিনি বলেন, আমাদের (এভিয়েশন সেক্টরে) অনেক রকম সমস্যা রয়েছে। শুধু সমস্যাটা একতরফা যে তাদের (জেনারেল সেলস এজেন্ট) সেটা নয়। বিভিন্ন সমস্যা আছে। আমরা আজকে একটা বিষয় নিয়ে অনুসন্ধানের চেষ্টা করছি। আমাদের দেশ থেকে যারা মধ্যssপ্রাচ্য যায়, তাদের টিকিটের দাম অনেক বেশি পড়ে। এই পুরো প্রক্রিয়ায় আমাদের কিছু নিয়ম আছে; বিধি আছে। এর কিছু প্রতিপালন হচ্ছে আর কিছু হচ্ছে না। কিছু ক্ষেত্রে কিছু মানুষের দুর্বৃত্তপানা রয়েছে। এটা অনুসন্ধান করতে আমরা বসেছি।
সচিব আরও বলেন, বাংলাদেশে যেসব এয়ারলাইন্স চলে, তাদের যেসব প্রতিনিধি রয়েছে (জেনারেল সেলস এজেন্ট), তাদের নিয়ে বসেছি। তাদের অভিজ্ঞতাগুলো জানতে চাচ্ছি। একই সঙ্গে আমাদের অনুসন্ধানও যাতে মানুষের কাজে লাগে, এ কারণেই এই প্রচেষ্টা। এটা আমাদের মতো করে আমরা তদন্ত করব।
তিনি বলেন, আমরা এয়ার টিকিটের ভাড়া নির্ধারণ করতে যাচ্ছি না। শুধু তদন্ত করছি। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
পাওনা বেতন–বোনাস না দিলে ভুখামিছিল করবেন টিএনজেড গ্রুপের শ্রমিকেরা
পাওনা বেতনসহ বোনাস আজ শুক্রবার দুপুরের মধ্যে দেওয়ার দাবি জানিয়েছেন টিএনজেড গ্রুপের পোশাককারখানার শ্রমিক-কর্মচারীরা। দাবি পূরণ না হলে তাঁরা আজ বিকেল চারটায় ভুখামিছিল করবেন। এ ছাড়া তাঁরা প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেবেন।
আজ বেলা সাড়ে ১১টায় রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনের আয়োজক ‘টিএনজেড গ্রুপের শ্রমিক-কর্মচারীরা’।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন টিএনজেড অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকনেতা শহিদুল ইসলাম। তিনি ‘মালিকের গাড়ি বিক্রি করে শ্রমিকদের টাকা দেওয়া হয়েছে’ বলে দেওয়া বক্তব্যকে মিথ্যা অভিহিত করেন। তিনি বলেন, টিএনজেড গ্রুপের একটি কারখানা (অ্যাপারেল প্লাস ইকো) শ্রমিকদের সামান্য টাকা দিয়েছে। এভাবে শ্রমিকদের মধ্যে বিভেদ তৈরির চক্রান্ত চলছে।
শহিদুল ইসলাম বলেন, গতকাল বৃহস্পতিবার পর্যন্ত শ্রমসচিব তাঁদের আশ্বস্ত করেছিলেন, ২৭ মার্চ দুপুরের মধ্যে পাওনা পরিশোধের জন্য ব্যবস্থা নেবেন। কিন্তু গতকাল দফায় দফায় যোগাযোগ করার পরও তিনি ফোন ধরেননি।
শহিদুল ইসলাম আরও বলেন, টিএনজেড গ্রুপের অন্তর্ভুক্ত তিনটি কারখানার শ্রমিকেরা পাঁচ দিন ধরে আন্দোলন করছেন। এর মধ্যে একটি কারখানার শ্রমিকদের জানুয়ারি মাসের পাওনার ৮০ শতাংশ পরিশোধ করা হয়েছে। টিএনজেড অ্যাপারেলস লিমিটেডে কর্মরত ২ হাজার ১০০ শ্রমিকের ফেব্রুয়ারি-মার্চ মাসের বেতনসহ ঈদ বোনাস মিলিয়ে মোট পাওয়া প্রায় ৯ কোটি টাকা। অ্যাপারেল প্লাস ইকো কারখানার ৮২৬ জন শ্রমিকের জানুয়ারি-মার্চ মাসের বেতন, ঈদ বোনাসসহ অন্যান্য পাওনা ছিল মোট ৬ কোটি ৭৫ লাখ টাকা, যার মধ্যে গতকাল দেওয়া হয়েছে ১ কোটি ৫ লাখ টাকা। অ্যাপারেল আর্ট লিমিটেডের ২৪০ শ্রমিকের ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত বেতন-বোনাসসহ অন্যান্য পাওনা ২ কোটি ৪ লাখ টাকা, যা এখনো পরিশোধ করা হয়নি।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন অ্যাপারেল প্লাস ইকোর শ্রমিকনেতা শিউলি বেগম। শ্রমিকদের আন্দোলনে সংহতি জানান গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলন, গার্মেন্টস ওয়ার্কার্স ইউনিয়ন, গার্মেন্টস-টেক্সটাইল শ্রমিক ফেডারেশন, গার্মেন্টস শ্রমিক সংহতি, বিপ্লবী শ্রমিক সংহতি, শ্রমজীবি আন্দোলন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট, জাতীয় শ্রমিক ফেডারেশন বাংলাদেশ, গণতান্ত্রিক শ্রমিক আন্দোলন, বাংলাদেশ শ্রমিক ফেডারেশ, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন, বাংলাদেশ টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস শ্রমিক ফেডারেশনসহ বিভিন্ন সংগঠনের নেতারা।