হোমারের ‘ওডিসি’ নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা আগেই দিয়েছিলেন অস্কারজয়ী ব্রিটিশ পরিচালক ক্রিস্টোফার নোলান। সিনেমাটির শুটিং শুরু হয়েছে বলেও খবর পাওয়া গেছে। তবে মূল চরিত্রে কে অভিনয় করছেন, তা এত দিন ছিল গোপন। অবশেষে গতকাল সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশ পেয়েছে। সেখানে দেখা গেল মূল চরিত্রের ওডিসিউসকে।

সিনেমায় মূল চরিত্রে অভিনয় করছেন ম্যাট ডেমন। প্রকাশিত লুক দেখে চেনা কষ্ট তিনি ম্যাট ডেমন। ঐতিহাসিক যুদ্ধে মূলত যোদ্ধাদের এ ধরনের শিরস্ত্রাণ (হেলমেট) পরতে দেখা যায়। ফার্স্ট লুক নিয়ে অফিশিয়াল এক্সে পোস্ট করে ম্যাট লিখেছেন, ‘ম্যাট ডেমন ওডিসিউস হয়ে আসছে। সিনেমাটি পরিচালনা করেছেন ক্রিস্টোফার নোলান। “দ্য ওডিসি” ১৭ জুলাই ২০২৬ সালে বিশ্বব্যাপী মুক্তি পাবে।’

এই সিনেমা দিয়ে তৃতীয়বারের মতো ক্রিস্টোফার নোলান ও ম্যাট ডেমন একসঙ্গে পর্দায় আসছেন।

আরও পড়ুনঅস্কারের আরও কাছে নোলান১১ ফেব্রুয়ারি ২০২৪

প্রাচীন গ্রিক মহাকবি হোমারের মহাকাব্য ‘ওডিসি’। দুই হাজার বছরের বেশি সময় আগে এটি লেখা। ট্রয় যুদ্ধের অন্যতম নায়ক ওডিসিউস যুদ্ধ শেষ করে ফেরার পথে ঝড়ের মুখে পড়ে দল থেকে বিচ্ছিন্ন হয়ে হয়ে যান। সাগরের মধ্যেই ঘুরতে থাকেন। এই সময়ে দ্বীপে নানান মানুষ, জন্তু ও দেব–দেবীর মুখোমুখি হন। গল্পে ভয়ংকর সব বিপদে পড়তে দেখা যায়। ট্রজান যুদ্ধ জয়ের পর ফেরার সেই গল্প নিয়েই সিনেমাটি।

সিনেমাটির সঙ্গে যুক্ত রয়েছে হলিউডের বড় প্রযোজনা প্রতিষ্ঠানে ইউনিভার্সাল পিকচার্সস। একই সঙ্গে পরিচালকের পাশাপাশি সিনেমাটির সঙ্গে প্রযোজক হিসেবে যুক্ত রয়েছেন নোলান ও তাঁর স্ত্রী এমা থোমাস। সিনেমাটির কোথায় শুটিং হচ্ছে, সেটাও গোপন রেখেছিল প্রযোজনা প্রতিষ্ঠান।

তবে গত জানুয়ারিতে জানা গিয়েছিল, সিনেমার বেশ কিছু প্রাচীন দ্বীপ ও সাগরের অংশের শুটিং হচ্ছে সিসিলিতে। যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী ভ্যারাইটি সূত্রে আরও জানা যায়, সিনেমায় আরও অভিনয় করছেন অ্যান হ্যাথওয়ে, টম হল্যান্ড, রবার্ট প্যাটিনসন, জেনডায়া, শার্লিজ থেরন প্রমুখ।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ম য ট ড মন

এছাড়াও পড়ুন:

বোয়ালখালীতে অস্ত্র-গুলিসহ ৪ জন আটক

চট্টগ্রামের বোয়ালখালীতে বিশেষ অভিযান চালিয়ে ১৪ রাউন্ড এ্যামোনিশন (গুলি), দেশীয় ধারালো অস্ত্র ও নগদ টাকাসহ ৪ জনকে আটক করেছে সেনাবাহিনী।

শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নে লেফটেন্যান্ট কর্নেল মো. সালাহ উদ্দিন আল মামুনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

বোয়ালখালী সেনা ক্যাম্প কমান্ডার মেজর রাসেল জানান, অভিযান চালিয়ে শ্রীপুর-খরণদ্বীপ এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজিসহ সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে শহিদুল আলম (৩৮), মো. জানে আলম নান্নু (৪০), জুবায়েদ আকবর (২৬) ও মো. মোর্শেদকে (৪৭) আটক করা হয়। 

তাদের কাছ থেকে ৪ রাউন্ড রাইফেল এ্যামোনিশন (গুলি), ১০ রাউন্ড শটগান এ্যামোনিশন (গুলি), ২১টি দেশীয় অস্ত্র, নগদ ১ লক্ষ ৭৬ হাজার ৪২৫ টাকা, ২৫টি মোবাইল সেট ও ৩টি পাসপোর্ট জব্দ করা হয়েছে।

জব্দ মালামালসহ আটকদের বোয়ালখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

সম্পর্কিত নিবন্ধ