ব্রাজিলিয়ান লিগের ফুটবলাররা অনলাইনে প্রতিবাদমূলক একটি প্রচারণা শুরু করেছেন। প্রাকৃতিক ঘাসের বদলে কৃত্রিম টার্ফে খেলার প্রতিবাদ জানিয়ে একটি বিবৃতি পোস্ট করেছেন খেলোয়াড়েরা। নেইমার, থিয়াগো সিলভা, মেম্ফিস ডিপাই, ফিলিপ কুতিনিওরা যোগ দিয়েছেন এই কর্মসূচিতে।

আরও পড়ুনহিমেনেজের ইতিহাসও বাঁচাতে পারেনি এসি মিলানকে১৩ ঘণ্টা আগে

গতকাল অনলাইনে সবাই একই বিবৃতি পোস্ট করেন। কৃত্রিম ঘাসের মাঠে খেলোয়াড়দের চোটে পড়ার হার বাড়ছে বলে মনে করেন খেলোয়াড়েরা। সান্তোস তারকা নেইমারের ইনস্টাগ্রাম হ্যান্ডলে পোস্ট করা সেই বিবৃতিতে বলা হয়, ‘ব্রাজিলিয়ান ফুটবল যে পথে হাঁটছে তা উদ্বেগজনক। খেলাটিতে আমাদের ব্যাপ্তি এবং প্রতিনিধিত্ব যতটা, তাতে এ প্রশ্নই ওঠা উচিত নয়। বিশ্বের সেরা লিগগুলোয় খেলোয়াড়দের কথা শোনা হয় এবং মাঠ ও স্টেডিয়ামে বিনিয়োগ করা হয়। বাজে মাঠের সমাধান হলো ভালো মাঠ বানানো। ফুটবল প্রাকৃতিক, কৃত্রিম নয়।’ এই বিবৃতির শেষ কথায় লেখা হয়, ‘পেশাদার ফুটবল কৃত্রিম ঘাসে খেলা হয় না।’

সৌদি আরবের ক্লাব আল হিলাল ছেড়ে এ মাসেই সান্তোসে ফিরেছেন নেইমার। নেদারল্যান্ডসের ফুটবলার মেম্ফিস ডিপাই খেলেন করিন্থিয়ান্সে, থিয়াগো সিলভা ফ্লুমিনেন্সে।

আরও পড়ুনএক দিনেই মেসির তিন ছেলের হাতে ট্রফি, চিরোর অবিশ্বাস্য ‘মেসি’ গোল১৮ ফেব্রুয়ারি ২০২৫

ব্রাজিলের শীর্ষ লিগের কিছু ক্লাব স্টেডিয়ামের বহুমুখী ব্যবহারে কৃত্রিম ঘাস ব্যবহার করে মাঠে। এতে যেকোনো ব্যবহারেই মাঠের ক্ষতি কম হয়। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বোতাফোগো, পালমেইরাস ও অ্যাথলেটিকো পারানায়েনসের মাঠ কৃত্রিম ঘাসে বানানো। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, চোট থেকে ফেরা কিংবা তারকা খেলোয়াড়েরা এসব ক্লাবের মাঠে ম্যাচ বয়কট করতে পারেন।

ফ্লুমিনেন্সের ডিফেন্ডার থিয়াগো সিলভা.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ফ টবল

এছাড়াও পড়ুন:

আউটসোর্সিং নীতিমালার আওতায় কর্মীদের সুবিধা বাড়াল

আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবাগ্রহণ নীতিমালার অন্তর্ভুক্ত সেবাকর্মীদের জন্য আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবাগ্রহণ নীতিমালা-২০২৫ জারি হয়েছে। এ নীতিমালায় সরকার সেবাকর্মীদের কাজে উৎসাহিত করার লক্ষ্যে কয়েকটি সুবিধা প্রদান করেছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) এ নীতিমালা জারি হয় বলে অর্থ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

মন্ত্রণালয়ের এক প্রেস নোটে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে নববর্ষের উপহার হিসেবে আজ এ নীতিমালা জারি হয়।

এতে আরো বলা হয়, পাঁচটি ক্যাটাগরির সেবা ও তিনটি বিশেষ সেবা জনপ্রতি মাসিক সেবামূল্য বৃদ্ধি করা হয়েছে। এছাড়া এক মাসের সমপরিমাণ সেবামূল্যের অর্ধেক (৫০ শতাংশ) হারে দুটি ও এক পঞ্চমাংশ (২০ শতাংশ) হারে বৈশাখী প্রণোদনা প্রদান করা হয়েছে।

মন্ত্রণালয়ের এক প্রেস নোটে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে নববর্ষের উপহার হিসেবে আজ এ নীতিমালা জারি হয়।

এতে আরো বলা হয়, পাঁচটি ক্যাটাগরির সেবা ও তিনটি বিশেষ সেবা জনপ্রতি মাসিক সেবামূল্য বৃদ্ধি করা হয়েছে। এ ছাড়া এক মাসের সমপরিমাণ সেবামূল্যের অর্ধেক (৫০ শতাংশ) হারে দুটি ও এক পঞ্চমাংশ (২০ শতাংশ) হারে বৈশাখী প্রণোদনা প্রদান করা হয়েছে।

পাশাপাশি সেবাকর্মীদের বার্ষিক ১৫ দিনের ছুটি ও মৌলিক কাজ সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হবে। একই সঙ্গে প্রতিটি সেবাকর্মীকে প্রতি বছর দুটি নতুন ইউনিফর্ম প্রদান করা হবে।

নারী সেবাকর্মীরা ৪৫ দিনের মাতৃত্বকালীন ছুটি পাবেন। জাতীয় পেনশন কর্তৃপক্ষের অধীনে পরিচালিত সর্বজনীন পেনশন সুবিধার অন্তর্ভুক্ত করার মাধ্যমে পেনশন সুবিধা গ্রহণ করার সুযোগ সৃষ্টি করা হয়েছে। আউটসোর্সিং প্রক্রিয়ায় ক্রয়কৃত সেবামূল্য সেবাকর্মীর নিজ নামেও ব্যাংক মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের মাধ্যমে ব্যাংকিং চ্যানেলে প্রদেয় হবে।

সর্বোপরি সেবাকর্মীরা তার মাসিক সেবামূল্য কর্মকালীন মাসের পরবর্তী মাসের প্রথম সপ্তাহের প্রদান নিশ্চিত করার বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে।

ঢাকা/হাসনাত/এনএইচ

সম্পর্কিত নিবন্ধ