বিদেশি কোম্পানিতে টাকা পাঠাতে নতুন নির্দেশনা
Published: 19th, February 2025 GMT
বাংলাদেশে অবস্থিত সাবসিডিয়ারি প্রতিষ্ঠানের সেবার অর্থ বিদেশি মূল কোম্পানিকে পরিশোধ করার বিষয়ে নতুন সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এসব প্রতিষ্ঠান থেকে এক হিসাব বছরে নীট মুনাফার ১০ শতাংশ পর্যন্ত অর্থ বিদেশে পাঠাতে পারবে। তবে এই অর্থ পাঠাতে হলে সাবসিডিয়ারি কোম্পানির ৫০ শতাংশের বেশি শেয়ার ধারন করতে হবে বিদেশি কোম্পানিগুলোকে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে।
সার্কুলারে বলা হয়েছে, বিদেশি কোম্পানির স্থানীয় সাবিসিডিয়ারি প্রতিষ্ঠানগুলোকে তাদের বিদেশি প্যারেন্ট বা গ্রুপ কোম্পানি থেকে বিভিন্ন সেবা গ্রহণের জন্য বাংলাদেশ ব্যাংক অনুমতি দিয়েছে। এক্ষেত্রে, ব্যাংকগুলো স্থানীয় সাবিসিডিয়ারি কোম্পানিগুলোর পক্ষে সেবা মূল্য বাবদ অর্থ পরিশোধ করতে পারবে, যদি সেবা বা পরিষেবাগুলো স্থানীয়ভাবে পাওয়া না যায়। তবে বিদেশি প্যারেন্ট বা গ্রুপ কোম্পানিগুলো সাবসিডিয়ারি কোম্পানির ৫০ শতাংশের বেশি শেয়ার ধারণ করতে হবে। এসব প্রতিষ্ঠান থেকে বিদেশে পাঠানোর অর্থের পরিমাণ এক হিসাব বছরে নীট মুনাফার ১০ শতাংশের বেশি হবে না। নির্ধারিত ১০ শতাংশ সীমার চেয়ে বেশি পরিশোধের প্রয়োজন হলে খসড়া চুক্তি ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্যসহ বাংলাদেশ ব্যাংককে আবেদন করতে হবে।
আরো পড়ুন:
তিন হাজার কোটি টাকার সুকুক ইস্যুর সিদ্ধান্ত
সাবেক গভর্নরসহ ২৫ জনের নামে লকার খুঁজে পায়নি দুদক
সার্কুলার অনুযায়ী, হিসাব বছরের মধ্যেও সেবা মূল্য বিদেশে পাঠানোর যোগ্য হবে। এক্ষেত্রে সম্ভাব্য মুনাফার পরিমাণ নির্ধারণ ও তা অডিটর দ্বারা প্রত্যায়িত হতে হবে। কোন পরিষেবা বাবদ অর্থ পরিশোধের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে অনুমতির প্রয়োজন হলে বিদেশে অর্থ পাঠানোর বিষয়টি আলাচ্য সার্কুলার অনুযায়ী হবে না।
সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগের ফলে বিদেশি মালিকানাধীন কোম্পানিগুলো বিদেশি প্যারেন্ট বা গ্রুপ কোম্পানি থেকে সেবা ক্রয় বাবদ মূল্য সহজে পরিশোধ করতে পারবে।
ঢাক/এনএফ/এসবি
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সিদ্ধিরগঞ্জে ইন্তিফাদার উদ্যােগে ঈদ সামগ্রী উপহার প্রদান
আত্মা মানবতার সেবায় সামাজিক কল্যাণে অরাজনৈতিক একটি সেবা মূলক প্রতিষ্ঠান ইন্তিফাদার উদ্যােগে ৩০০ শত সুবিধাবঞ্চিতদের মাঝে একটি করে মুরগি সহকারে ঈদ সামগ্রী উপহার প্রদান করা হয়েছে।
শনিবার সকালে সিদ্ধিরগঞ্জ পাইনাদী নতুন মহল্লা দারুল আমান মসজিদ প্রাঙ্গণে এ ঈদ সামগ্রী উপহার প্রদান করা হয়।
ঈদ সামগ্রী উপহার প্রদান কালে এসময় প্রধান অতিথির বক্তব্যে রাখছেন- সংগঠনটির উপদেষ্টা মুহাম্মদ জামাল হোসাইন।
বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক দারুল আমান মসজিদের সভাপতি ও ইন্তিফাদা সামাজিক সংগঠনের সভাপতি আলহাজ্ব শরিফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সমাজ সেবক আলহাজ্ব কফিল আহমেদ প্রমূখ।
উক্ত অনুষ্ঠানে মো মওদূদীর পরিচালনায় আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী গাজী হোসাইন, মনির হোসেন, মেহেদী হাসান সহ আরো অনেকে।