অস্ট্রেলিয়ায় সৈকতে ডলফিনের মৃত্যু
Published: 19th, February 2025 GMT
অস্ট্রেলিয়ার একটি প্রত্যন্ত সমুদ্রসৈকতে আটকা পড়েছে দেড় শতাধিক ডলফিনের একটি দল। স্থানীয় পরিবেশ কর্মকর্তারা জানিয়েছেন, ইতোমধ্যে কয়েক ডজন ডলফিনের মৃত্যু হয়েছে।
তারা বলছেন, এগুলো সব বিরল প্রজাতির ডলফিন। আটকা পড়া ডলফিনের সংখ্যা ১৫৭টি। এগুলো সমুদ্রের গভীরে বিচরণ করা একটি প্রজাতি।
জানা গেছে, এখনও ৯০টির মতো ডলফিন জীবিত রয়েছে। দেখতে তিমির মতো হওয়ায় এগুলোকে ‘ফলস কিলার হোয়েলস’ নামে চিহ্নিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। স্থানীয় বন্যপ্রাণী কর্মকর্তা ব্রেন্ডন ক্লার্ক বলেছেন, বেঁচে থাকা ডলফিনগুলোকে ফের পানিতে ভাসিয়ে দেওয়া তাদের জন্য কঠিন হবে, কেননা প্রতিটি ডলফিনের ওজন এক টনের বেশি বলে ধারণা করা হচ্ছে। বিবিসি
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
টার্মিনালে বসে ছিলেন নড়াইল এক্সপ্রেসের সুপারভাইজার মুসা, হঠাৎ এসে এলোপাতাড়ি ছুরিকাঘাতে হত্যা
নড়াইল এক্সপ্রেস পরিবহনের সুপারভাইজার মোশারফ মুন্সি মুসাকে (৪৫) ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার কালে নড়াইলের নতুন বাস টার্মিনালে এ ঘটনা ঘটে। নিহত মুসা সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের দলজিৎপুর এলাকার শামসুর রহমান মুন্সীর ছেলে।
স্থানীয়রা ও পুলিশ জানায়, সকাল ৬টার দিকে গাড়ির সুপারভাইজার মুসা নতুন বাস টার্মিনালে বসে ছিলেন। এ সময় কয়েক দুর্বৃত্ত এসে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুসাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নড়াইল সদর থানার ওসি মো. সাজেদুল ইসলাম সমকালকে বলেন, ‘নতুন বাস টার্মিনাল এলাকায় একজনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে জেনেছি। তবে তাৎক্ষণিকভাবে কী ঘটনার জেরে তাকে ছুরিকাঘাত করা হয়েছে তা জানা যায়নি।'
ওসি বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে মর্গে নেয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।