অস্ট্রেলিয়ায় সৈকতে ডলফিনের মৃত্যু
Published: 19th, February 2025 GMT
অস্ট্রেলিয়ার একটি প্রত্যন্ত সমুদ্রসৈকতে আটকা পড়েছে দেড় শতাধিক ডলফিনের একটি দল। স্থানীয় পরিবেশ কর্মকর্তারা জানিয়েছেন, ইতোমধ্যে কয়েক ডজন ডলফিনের মৃত্যু হয়েছে।
তারা বলছেন, এগুলো সব বিরল প্রজাতির ডলফিন। আটকা পড়া ডলফিনের সংখ্যা ১৫৭টি। এগুলো সমুদ্রের গভীরে বিচরণ করা একটি প্রজাতি।
জানা গেছে, এখনও ৯০টির মতো ডলফিন জীবিত রয়েছে। দেখতে তিমির মতো হওয়ায় এগুলোকে ‘ফলস কিলার হোয়েলস’ নামে চিহ্নিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। স্থানীয় বন্যপ্রাণী কর্মকর্তা ব্রেন্ডন ক্লার্ক বলেছেন, বেঁচে থাকা ডলফিনগুলোকে ফের পানিতে ভাসিয়ে দেওয়া তাদের জন্য কঠিন হবে, কেননা প্রতিটি ডলফিনের ওজন এক টনের বেশি বলে ধারণা করা হচ্ছে। বিবিসি
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
এমএলএসে সবচেয়ে দামি নন মেসিরা, শীর্ষে কারা
মেজর লিগ সকারের (এমএলএস) নতুন মৌসুম শুরু হচ্ছে আগামীকাল। নতুন মৌসুমের প্রথম দিনেই মাঠে নামছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। এর আগে কানসাসের চিলড্রেনস মার্সি পার্কে মাইনাস ১৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বছরের প্রথম ম্যাচ খেলতে নেমে আলোচনায় এসেছেন মেসি।
কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের ম্যাচটিতে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় গোল করে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছিলেন আর্জেন্টাইন মহাতারকা। এদিকে আজ থেকে মেসিরা শুরু করেছে এমএলএসের লড়াইও।
গত মৌসুমে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে সাপোর্টাস শিল্ড জিতেছিল মেসির মায়ামি, কিন্তু জেতা হয়নি এমএলএস কাপের শিরোপা। এবার সেই অধরা শিরোপায় চোখ রেখেই নতুন মৌসুম শুরু করেছে দলটি।
আরও পড়ুনমাইনাস ১৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মেসির গোলে জিতল মায়ামি২০ ফেব্রুয়ারি ২০২৫এর মধ্যে এমএলএসের নতুন মৌসুম শুরুর প্রাক্কালে এই লিগের সবচেয়ে দামি দলের নাম সামনে এসেছে ফোর্বস। তবে দামের এ তালিকায় শীর্ষে উঠতে ব্যর্থ হয়েছে মেসির মায়ামি। সবচেয়ে দামি স্কোয়াড বিবেচনায় সবার ওপরে জায়গা করে নিয়েছে লস অ্যাঞ্জেলেস ফুটবল ক্লাব (এলএএফসি)। ফোর্বসের প্রকাশিত বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, এলএএফসির মূল্য ১২৫ কোটি ডলার। ক্লাবটির দাম আগের বছরের চেয়ে ৪ শতাংশ বেড়েছে। পাশাপাশি এই দাম লিগের ২৯ দলের মূল্যের গড়ের চেয়ে ৬৯ কোটি ডলার বেশি।
এমএলএসে সবচেয়ে দামি দল এলএএফসি