বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) উপাচার্যবিরোধী আন্দোলনে চাপের মুখে প্রক্টরসহ প্রক্টরিয়াল বডির পাঁচজন পদত্যাগ করেছেন। তবে তিন দিন আগে দেওয়া পদত্যাগপত্র গোপন রেখে বুধবার তিনজনকে অব্যাহতি দেওয়ার কথা জানিয়েছে ববি প্রশাসন। পাশাপাশি সহকারী অধ্যাপক ড. সোনিয়া খান সনিকে নতুন ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, ভারপ্রাপ্ত প্রক্টর এ টি এম রফিকুল ইসলাম, সহকারী প্রক্টর মো.

সাইফুল ইসলাম, মো. ইলিয়াস হোসেন, আলমগীর হোসেন এবং আব্দুল্লাহ আহমেদ ফয়সাল রোববার ভিসি বরাবর পদত্যাগপত্র দেন। বুধবার রফিকুল, সাইফুল এবং ইলিয়াসকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জনসংযোগ দপ্তরের উপপরিচালক ফয়সাল মাহমুদ জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শূন্যপদে ড. সোনিয়া খান ভারপ্রাপ্ত প্রক্টরের দায়িত্ব পালন করবেন।

পদত্যাগী সহকারী প্রক্টর ইতিহাস বিভাগের প্রভাষক মো. ইলিয়াস হোসেন বিকেলে জানান, প্রক্টর এবং তিনিসহ চার সহকারী প্রক্টর রোববার একসঙ্গে পদত্যাগপত্র দিয়েছেন। তিনি পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণ দেখিয়েছেন। কেন সবাই পদত্যাগ করলেন এ প্রসঙ্গে তিনি বলেন, অন্যরা কেন পদত্যাগ করেছেন তা তারা বলবেন।

আরেক সহকারী প্রক্টর মো. সাইফুল ইসলাম জানান, তিনি শুনেছেন যে, তাঁকে অব্যাহতি দিয়েছে। তবে পদত্যাগের বিষয়ে তিনি এখনই মন্তব্য করতে চাননি। অব্যাহতি দেওয়া প্রক্টর এ টি এম রফিকুল ইসলাম বলেন, প্রশাসন তাঁকে যে কোনো কারণে অব্যাহতি দিতে পারে। তবে তিনি পদত্যাগ করেছেন কিনা এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি।

আরেক সহকারী প্রক্টর আলমগীর হোসেন জানান, তিনি ১৭ ফেব্রুয়ারি থেকে বাড়িতে আছেন। উপাচার্য তিনজনকে অব্যাহতি দিয়েছে বলে শুনেছেন। সহকারী প্রক্টর থেকে পদত্যাগ করেছেন কিনা এ প্রসঙ্গে তিনি বলেন, ‘নৈতিক দিক থেকে আমরা অনেক কিছু ভাবি। এ বিষয়টি ফোনে নয় সামনে এসে বলব।’

এ ব্যাপারে বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম বলেন, উপাচার্যের নির্দেশে নতুন ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে সহকারী অধ্যাপক ড. সোনিয়া খান সনিকে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে আগের প্রক্টর কিংবা সহকারী প্রক্টরদের পদত্যাগের বিষয়ে কোনো বক্তব্য দেননি।
 

উৎস: Samakal

কীওয়ার্ড: পদত য গ পদত য গপত র ল ইসল ম সহক র

এছাড়াও পড়ুন:

ঈদ আয়োজনে ভার্সেটাইল মিডিয়ার তারকাবহুল তিন নাটক

ঈদের আনন্দকে আরও বেশি রঙিন করতে ভার্সেটাইল মিডিয়া নিয়ে আসছে  তারকাবহুল তিন নাটক। যে নাটকগুলোতে থাকছেন এই সময়ের সেরা নাট্যকার, নির্মাতা ও অভিনয়শিল্পীদের অংশগ্রহণ।  এতে অভিনয় করেছেন মুশফিক ফারহান,  অর্চিতা স্পর্শিয়া, নিলয় আলমগীর, হিমি, আরশ খান ও তাসনুভা তিশা। 

তিনটি বৈচিত্র্যময় গল্পের এই নাটকের একটি ‘প্রতিদান’। ফেরারি ফরহাদের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন শাহ মুহাম্মদ রাকিব। প্রবাসী এক তরুণের দেশে ফেরার পর তার অর্থ ও সম্পর্কের ক্রাইসিস নিয়ে এগিয়েছে এর গল্প। যে গল্পে প্রবাসী তরুণের চরিত্রে অভিনয় করেছেন মুশফিক ফারহান। তার বিপরীতে আছেন অর্চিতা স্পর্শিয়া। এতে আরও অভিনয় করেছেন আজিজুল হাকিম, শিল্পী সরকার অপু, হিমে হাফিজ ও নিকোল কুমার মণ্ডলসহ অনেকেই। 

নাটকে এই সময়ের অন্যতম আলোচিত জুটি নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি। এই জুটিকে নিয়ে ভার্সেটাইল মিডিয়ার নিয়ে আসছে নাটক ‘সামার ভ্যাকেশন’। নাটকটি মূলত কিছুটা কমিডি ঘরানার। কিন্তু তাতে নেই কোনো ভাড়ামি।  শহরে বড়লোক বাবার উড়ণচণ্ডি  এক জীবনকে উপভোগ করতে গ্রামে যান। এর ঘটে নানা ঘটনা। মূলত নাটকটির গল্পে অজপাড়া গায়ে সুন্দর একটি গল্প চিত্রায়িত হয়েছে এতে। নির্মাতা মাহমুদ হাসান রানার পরিচালনায় এতে নিলয়-হিমি ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাবরিনা রনি,জুলফিকার চঞ্চল, ইমরান আজান, আশরাফুল ইসলাম বাবু, মোহিত তমালসহ অনেকেই।

তরুণ অভিনেতা আরশ খানের সঙ্গে তাসনুভা তিশাকে জুটি করে নির্মাতা সকাল আহমেদ নির্মাণ করেছেন নাটক ‘পাপজন্ম’। নির্মাতার ভাষ্যে, একটি চমকপ্রদ গল্প, দুর্দান্ত অভিনয় আর অসাধারণ নির্মাণশৈলী দেখা যাবে নাটকটিতে। এতে বিভিন্ন চরিত্রে আরশ-তাসনুভা তিশা ছাড়াও আরও অভিনয় করেছেন মাহমুদুল ইসলাম মিঠু,রকি খান, শম্মা নিজাম, শাখাওয়াত শোভন,মনোজ রয়সহ অনেকেই। 

চাঁদরাত থেকে নাটকগুলো ভার্সেটাইল মিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রচার করা হবে। 
 

সম্পর্কিত নিবন্ধ

  • সম্মানজনক বিদায় নেওয়ার ব্যাপারে অন্তর্বর্তী সরকারকে বোঝাবে বিএনপি
  • আজ টিভি পর্দায় যত নাটক
  • ঈদের দিন ছোট পর্দার নাটক-টেলিফিল্ম
  • যতটুকু শুনেছি, এপ্রিলের মাঝামাঝি দেশে ফিরবেন খালেদা জিয়া: মির্জা ফখরুল
  • জুলাই অভ্যুত্থানের নারী শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের সম্মানজনক পুরস্কার পাওয়ায় প্রধান উপদেষ্টার অভিনন্দন
  • জুলাই অভ্যুত্থানের নারী শিক্ষার্থীরা পেলেন যুক্তরাষ্ট্রের সম্মানজনক পুরস্কার
  • মুন্সীগঞ্জে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত ১, আহত ২
  • বাদ্যযন্ত্রের শব্দ কমাতে অনুরোধ করায় কৃষকের বাড়িতে ভাঙচুর-লুট
  • ঈদে ভার্সেটাইল মিডিয়ার তারকাবহুল আয়োজন
  • ঈদ আয়োজনে ভার্সেটাইল মিডিয়ার তারকাবহুল তিন নাটক