নারায়ণগঞ্জের বন্দরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ও প্রকাশ্যে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি করার অভিযোগে দুই শ্রমিককে অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটেছে। 

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বন্দরের সোনাকান্দা নৌবাহিনী নিয়ন্ত্রণাধীন ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের ভিতরে এই ঘটনা ঘটে। 

পরবর্তীতে স্থানীয় প্রশাসন গিয়ে বিক্ষুদ্ধ শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেই সঙ্গে অবরুদ্ধ দুই শ্রমিককে তাদের হেফাজতে নেন।

আটক দুই শ্রমিক হলেন- অমৃত সূত্র ধর (৪২) ও সঞ্জিত সূত্র ধর (৪০)। তারা দুইজনেই বন্দরের থানার সোনাকান্দা এলাকার নৌবাহিনী নিয়ন্ত্রণাধীন ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ডকইয়ার্ড শ্রমিক অমৃত চন্দ্র সূত্রধর ও সঞ্জিত চন্দ্র সূত্রধর সামাজিক যোগাযোগ মাধ্যমসহ ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের সাধারণ শ্রমিকদের সামনে মহানবী (সা.

)কে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। এ ঘটনায় সাধারণ শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে তাদের অবরুদ্ধ করে রাখেন।

বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান বলেন, “নবীজী (সাঃ)কে কটূক্তির অভিযোগে দুই জনকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।”

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার বলেন, “ঘটনাস্থল থেকে দুই জনকে আটক করা হয়। এখনো তাদের গ্রেপ্তার দেখানো হয়নি। তদন্তসাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম গ্রহণ করা হবে।”

ঢাকা/অনিক/এস

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে প্রবাসী যুবক গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে সৌদি প্রবাসী এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সনমান্দি ইউনিয়নের নাজিরপুর গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর (১৩) মা মামলা করেছেন। অভিযুক্ত যুবক মো. শান্তকে (২৫) গ্রেপ্তারের পর গতকাল বুধবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। শান্ত উপজেলার সনমান্দি ইউনিয়নের নাজিরপুর গ্রামের আমির হোসেনের ছেলে।

জানা যায়, গত মঙ্গলবার দুপুরে ভুক্তভোগী কিশোরী তার আত্মীয়ের বাড়ি যাওয়ার পথে প্রতিবেশী এক মেয়েকে দিয়ে শান্ত তাঁর ঘরে ডেকে নিয়ে যান। এক পর্যায়ে শান্ত কিশোরীকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় কিশোরী চিৎকার দিলে শান্তর মা ঘরে এসে কিশোরীকে উদ্ধার করেন। এ ঘটনায় বিকেলে কিশোরীর মা সোনারগাঁ থানায় অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ নাজিরপুর এলাকা থেকে শান্তকে গ্রেপ্তার করে। গতকাল বুধবার দুপুরে মামলা করে শান্তকে নারায়ণগঞ্জ আদালতে পাঠায় পুলিশ। পাশাপাশি ওই কিশোরীকে নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২২ ধারায় জবানবন্দি দেওয়ার জন্য হাজির করা হয়।

মেয়ের সঙ্গে এমন ঘটনায় শান্তর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন ভুক্তভোগী কিশোরীর মা। 

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান বলেন, প্রাথমিকভাবে ধর্ষণচেষ্টা প্রমাণিত হওয়ায় মামলা নেওয়া হয়েছে। আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি ওই কিশোরীকেও জবানবন্দি দেওয়ার জন্য আদালতে হাজির করা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ

  • রাজনৈতিক নেতৃবৃন্দে সম্মানে গণ অধিকার পরিষদের ইফতার 
  • পোশাকশ্রমিকদের ঈদভাবনা: নেওয়ার চেয়ে পরিবারকে দিতে পারাই বেশি আনন্দের
  • স্বাধীনতা দিবসে মিতালী মার্কেট বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আলোচনা সভা
  • তারা আওয়ামীলীগের উপরে ভর করে দল ভারি করতে চায় : আজাদ 
  • ‘বিএনপিতে সংস্কারপস্থিদের স্থান হবে না’ 
  • সিদ্ধিরগঞ্জে তারেক রহমানের ঈদ উপহার পেল ২'শ ৫০ পরিবার
  • জিয়া সৈনিক দলের উদ্যোগে সিদ্ধিরগঞ্জে ইফতার ও দোয়া মাহফিল
  • নারায়ণগঞ্জে ঈদের ছুটি বৃদ্ধির দাবিতে পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভ
  • গাজীপুর ও নারায়ণগঞ্জে মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে, তবে যানজট নেই
  • কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে প্রবাসী যুবক গ্রেপ্তার