মহাসড়কে দাঁড়িয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা থামাতে সিগন্যাল দেন হাইওয়ে পুলিশের এক কনস্টেবল। চালক অটোরিকশা থামিয়ে কৌশলে কনস্টেবলকে তাতে উঠিয়ে ঝুলিয়ে রাখেন। ঝুলন্ত অবস্থায় অটোরিকশা চালিয়ে যান প্রায় আধা কিলোমিটার। গাজীপুরের শ্রীপুরের জৈনাবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

এই ঘটনায় অটোরিকশা চালককে আটক করেছে পুলিশ। ওই কনস্টেবলের নাম কমল চন্দ্র। তিনি মাওনা হাইওয়ে থানায় কর্মরত। অপরদিকে আটক অটোরিকশা চালক জনি আহমেদ (২৪) ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার হবিরবাড়ি গ্রামের মো.

আহমেদ আলীর ছেলে।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ব্যাটারিচালিত অটোরিকশার সামনের ডান পাশে বিপজ্জনকভাবে ঝুলে আছেন ওই কনস্টেবল। খুব দ্রুত চলছিল অটোরিকশাটি। কনস্টেবল বারবার রিকশা থামাতে অনুরোধ করলেও চালক থামাচ্ছিলেন না। একপর্যায়ে যানজটে পড়ে বাধ্য হয়ে থেমে যায়‌। এরপর কনস্টেবল ও স্থানীয় লোকজন ওই চালককে আটক করে।

কমল চন্দ্র ঘটনার বর্ণনায় বলেন, হাইওয়েতে অবৈধভাবে চলাচল করা ওই ব্যাটারিচালিত অটোরিকশাকে তিনি হাতের ইশারায় থামাতে চেষ্টা করেন। এর পর রিকশাটি থামালে তিনি সেটির সামনের অংশে পা রেখে উঁকি দিয়ে চাবি খুলছিলেন। এমন সময় হঠাৎ চালক গাড়ি চালাতে শুরু করেন।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী জানান, এ ঘটনায় শ্রীপুর থানায় মামলা একটি দায়েরের প্রক্রিয়া চলছে। রাতেই মামলা হবে।

উৎস: Samakal

কীওয়ার্ড: হ ইওয

এছাড়াও পড়ুন:

১০ অর্থনৈতিক অঞ্চল বাতিল করল সরকার

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বা বিডার গভর্নিং বডি দশটি অর্থনৈতিক অঞ্চল বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানিয়েছেন। 

শিক মাহমুদ বিন হারুন বলেন, একশটির মধ্য থেকে গভর্নিং বডির সিদ্ধান্তে ১০টি অর্থনৈতিক অঞ্চলকে চূড়ান্তভাবে বাতিল ঘোষণা করা হয়েছে। যেসব অর্থনৈতিক অঞ্চল তৈরির সিদ্ধান্ত বাতিল হয়েছে তার মধ্যে পাঁচটি সরকারি ও পাঁচটি বেসরকারি অর্থনৈতিক অঞ্চল হওয়ার কথা ছিলো।

বাতিল হওয়া সরকারি অর্থনৈতিক অঞ্চলগুলো হলো- সোনাদিয়া ইকো ট্যুরিজম পার্ক (কক্সবাজার), সুন্দরবন ট্যুরিজম পার্ক (বাগেরহাট), গজারিয়া অর্থনৈতিক অঞ্চল (মুন্সিগঞ্জ), শ্রীপুর অর্থনৈতিক অঞ্চল (গাজীপুর) এবং ময়মনসিংহ অর্থনৈতিক অঞ্চল (ময়মনসিংহ)।

আর বেসরকারি অর্থনৈতিক অঞ্চলের মধ্যে রয়েছে গার্মেন্টস শিল্প পার্ক, বিজিএমইএ (মুন্সিগঞ্জ), ছাতক ইকোনমিক জোন (সুনামগঞ্জ), ফমকম ইকোনমিক জোন (বাগেরহাট), সিটি স্পেশাল ইকোনমিক জোন (ঢাকা) এবং সোনারগাঁও অর্থনৈতিক অঞ্চল (নারায়ণগঞ্জ)।

প্রসঙ্গত, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে দেশের বিভিন্ন এলাকায় সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট একশটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়েছিলো।

সম্পর্কিত নিবন্ধ

  • সালিশে না আসায় বাবা-ছেলেকে কুপিয়ে হত্যা
  • সালিসে না আসায় বাবা-ছেলেকে কুপিয়ে হত্যা
  • কয়েকশত লোক বাড়ি হামলা করে বাবা ও ছেলেকে কুপিয়ে হত্যা
  • ১০ অর্থনৈতিক অঞ্চল বাতিল করল সরকার
  • দুই হাত কেটে ফেলেও বাঁচানো গেল না সাদাফকে
  • পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছে না ময়মনসিংহ মিনি চিড়িয়াখানার অসুস্থ ভালুকটি
  • অধস্তন আদালত তদারকি কমিটি পুনর্গঠন
  • ‘গণতান্ত্রিক নাগরিক শক্তি’ নামে নতুন দলের আত্মপ্রকাশ
  • নিজের জন্য ওষুধ কিনতে গিয়ে লাশ হয়ে ফিরলেন
  • চার অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা