রংপুরে অটোরিকশার ধাক্কায় আহত শিক্ষার্থীর মৃত্যু, সড়ক অবরোধ
Published: 19th, February 2025 GMT
রংপুরে অটোরিকশার ধাক্কায় আহত পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। মৃত্যুর খবর পেয়ে বেলা ১১টার দিকে তার সহপাঠী, শিক্ষার্থী ও স্থানীয় লোকজন রংপুর-পীরগাছা আঞ্চলিক সড়ক অবরোধ করেন। এ সময় তাঁরা আঞ্চলিক সড়কে গতিরোধক নির্মাণের দাবি জানান।
মারা যাওয়া শিক্ষার্থীর নাম দারুল জান্নাত (১১)। সে আমতলা বিদ্যাপীঠ অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। সে নগরের খোদ্দ রংপুর গ্রাম এলাকার দোলন মিয়ার ছেলে।
রংপুর নগরের মাহীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কুদ্দুস প্রথম আলোকে বলেন, সড়ক অবরোধের খবর পেয়ে রংপুর সিটি করপোরেশন ও এলজিইডির প্রকৌশলীরা গতিরোধক নির্মাণের আশ্বাস দিলে তাঁরা অবরোধ প্রত্যাহার করে নেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা আড়াইটার দিকে রংপুর-পীরগাছা আঞ্চলিক মহাসড়কে অটোরিকশার ধাক্কায় দারুল জান্নাত আহত হয়। তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে সে মারা যায়। মৃত্যুর খবর পেয়ে রংপুর-পীরগাছা আঞ্চলিক সড়ক প্রায় দুই ঘণ্টা অবরোধ করে রাখেন শিক্ষার্থী ও স্থানীয় লোকজন।
আমতলা বিদ্যাপীঠ অ্যান্ড কলেজের শিক্ষক শামছুল হক বলেন, দারুল জান্নাত কোচিংয়ে যাওয়ার জন্য বাড়ির পাশে সড়কে দুর্ঘটনার শিকার হয়।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: অবর ধ
এছাড়াও পড়ুন:
সাতরাস্তায় অবরোধ: যান চলাচলে পুলিশের নতুন নির্দেশনা
ছয় দফা দাবিতে রাজধানীর সাতরাস্তায় সড়ক অবরোধ করে আন্দোলন করছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। ফলে এই রুটে চলাচলকারী যান চলাচল বন্ধ হয়ে গেছে। এমন পরিস্থিতিতে গন্তব্যে যেতে ডাইভারশন ব্যবহার করার জন্য অনুরোধ জানিয়েছে গুলশান ট্রাফিক বিভাগ।
বুধবার ঢাকা মহানগর পুলিশের গুলশান ট্রাফিক বিভাগের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজ থেকে এ তথ্য জানিয়েছে।
ফেসবুক পোস্টে বলা হয়, সবার অবগতির জন্য জানানো যাচ্ছে, তেজগাঁও সাতরাস্তা পয়েন্টে পলিটেকনিকের শিক্ষার্থীরা তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সড়কে অবস্থান করে ইনকামিং ও আউটগোয়িংয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছেন। ফলে উত্তরা-বনানী-মহাখালী রুটে ইনকামিংয়ের যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে। তবে মহাখালী থেকে বনানী-উত্তরা রুটে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
পুলিশ জানায়, উত্তরা-বনানী-মহাখালী-তেঁজগাও রুটে যারা যাবেন তাদের আমতলী বামে টার্ন করে গুলশান-১ পুলিশ প্লাজা, শান্তা ডাইভারশন ব্যবহার করার জন্য অনুরোধ করা যাচ্ছে। এছাড়া যারা গুলশান-১ থেকে আমতলীর দিকে যাবেন তাদেরও একই ডাইভারশন ব্যবহার করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।