ক্যাম্পাসে পেশিশক্তি নির্ভর ছাত্র রাজনীতির অবসান প্রয়োজন: নাহিদ ইসলাম
Published: 19th, February 2025 GMT
বিশ্ববিদ্যালয়ে পেশিশক্তি নির্ভর ছাত্র রাজনীতির অবসান হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।
বুধবার রাজধানীর সার্কিট হাউস রোডে প্রেস ইনস্টিটিউট (পিআইবি) চত্বরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত তারুণ্যের উৎসবের সমাপন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তথ্য উপদেষ্টা বলেন, ছাত্রদের দেশের কল্যাণে ইতিবাচক রাজনীতি করতে হবে এবং দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য নিজেদের গড়ে তুলতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে যে তরুণ প্রজন্ম তৈরি হয়েছে, আগামী অন্তত দুই দশক তারা বাংলাদেশকে প্রভাবিত করবে। আগামীর বাংলাদেশ কোন দিকে যাবে, তা অনেকটাই তরুণদের ওপর নির্ভর করবে। যে সরকার কিংবা রাজনৈতিক দল তরুণদের আকাঙ্ক্ষা ধারণ করবে, তারাই সফলতা পাবে।
নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকার তরুণদের নানামুখী কর্মকাণ্ডে যুক্ত করার জন্য কাজ করে যাচ্ছে। তরুণদেরও স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে অংশ নিতে হবে।
তিনি বলেন, ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে যারা জনগণের ভোটাধিকার হরণ করেছেন এবং জনগণের বিপক্ষে কাজ করেছেন, তাদের বিরুদ্ধে শিগগির ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদেরও দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় আনা হবে।
উপদেষ্টা বলেন, মানুষ পরিবর্তন চায়, আগের রাজনৈতিক ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে চায়। এ কারণেই সংস্কার কার্যক্রম চলছে। গণঅভ্যুত্থানের পর নানা আকাঙ্ক্ষার জন্ম হয়েছে, আর সেই আকাঙ্ক্ষা পূরণ করতেই সংস্কার এগিয়ে নেওয়া হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাসগুলোতে পেশিশক্তির আধিপত্য দূর করে শিক্ষার্থীদের কল্যাণকর রাজনীতির সুযোগ সৃষ্টি করতে হবে। কারণ, তারাই আগামীর নেতৃত্ব দেবে।
তিনি আরও বলেন, গত ১৫-১৬ বছরে নানা অত্যাচারের শিকার হতে হয়েছে। এখনও সমাজে ফ্যাসিবাদের দোসর ও তাদের চিন্তাধারার মানুষ রয়ে গেছে। তাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রয়েছে। শেখ হাসিনাসহ জুলাই-আগস্টের হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের আওতায় আনতে ট্রাইব্যুনাল গঠন করা হবে। বিচার হলে মানুষ স্বস্তি পাবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকছুদ জাহেদী। এছাড়া বক্তব্য রাখেন সভাপ্রধান তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নিগার সুলতানা ও প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ।
উৎস: Samakal
কীওয়ার্ড: ন হ দ ইসল ম র র জন ত
এছাড়াও পড়ুন:
নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি করছে অন্তর্বর্তী সরকার, বললেন রিজভী
নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার ধোঁয়াশা তৈরি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ডিসেম্বর না জুনে; মার্চেও হবে– সরকার একেক সময় একেক কথা বলছে। এটা তো শেখ হাসিনার কিছু কথাবার্তার সঙ্গে মিলে যাচ্ছে।
শুক্রবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী রিকশা, ভ্যান, অটোচালক দলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন রিজভী। এ সময় ছাত্র-জনতার অভ্যুত্থানে রিকশা, ভ্যান, অটোচালকদের মধ্যে যারা নিহত হয়েছেন, তাদের পরিবার ও আহতদের হাতে তারেক রহমানের ঈদ উপহার তুলে দেন তিনি।
রিজভী বলেন, অন্তর্বর্তী সরকার জনগণের রক্তের ওপর গঠিত সরকার। গত ১৬ বছর বিএনপির নেতৃত্বে গণতান্ত্রিক সংগ্রামের আপসহীন ধারায় ফ্যাসিস্ট শেখ হাসিনাকে পরাজিত করে গঠিত সরকার। তাদের উচিত জনগণের কাছে নির্দিষ্ট তারিখ বলে নির্বাচন আয়োজনের প্রক্রিয়া শুরু করা। কিন্তু সরকারের বক্তব্য পেন্ডুলামের মতো ঝুলছে।
আমাকে হারানো হয়েছে: ইশরাক
একই অনুষ্ঠানে বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে পরাজিত হইনি। আমাকে হারিয়ে দেওয়া হয়েছে– এটি কাগজে-কলমে প্রতিষ্ঠা পাক, সেটিই ছিল আমার লক্ষ্য। তিনি আরও বলেন, ভোট জালিয়াতি করে মেয়র পদ দখল করেছিল– এটি প্রতিষ্ঠা করতে আমি আইনি লড়াই করেছি। রায়টি ১৮০ দিনের মধ্যে হওয়ার কথা ছিল। কিন্তু স্বৈরাচারী শেখ হাসিনা এ রায় হতে দেননি।
বৃহস্পতিবার ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল এক রায়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০২০ সালের নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফলাফল বাতিল করে তার প্রতিদ্বন্দ্বী বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেন।
অনুষ্ঠানে বক্তৃতা করেন বিএনপির যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ, জাতীয়তাবাদী রিকশা, ভ্যান, অটোচালক দলের প্রধান আরিফুর রহমান তুষার প্রমুখ।