জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) চিন্তক সাময়িকীর বিশেষ সংখ্যা ‘গণঅভ্যুত্থান’ আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে।

বাংলাদেশের গণঅভ্যুত্থানের ইতিহাস, তাৎপর্য ও বর্তমান প্রেক্ষাপটে এর প্রাসঙ্গিকতা তুলে ধরতে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে এ বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়।

এতে চিন্তক এর সম্পাদকমণ্ডলী, লেখক, ইতিহাসবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন চিন্তক-এর সম্পাদক জুনায়েদুল ইসলাম।

‘গণঅভ্যুত্থান’ সংখ্যায় গবেষণাধর্মী নিবন্ধ, সাক্ষাৎকার, কবিতা ও ছোটগল্প স্থান পেয়েছে। বিশেষ করে ২০২৪ সালের ‘জুলাই বিপ্লব’ ও গণঅভ্যুত্থানের ওপর বিশদ আলোচনা এবং দুর্লভ ছবির সংকলন এটিকে আরো গুরুত্বপূর্ণ করে তুলেছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহফুজুর রহমান বলেন, “এ সংখ্যা আমাদের গৌরবোজ্জ্বল ইতিহাসকে নতুনভাবে জানার সুযোগ করে দেবে।”

আয়োজকদের প্রত্যাশা, বিশেষ সংখ্যাটি পাঠকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলবে এবং গণ আন্দোলনের চেতনাকে আরও শক্তিশালী করবে।

ঢাকা/লিমন/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর গণঅভ য ত থ ন

এছাড়াও পড়ুন:

সচিবালয়ের সামনে গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা

সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা সচিবালয়ের ৫ নম্বর গেটের সামনে অবস্থান নিয়েছেন।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর থেকে ‘গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের’ ব্যানারে তারা এই অবস্থান কর্মসূচি পালন করছেন।

এর আগে, আজ সকালে তারা শাহবাগে জড়ো হন। পরে সেখান থেকে বেলা সাড়ে ১২টার দিকে সচিবালয়ের দিকে রওনা হয়ে দুপুর ১টার দিকে সচিবালয়ের ৫ নম্বর গেটের সামনে অবস্থান নেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত দুপুর দেড়টায় ৬ সদস্যদের একটি প্রতিনিধি দল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে প্রবেশ করেছে। আর বাকি আন্দোলনকারীরা গেটের সামনেই অবস্থান করছেন।

তাদের দাবিগুলো হলো— জুলাই গণঅভ্যুত্থানে আহতদের দুইটি ক্যাটাগরিতে রাখা, বিশেষ সুরক্ষা আইন করে নিহতদের পরিবার ও আহতদের নিরাপত্তা নিশ্চিত করা এবং আহত ও শহীদ পরিবারের সুচিকিৎসা, মানসিক কাউন্সেলিং, হয়রানি প্রতিরোধ এবং সমস্যা সমাধানের জন্য জরুরি হটলাইন চালু করা।

বিএইচ

সম্পর্কিত নিবন্ধ

  • শূন্য থেকে পূর্ণ
  • ছাত্রদল কর্তৃক শিবির নেতার ওপর হামলা, বৈষম্যবিরোধীদের নিন্দা ও প্রতিবাদ
  • ভাষা শহীদদের প্রতি ইউজিসি’র শ্রদ্ধা নিবেদন
  • ছাত্র ঐক্যে ফাটলের নেপথ্যে
  • গণহত্যায় নেই আ’লীগের এমন নেতা পাবেন ক্ষমা!
  • রাজনৈতিক পরিস্থিতি ক্লাইমেক্সের দিকে যাচ্ছে?
  • ক্যাম্পাসে পেশিশক্তি নির্ভর ছাত্র রাজনীতির অবসান প্রয়োজন: নাহিদ ইসলাম
  • কুয়েট শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলার নিন্দা ছাত্র ফ্রন্টের
  • সচিবালয়ের সামনে গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা