‘রিয়াল মাদ্রিদ-ম্যানচেস্টার সিটির ম্যাচ আধুনিক ফুটবলের ক্লাসিকো’—গত বছরের এপ্রিলে রিয়াল-সিটির কোয়ার্টার ফাইনাল সামনে রেখে কথাটা বলেছিলেন সাবেক রিয়াল কোচ হোর্হে ভালদানো। কদিন আগে সিটির বিপক্ষে প্লে-অফের প্রথম লেগের আগে একই কথা বলেছিলেন কার্লো আনচেলত্তিও। এই দশকের অন্যতম সফল দুই দলের লড়াইয়ের উত্তাপ বুঝতে এর চেয়ে বেশি সাক্ষ্যপ্রমাণের প্রয়োজন আছে কি!

আরও পড়ুনএক দিনেই মেসির তিন ছেলের হাতে ট্রফি, চিরোর অবিশ্বাস্য ‘মেসি’ গোল১৮ ফেব্রুয়ারি ২০২৫

আগামী দিনগুলোয় আধুনিক ফুটবলে ধ্রুপদি লড়াইয়ের কথা বললে রিয়াল-সিটির লেখা রূপকথাগুলোর স্থান ওপরের দিকেই থাকবে। এর মধ্যে কোনো কোনো ম্যাচ সময়ের ব্যাপ্তি পেরিয়ে চিরকালীনও হয়ে গেছে। আজ রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে কি তেমন কোনো ম্যাচই অপেক্ষা করছে? কবীর সুমনের গানের কথায় বললে, ‘প্রশ্নগুলো সহজ, আর উত্তরও তো জানা।’

তবে ম্যাচের আগে রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তির খোঁচাতেই বোঝা যাচ্ছে, পেপ গার্দিওলার সঙ্গে তাঁর পুরোনো হিসাব-নিকাশগুলো চুকানো বাকি, ‘রেফারি ম্যাচ শুরুর বাঁশি বাজানোর আগে আমি তাকে (গার্দিওলা) জিজ্ঞেস করব—তোমাদের (ম্যান সিটির) পরের রাউন্ডে যাওয়ার ১ শতাংশও কি সম্ভাবনা আছে? সে কিন্তু আরও বেশি সম্ভাবনার কথাই জোর দিয়ে বলবে.

..কিন্তু এই পর্যায়ে দাঁড়িয়েও আমরা বলতে চাচ্ছি না, আমাদের ৯৯ শতাংশ সুযোগ রয়েছে।’

বার্নাব্যুতে অনুশীলনে রিয়াল মাদ্রিদ

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

জাতীয় স্মৃতিসৌধে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধ’ স্লোগান, আটক ৩

স্বাধীনতা দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধ’ স্লোগান দিয়ে ‘পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টার’ অভিযোগে তিনজনকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ। আজ বুধবার সকাল ১১টার দিকে সাভার জাতীয় স্মৃতিসৌধ কমপ্লেক্সের ভেতর থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের মহাসচিব সিরাজগঞ্জ জেলার সেলিম রেজা (৪৭), মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম (৫০) ও আশুলিয়ার দক্ষিণ গাজীরচট সোহেল পারভেজ (৪১)।

জানা গেছে, সকাল সাড়ে ১১টার দিকে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে ফুলেল শ্রদ্ধা জানান কয়েকজন। এ সময় তারা হাতে লাল পতাকা নিয়ে বিভিন্ন স্লোগান দেন। পরে উপস্থিত জনতা তাদের ধাওয়া দিয়ে কয়েকজনকে মারধর করে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে আওয়ামী লীগ সন্দেহে ওই তিনজনকে আটক করে। 

ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিনুর কবির বলেন, উস্কানিমূলক স্লোগান দিয়ে মহান স্বাধীনতা দিবসে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছিল কয়েকজন। এ সময় তিনজনকে আটক করে আশুলিয়া থানায় নিয়ে আসা হয়েছে। তারা সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।

সম্পর্কিত নিবন্ধ