খুলনার তেরখাদায় নিখোঁজের তিনদিন পর সায়াদ ইবনে আব্দুল্লাহ হুজাইফা (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) চিত্রা নদী থেকে এলাকাবাসী তার মরদেহ উদ্ধার করে।

হুজাইফা উপজেলার আটলিয়া এলাকার আব্দুল্লাহ শেখের ছেলে। সে স্থানীয় রামমাঝি হযরত আয়শা সিদ্দিকা (রা.) কওমী মাদরাসা ও এতিমখানার ছাত্র ছিল। 

এলাকাবাসী জানান, শিশুটি গত ১৬ ফেব্রুয়ারি পারখালী শেখ বাড়ির ওয়াজ মাহফিল থেকে হারিয়ে যায়। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। নিখোঁজ শিশুটির সন্ধান চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পেজে পোস্ট দেওয়া হয়। ঘটনার তিনদিন পর আজ দুপুরে চিত্রা নদীতে তার মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী উদ্ধার করে।

আরো পড়ুন:

পিকনিকের খাবার খেয়ে হাসপাতালে ৪৫ জন

মা-মেয়ের বিভৎস হত্যাকাণ্ডের পর অভিযুক্তের বাড়িতে আগুন

তেরখাদা থানার ওসি মেহেদী হাসান বলেন, “সাঁকো পার হওয়ার সময় নদীতে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।”

ঢাকা/নূরুজ্জামান/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর মরদ হ র মরদ হ

এছাড়াও পড়ুন:

‘ওয়ার্ল্ড ক্যান্সার ডে রান ২০২৫’ অনুষ্ঠিত

ক্যানসার অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের উদ্যোগে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে ‘ওয়ার্ল্ড ক্যান্সার ডে রান ২০২৫ পাওয়ার্ড বাই রেনাটা পিএলসি। ক্যান্সার সচেতনতা বৃদ্ধি এবং দরিদ্র ক্যান্সার রোগীদের সহায়তার উদ্দেশ্যে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানের রেজিস্ট্রেশন ফি থেকে প্রাপ্ত অর্থের একটা অংশ বাংলাদেশে ক্যান্সার চিকিৎসার অন্যতম সেবাধর্মী প্রতিষ্ঠান আহছানিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের সুবিধাবঞ্চিত রোগী এবং বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের দরিদ্র, অসহায় ক্যান্সার আক্রান্ত শিশুদের চিকিৎসা সেবায় দেওয়া হয়েছে। 

অনুদান হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন- আহছানিয়া মিশনের প্রেসিডেন্ট প্রফেসর ড. গোলাম রাহমান, ঢাকা আহছানিয়া মিশনের ট্রেজারার মোহাম্মদ এম এ জলিল, বিশেষজ্ঞ ক্যান্সার চিকিৎসক অধ্যাপক ডা. আবুল আহসান দিদার, ডা. ফারহানা ফেরদৌসি, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের শিশু ক্যান্সার ও রক্তরোগ বিভাগের প্রধান প্রফেসর ডা. মো. বেলায়েত হোসাইন, ক্যান্সার অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের ফাউন্ডার ডা. মোহাম্মদ মাসুমুল হক, ও রেনাটা পিএলসির হেড অব মার্কেটিং (অনকোলজি ও হেমাটোলজি) আমীর আবদুল্লাহসহ অন্যান্যরা। সংবাদ বিজ্ঞপ্তি।


 

সম্পর্কিত নিবন্ধ