শিক্ষক-কর্মচারীদের টানা আন্দোলনের মুখে অবশেষে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক পদ থেকে অধ্যাপক এহতেসাম উল হককে সরিয়ে দিয়েছে সরকার। নিয়োগের ২০ দিনের মাথায় তাঁকে এ পদ থেকে সরানো হলো।

বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রজ্ঞাপনে এহতেসাম উল হককে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। এতে সই করেছেন উপসচিব মো.

মাহবুব আলম। 

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তা অধ্যাপক ড. মো. এহতেসাম উল হককে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিজ বেতন ও বেতনক্রমে মাউশির বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে বদলি/পদায়ন করা হলো। 

নতুন মহাপরিচালক ড. আজাদ খান: এদিকে মাউশির নতুন মহাপরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে পদায়ন পেয়েছেন অধ্যাপক ড. আজাদ খান। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মো. মাহবুব আলম স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে তাকে পদায়ন করা হয়। 
 
নতুন পদায়ন পাওয়া অধ্যাপক অধ্যাপক মুহাম্মদ আজাদ খান সরকারি আশেক মাহমুদ কলেজ, জামালপুরের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের অধ্যাপক এবং বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ১৪ ব্যাচের কর্মকর্তা। 

৩০ জানুয়ারি পটুয়াখালী সরকারি কলেজের রসায়ন বিভাগের অধ্যাপক এহতেসাম উল হককে মাউশির মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়। বিষয়টি প্রকাশ্যে আসে ২ ফেব্রুয়ারি। তাঁর নিয়োগে ক্ষোভ জানান শিক্ষা ক্যাডার কর্মকর্তারাও। একপর্যায়ে তাঁকে সরিয়ে দেওয়ার দাবিতে কয়েক দফায় বিক্ষোভ, সমাবেশ ও শিক্ষাভবন ঘেরাও কর্মসূচি করেন শিক্ষক ও কর্মচারীরা। 

শিক্ষা ক্যাডার কর্মকর্তা ও সংশ্লিষ্টদের অভিযোগ, ডিজি পদে পদায়ন পাওয়া এহতেসাম উল হক বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। সাদিক আব্দুল্লাহর হাত ধরেই বরিশাল বি এম কলেজের রসায়ন বিভাগ থেকে বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ পদে পদায়ন পান তিনি। তাঁরা আরও অভিযোগ করেন, আওয়ামী বলয়ের প্রভাবশালী অধ্যক্ষ হওয়ায় ক্ষমতার দাপটে ব্যাপক অনিয়ম, দুর্নীতি, অর্থ লোপাট, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে দুর্ব্যবহারসহ বিস্তর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ৫ আগস্টের পরে অধ্যক্ষ পদ থেকে প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীরা ধারাবাহিক আন্দোলন, আলটিমেটাম এবং শিক্ষা সচিবের লিখিত অভিযোগ দেন। এরপরই তাঁকে অধ্যক্ষ পদ থেকে প্রত্যাহার করে নেওয়া হয়। 

উৎস: Samakal

কীওয়ার্ড: আজ দ খ ন পদ থ ক

এছাড়াও পড়ুন:

চিকিৎসকের ওএসডির আদেশ বাতিলের দাবিতে সেবা বন্ধ করে মানববন্ধনে ইন্টার্ন চিকিৎসকেরা

চিকিৎসককে ওএসডি করার আদেশ বাতিলের দাবিতে পটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসা কার্যক্রম বন্ধ রেখেছেন ইন্টার্ন চিকিৎসক ও নার্সরা। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে প্রশাসনিক ভবনের সামনে প্রায় দুই ঘণ্টা মানববন্ধন কর্মসূচি পালন করেন তাঁরা।

মানববন্ধনে অংশ নেওয়া ইন্টার্ন চিকিৎসক সুবর্না, মো. বায়জিদ ও মিমি আক্তার বলেন, এক শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় জেলা প্রশাসন তদন্ত কমিটি করেছে। কমিটির কাজ শেষ না হতেই দায়িত্বে অবহেলার অভিযোগে কার্ডিওলজি বিভাগের জুনিয়র কনসালট্যান্ট এ এস এম শামীম আল আজাদকে ওএসডি করা হয়েছে, যা অযৌক্তিক। ওএসডির আদেশ বাতিল না হওয়া পর্যন্ত জরুরি বিভাগ ও ওয়ার্ডে তাঁরা কোনো চিকিৎসা দেবেন না।

কয়েকজন ইন্টার্ন চিকিৎসক দাবি করেন, ১৪ এপ্রিল বিকেলে পানিতে ডুবে যাওয়া এক রোগীকে ওয়ার্ডে নিয়ে সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। কিন্তু রোগীর সঙ্গে ওয়ার্ডে জড়ো হওয়া ৩০ থেকে ৪০ যুবকের বিশৃঙ্খলার কারণে অনেকের মধ্যে ভয়ভীতি ছড়িয়ে পড়ে। তাঁরা এ সময় ওয়ার্ডে ভাঙচুরের চেষ্টা ও চিকিৎসকদের গালমন্দ করেন। রোগী নিয়ে আসার পর তাঁর মুখ থেকে প্রচণ্ড রক্তক্ষরণ হচ্ছিল। এ লক্ষণ পানিতে ডোবার সঙ্গে সংগতিপূর্ণ ছিল না। রোগীর মৃত্যুর পরে তাঁর মরদেহের সুরতহাল ও ময়নাতদন্তের দাবি করেছিলেন তাঁরা। কিন্তু রোগীর সঙ্গে আসা লোকজন তা না করে মরদেহ নিয়ে যান।

পটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক দিলরুবা ইয়াসমিন বলেন, ইন্টার্ন চিকিৎসকেরা তাঁদের জায়গা থেকে একটি দাবি তুলে সেবা বন্ধ রেখেছেন। তিনি তাঁদের সঙ্গে কথা বলেছেন, যাতে রোগীরা কোনো সেবা থেকে বঞ্চিত না হন। এ ছাড়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা চালানো হচ্ছে।

১৪ এপ্রিল পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) কৃষি অনুষদের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হুসাইন মোহাম্মদকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন তাঁর বন্ধুরা। জানানো হয়, পানিতে ডুবে অসুস্থ হওয়ার কথা। পরে ওয়ার্ডে আশিকের মৃত্যু হলে চিকিৎসকের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ তোলা হয়। কয়েক দফায় বিক্ষোভ করেন তাঁরা। এতে উত্তেজনা সৃষ্টি হলে সেনাবাহিনী ও পুলিশ মোতায়ন করে পরিস্থিতি শান্ত রাখা হয়।

ওই রাতেই জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন, পবিপ্রবির উপাচার্য অধ্যাপক কাজী রফিকুল ইসলাম ও পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ দ্রুত হাসপাতালে উপস্থিত হয়ে শিক্ষার্থী ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন। পরে আট সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়। এরপর আশিকের মরদেহ হাসপাতাল থেকে নিয়ে যান বন্ধুরা।

গতকাল বুধবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব মোহাম্মদ ইকবাল হোসেন স্বাক্ষরিত আদেশে পটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের চিকিৎসক ও কার্ডিওলজি বিভাগের জুনিয়র কনসালট্যান্ট এ এস এম শামীম আল আজাদকে ওএসডি করে স্বাস্থ্য অধিদপ্তরে সংযুক্ত করা হয়।

সম্পর্কিত নিবন্ধ

  • বেসিসের নির্বাচন বোর্ড গঠন করল বাণিজ্য মন্ত্রণালয়, নির্বাচন কবে
  • পটুয়াখালী মেডিকেলের বহির্বিভাগে তালা, চিকিৎসক-শিক্ষার্থীদের বিক্ষোভ
  • চিকিৎসকের ওএসডির আদেশ বাতিলের দাবিতে সেবা বন্ধ করে মানববন্ধনে ইন্টার্ন চিকিৎসকেরা