পুরো চ্যাম্পিয়ন্স ট্রফি দুবাইতে খেলবে ভারত। সেখানকার শুষ্ক ও স্পিন বান্ধব উইকেটের কথা বিবেচনা করা দলে পাঁচ স্পিনার রেখেছেন ভারতীয় ক্রিকেট দলের নির্বাচকরা। এর মধ্যে বাংলাদেশের বিপক্ষে বৃহস্পতিবারের ম্যাচে একাদশে তিন স্পিনার রাখার বিষয়টি এক প্রকার নিশ্চিত। 

রবীন্দ্র জাদেজার একাদশে থাকা নিশ্চিত। কুলদীপ যাদব খেলবেন নাকি বরুণ চক্রবর্তী এটার ওপর নির্ভর করবে অক্ষর প্যাটেল ও ওয়াশিংটন সুন্দরের মধ্যে একজনের একাদশে থাকা। এছাড়া পেস আক্রমণে হার্শিট রানার চেয়ে এগিয়ে বাঁ-হাতি পেসার অর্শদ্বীপ। 

অলরাউন্ডার মিলিয়ে ভারতের ব্যাটিং লাইন আপ খুবই শক্তিশালী। যে কারণে ঋষভ পান্তের একাদশে জায়গা পাওয়ার সম্ভাবনা একেবারেই কম। ভারতের এই স্পিন অ্যাটাকের বিপক্ষে বাংলাদেশ কেমন একাদশ সাজাবে সেটা নিয়ে আছে বেশ আলোচনা। 

তাওহীদ হৃদয় স্পিন ভালো খেলেন। যে কারণে মিডল অর্ডারে একাদশে থাকার বড় দাবিদার তিনি। অভিজ্ঞতা বিবেচনায় মাহমুদউল্লাহ থাকবেন একাদশে। আবার ওয়েস্ট ইন্ডিজ সফরে ফিনিশার রোলে অসাধারণ খেলা জাকের আলীকে বাদ দেওয়া কঠিন হবে। বাস্তবতা হচ্ছে- এই তিনজনের অন্তত একজনকে রাখতে হবে একাদশের বাইরে। 

ভারতের বিপক্ষে কেমন একাদশ সাজাবেন? এমন প্রশ্নে অধিনায়ক নাজমুল শান্ত ম্যাচের আগ পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন। ভারতের এক সংবাদ মাধ্যম মধ্যে দাবি করেছে, ভারতের স্পিন আক্রমণ সামলাতে এই তিন জনের দু’জনকে একাদশে রাখতে পারে বাংলাদেশ। সেক্ষেত্রে তানজিদ তামিমকে বাদ দেওয়া হতে পারে। নাজমুল শান্ত ওপেনিংয়ে এসে তিনে মিরাজকে খেলানো হতে পারে। 

ভারতের টপ অর্ডারের ব্যাটিং লাইন আপ ডানহাতিতে ভরা। একাদশে বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদ তাই অটোমেটিক চয়েজ হতে পারেন। মিরাজের সঙ্গে স্পিন আক্রমণে থাকতে পারেন রিশাদ হোসেনও। নাজমুল শান্তর ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে ভারতীয় সাংবাদিকরা নাহিদ রানাকে নিয়েই প্রশ্ন করেছেন বেশি। নাহিদকে হুমকি মানতে শুরু করেছেন ভারতীয়রা। 

অধিনায়ক শান্ত নাহিদের প্রশংসা করলেও একাদশে থাকার নিশ্চয়তা দেননি। পেসার তাসকিন আহমেদ এই দলে অটোচয়েজ হয়ে উঠেছেন। দুবাইয়ের উইকেটে মুস্তাফিজ হতে পারেন তার অটোমেটিক সঙ্গী। ভারতকে ব্যাটিং দিয়ে হারানো কঠিন। বাংলাদেশ তাই ছয় বোলার নিয়ে নামতে পারে। সেক্ষেত্রে তানজিম সাকিব ও নাহিদ রানার মধ্যে একজনকে বেছে নিতে হবে। প্রস্তুতি ম্যাচে নাহিদকে মাত্র ২ ওভার বোলিং করিয়ে তাকে সতেজই রেখেছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। 

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ তামিম, সৌম্য সরকার, নাজমুল শান্ত, মেহেদী মিরাজ, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান।   

ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা, শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল, অক্ষর প্যাটেল, হার্ডিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, অর্শদ্বীপ সিং, বরুণ চক্রবর্তী। 
    

.

উৎস: Samakal

কীওয়ার্ড: আহম দ

এছাড়াও পড়ুন:

ফতুল্লায় ইজিবাইক চালককে হত্যা, আটক ১

নারায়ণগঞ্জের ফতুল্লায় ইসহাক মিঝি (৪৫) নামে এক ইজিবাইক চালককে গলা কেটে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে একজনকে ধরে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী।

রবিবার (২৩ মার্চ) ভোর ৪টার দিকে ফতুল্লার কোতালেরবাগ এলাকার রেল লাইনের পাশের সড়কে ঘটনাটি ঘটে।

নিহত ইসহাক মিঝি চাঁদপুর জেলার মতলব থানার নায়েরগাঁও ইউনিয়নের আয়ুব আলীর ছেলে। তিনি নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম সস্তাপুর কাস্টমের মোড় এলাকায় রেজাউলের বাড়িতে ভাড়া থাকতেন। তিনি শফিক নামে এক ব্যক্তির মালিকানাধীন ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

আরো পড়ুন:

বগুড়ায় কবিরাজকে ‘কুপিয়ে’ হত্যা

পাবনায় বাবাকে কুপিয়ে হত্যা, ছেলে পলাতক 

আটক ব্যক্তির নাম সোহরাব হাওলাদার (৪০)। তিনি পটুয়াখালীর রাঙ্গাবালি থানার বাহেরচর গ্রামের মৃত আতাহার হাওলাদারের ছেলে। ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকার একটি বাড়িতে ভাড়া থাকেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ ভোর ৪টার দিকে এক নারীর চিৎকারে আশপাশের লোকজন ঘর থেকে বেরিয়ে এসে দেখতে পান, এক ব্যক্তি রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছেন। ৩-৪ জন ব্যক্তি ঘটনাস্থল ত্যাগের চেষ্টা করছেন। এর মধ্যে একজনকে ধাওয়া করে ধরে ফেলেন এলাকাবাসী। বাকিরা পালিয়ে যায়।

ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম বলেন, ‍“নিহতের ভাগ্নে শরিফ মরদেহ শনাক্ত করেছেন। নিহতের পকেট থেকে নগদ ৮ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়েছে। ইজিবাইকটির মালিক শফিকও যানটি শনাক্ত করেছেন।”

তিনি আরো বলেন, “এ ঘটনায় এলাকাবাসী একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। হত্যাকাণ্ডে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

ঢাকা/অনিক/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • ভান্ডারিয়ায় এক ভাইকে কুপিয়ে হত্যা, আরেক ভাইয়ের পা বিচ্ছিন্ন
  • ফতুল্লায় ব্যাটারি রিকশার চালককে গলা কেটে হত্যা, একজনকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
  • ফতুল্লায় ইজিবাইক চালককে গলা কেটে হত্যা, আটক ১
  • ফতুল্লায় ইজিবাইক চালককে হত্যা, আটক ১