বাংলাদেশকে ১৬ হাজার ফুড বাস্কেট উপহার সৌদি আরবের
Published: 19th, February 2025 GMT
সৌদি আরবের বাদশাহ সালমান মানবিক সহায়তা ও ত্রাণ কেন্দ্রের (কেএসরিলিফ) অর্থায়নে বাংলাদেশে দুস্থ ও দরিদ্রদের খাদ্য ঝুড়ি বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকার সৌদি দূতাবাসে এক অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন হয়।
আসন্ন রমজান মাস সামনে রেখে দেশের ২৩ জেলায় দুস্থ ও দরিদ্রদের মোট ১৫ হাজার ৮৬০টি খাদ্য ঝুড়ি (ফুড বাস্কেট) বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রতিটি খাদ্য ঝুড়িতে মোট ২৪ কেজি খাদ্য থাকবে। এর মধ্যে চাল ১০ কেজি, মসুর ডাল ৭ কেজি, ভোজ্য তেল তিন লিটার, লবণ এক কেজি ও চিনি তিন কেজি। সর্বমোট ১৫ হাজার ৮৬০ ফুড বাস্কেট ২৩ জেলায় বিতরণ করা হবে।
বাংলাদেশে এ কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা দেবে সুনবুলাহ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।
সৌদি দূতাবাসে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তব্য দেন সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আলদুহাইলান ও সুনবুলাহ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী (সিইও) ড.
অনুষ্ঠানে সৌদি রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের মানুষের প্রতি সৌদি আরবের সহমর্মিতা ও সহযোগিতা অব্যাহত থাকবে। খাদ্য ঝুড়ি প্রকল্প বাংলাদেশের উন্নয়ন সহযোগিতায় সৌদি সরকারের আগ্রহ ও সম্প্রীতির একটি দৃষ্টান্ত। বাংলাদেশের দরিদ্র ও দুস্থ পরিবারগুলোর পাশে দাঁড়ানোর মাধ্যমে সৌদি আরব ও বাংলাদেশের জনগণের মধ্যকার সম্পর্ক আরো সৌহার্দ্যপূর্ণ ও ঘনিষ্ঠ হলো।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌদি আরব থেকে আগত অতিথি আহমাদ বিন সালেহ আররেমাহ, খালিদ বিন আব্দুর রাহমান রাযী, আব্দুর রাহমান আলযেবেন, আব্দুর রাহমান আলমিগ্রেন এবং নাসির আল সাঈদ।
ঢাকা/হাসান/এনএইচ
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ব্রাজিল কোচ হওয়ার বিষয়ে যা বললেন আনচেলোত্তি
আর্জেন্টিনার কাছে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বুধবার সকালে ৪-১ ব্যবধানে হার মানে ব্রাজিল। এরপর থেকেই গুঞ্জন চলছে কোচ ডোরিভাল জুনিয়রকে ছাটাই করবে ব্রাজিল। তার জায়গায় রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলোত্তিকে নেওয়া হবে।
তবে আজ শুক্রবার (২৮ মার্চ) এই বিষয়টি পরিস্কার করতে কথা বলেছেন আনচেলোত্তি। সেখানে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে, ব্রাজিল জাতীয় দলের কোচ হওয়ার বিষয়ে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের সঙ্গে তার কোনো যোগাযোগ হয়নি। এছাড়া, কিংবদন্তি ফুটবলার রোনাল্ডো নাজারিওর দাবি নিয়েও তিনি দ্বিমত প্রকাশ করেছেন। আনচেলোত্তি আবারও নিশ্চিত করেছেন যে তিনি রিয়াল মাদ্রিদেই থাকতে চান।
সম্প্রতি রিয়াল মাদ্রিদের কিংবদন্তি রোনাল্ডো নাজারিও দাবি করেছিলেন যে, আনচেলোত্তির সঙ্গে ব্রাজিল দলের কোচ হওয়ার বিষয়ে অতীতে আলোচনা হয়েছিল এবং তিনি নিজেও সেই আলোচনায় যুক্ত ছিলেন। তবে আনচেলোত্তি এই দাবি প্রত্যাখ্যান করেছেন।
আরো পড়ুন:
তবে কি আনচেলত্তিই হতে যাচ্ছেন ব্রাজিলের কোচ?
৬৬ বছর পর আর্জেন্টিনার কাছে এতো বড় ব্যবধানে হারল ব্রাজিল
“আমি এটা নিয়ে তার (রোনাল্ডো) সঙ্গে কথা বলেছি বলে মনে নেই। আমরা অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি, তবে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে কিনা আমার মনে নেই,” — সাংবাদিকদের জানান আনচেলোত্তি।
তিনি আরও বলেন, “আমার চুক্তি খুবই স্পষ্ট, এর বাইরে কিছু বলার নেই। আমি ব্রাজিল জাতীয় দল, তাদের খেলোয়াড় এবং সমর্থকদের অনেক ভালোবাসি। তবে আমি রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তিবদ্ধ। এই চুক্তি একদম পরিষ্কার।”
আনচেলোত্তিকে জিজ্ঞাসা করা হয়েছিল, এই সপ্তাহে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন থেকে আবারও কোনো যোগাযোগ করা হয়েছে কিনা। উত্তরে তিনি সোজাসাপ্টা বলেন, “না।”
তার ভবিষ্যৎ নিয়ে যেসব গুঞ্জন চলছে, সেগুলো নিয়ে তিনি কীভাবে সামলাচ্ছেন জানতে চাইলে আনচেলোত্তি মজার ভঙ্গিতে উত্তর দেন, “আমি দারুণ সময় কাটিয়েছি। কারণ আমি ইতালিতে আমার দাদা-দাদী, নানা-নানীদেরসহ পূর্বপুরুষদের দেখতে গিয়েছিলাম... এবং সত্যিই ভালো সময় কেটেছে।’’
ঢাকা/আমিনুল