বাংলাদেশকে ১৬ হাজার ফুড বাস্কেট উপহার সৌদি আরবের
Published: 19th, February 2025 GMT
সৌদি আরবের বাদশাহ সালমান মানবিক সহায়তা ও ত্রাণ কেন্দ্রের (কেএসরিলিফ) অর্থায়নে বাংলাদেশে দুস্থ ও দরিদ্রদের খাদ্য ঝুড়ি বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকার সৌদি দূতাবাসে এক অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন হয়।
আসন্ন রমজান মাস সামনে রেখে দেশের ২৩ জেলায় দুস্থ ও দরিদ্রদের মোট ১৫ হাজার ৮৬০টি খাদ্য ঝুড়ি (ফুড বাস্কেট) বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রতিটি খাদ্য ঝুড়িতে মোট ২৪ কেজি খাদ্য থাকবে। এর মধ্যে চাল ১০ কেজি, মসুর ডাল ৭ কেজি, ভোজ্য তেল তিন লিটার, লবণ এক কেজি ও চিনি তিন কেজি। সর্বমোট ১৫ হাজার ৮৬০ ফুড বাস্কেট ২৩ জেলায় বিতরণ করা হবে।
বাংলাদেশে এ কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা দেবে সুনবুলাহ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।
সৌদি দূতাবাসে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তব্য দেন সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আলদুহাইলান ও সুনবুলাহ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী (সিইও) ড.
অনুষ্ঠানে সৌদি রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের মানুষের প্রতি সৌদি আরবের সহমর্মিতা ও সহযোগিতা অব্যাহত থাকবে। খাদ্য ঝুড়ি প্রকল্প বাংলাদেশের উন্নয়ন সহযোগিতায় সৌদি সরকারের আগ্রহ ও সম্প্রীতির একটি দৃষ্টান্ত। বাংলাদেশের দরিদ্র ও দুস্থ পরিবারগুলোর পাশে দাঁড়ানোর মাধ্যমে সৌদি আরব ও বাংলাদেশের জনগণের মধ্যকার সম্পর্ক আরো সৌহার্দ্যপূর্ণ ও ঘনিষ্ঠ হলো।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌদি আরব থেকে আগত অতিথি আহমাদ বিন সালেহ আররেমাহ, খালিদ বিন আব্দুর রাহমান রাযী, আব্দুর রাহমান আলযেবেন, আব্দুর রাহমান আলমিগ্রেন এবং নাসির আল সাঈদ।
ঢাকা/হাসান/এনএইচ
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
জন্মদিনের উপহার হিসেবে জিম্বাবুয়ের বিপক্ষে জয় চান বাংলাদেশের কোচ
‘আমি এখন আর জন্মদিনের উপহার চাওয়ার পর্যায়ে নেই’—সংবাদ সম্মেলনে কথাটা বলেই হেসে ফেলেন ফিল সিমন্স। বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন মাস তিনেক হলো। কয়েক দিন আগে নতুন চুক্তির পর জিম্বাবুয়ে সিরিজই সিমন্সের প্রথম পরীক্ষা। সিলেটে প্রথম টেস্টে বাংলাদেশ মাঠে নামার দুই দিন আগে ৬২ বছর পূর্ণ করেছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই ক্রিকেটার।
আরও পড়ুনবাংলাদেশ–জিম্বাবুয়ে টেস্ট সিরিজ দেখা যাবে ৫০ টাকায়১৭ ঘণ্টা আগেজীবনের নানা বাঁকে ক্রিকেটের সঙ্গে তাঁর জন্মদিন কেটেছে অনেকবার। ওয়েস্ট ইন্ডিজের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন, পরে কোচিংয়েও সমৃদ্ধ হয়েছে অভিজ্ঞতা। বাংলাদেশ দলের খেলোয়াড়েরা এখন সিমন্সকে যদি জন্মদিনের উপহার দিতেই চান, তাহলে সেটা কী হলে ভালো হয়, তা পরের কথাতেই জানিয়ে দিলেন এই কোচ, ‘তারা যদি উপহার দিতে চায়, প্রথম ম্যাচটি জিতলেই হবে (হাসি)। আমার এটুকুতেই হবে।’
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। স্বাভাবিকভাবেই ঘরের মাঠে ফেভারিটের তকমাটা বাংলাদেশের ওপর। জিততেই হবে, এমন একটা বাড়তি চাপও থাকে জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে নামলে। তবে এখনই এত দূরে চোখ রাখতে চান না সিমন্স।
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে খেলোয়াড় ও স্টাফদের নিয়ে এখন সিলেটে অবস্থান করছেন কোচ সিমন্স