মিঠাপুকুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য সাবেক এমপি জাকির হোসেন সরকারের ভাগ্নের বিরুদ্ধে হিন্দু সম্প্রদায়ের জমি দখলের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে বুধবার সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।

মিঠাপুকুর প্রেসক্লাবের হল রুমে বিকেল চারটায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ভুক্তভোগী তিনটি পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় লিখিত বক্তব্যে ভুক্তভোগী প্রফুল্ল সাহা বলেন, আওয়ামী লীগ সরকারের আমলের সাবেক এমপি জাকির হোসেন সরকারের ভাগ্নে আক্তারুজ্জামান সোহাগ প্রভাব বিস্তার করে আমাদের পৈতৃক সম্পত্তি জোরপূর্বক অন্যায়ভাবে দখল করে রেখেছেন। জাকির হোসেন সরকার উপজেলা চেয়ারম্যান থেকে এমপি হওয়ার পর সোহাগ সংখ্যালঘুদের ওপর জুলুম-নির্যাতন চালিয়েছেন। আমার পৈত্রিক সম্পত্তির ৯ শতাংশ বসতভিটা জোরপূর্বক দখল করে প্রাচীর নির্মাণ ও আমাদের তিনটি পরিবারকে উচ্ছেদ করেন। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সোহাগ তার গুন্ডাবাহিনী দিয়ে দুই মাস থেকে আমাদের জমিতে সীমানা প্রাচীর নির্মাণ শুরু করেন। এ বিষয়ে পুলিশ প্রশাসন বারবার সতর্ক করলেও আক্তারুজ্জামান সোহাগ আমাদের ভয়ভীতি দেখিয়ে তার কাজ চলমান রেখেছেন।

এ সময় প্রফুল্ল সাহার পরিবার সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, আমাদের দয়া করে একটু মানবিকতা দেখান। যারা সংখ্যালঘু ভেবে আমাদের ওপর নির্যাতন চালিয়ে আসছে, তাদের বিরুদ্ধে প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা চাই।

অভিযোগের বিষয়ে আক্তারুজ্জামান সোহাগ বলেন, তারা ৫৬ শতক জমির ওপর অভিযোগ করেছে। এরমধ্যে ৮ শতক জমি আমার বাবা ১৯৯৮ সালে কিনেছিলেন। তারা ২০১৬ সালে আদালতে মামলা দায়ের করেন। কিন্তু আমার কাগজপত্র সঠিক রয়েছে। আমি কারও জমি দখল করিনি। রাজনৈতিক কারণে আমাকে হয়রানি করা হচ্ছে। আদালত আমাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। কাজ বন্ধ করতে বলেননি। আমার অন্য অভিযোগও সঠিক নয়।

মিঠাপুকুর থানার ওসি আবু বক্কর সিদ্দিক বলেন, পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে। ভুক্তভোগীদের অভিযোগের বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: আওয় ম ল গ আম দ র সরক র

এছাড়াও পড়ুন:

র‍্যাংকিংয়ে বড় লাফ জ্যোতি-শারমিনের

আইসিসি নারী ওয়ানডে র‍্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন নিগার সুলতানা জ্যোতি ও শারমিন আক্তার। আইসিসি ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বের আসরে দুই ব্যাটসম্যান ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন। তাতে র‍্যাংকিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় ক্যারিয়ার সেরা অবস্থানে উঠে এসেছেন তারা।

বাংলাদেশের অধিনায়ক জ্যোতি র‍্যাংকিংয়ে ১৭তম স্থানে আছেন। যা বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ অবস্থান। ৪১তম স্থান থেকে ২৪ ধাপ এগিয়েছেন তিনি। এছাড়া শারমিনের অবস্থান ২৯তম। ৩৯তম স্থান থেকে ১০ ধাপ এগিয়েছেন এই ব্যাটার। র‍্যাংকিংয়ে সাপ্তাহিক হালনাগাদ মঙ্গলবার (১৫ এপ্রিল) প্রকাশ করেছে আইসিসি।

বিশ্বকাপ বাছাই পর্বের দুই ম্যাচে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। থাইল্যান্ডকে প্রথম ম্যাচে হারানোর নায়ক ছিলেন জ্যোতি। ১০১ রানের ইনিংস খেলেন। তার ইনিংসে ভর করে ওয়ানডেতে বাংলাদেশ সর্বোচ্চ দলীয় সংগ্রহ পায়। ৭৮ বলে তিন অংকে পৌঁছে গিয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও গড়েছিলেন টাইগ্রেস অধিনায়ক। আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে তার ব্যাট থেকে আসে ৫১ রানের আরেকটি ইনিংস।

আরো পড়ুন:

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে দুদকের অভিযান

আগস্টে বাংলাদেশে আসছে ভারত ক্রিকেট দল

শারমিন থাইল্যান্ডের বিপক্ষে ৯৪ রানের পর আয়ারল্যান্ডের বিপক্ষে ২৪ রান করেন। তাতে তার উন্নতি হয়েছে ভালোই। এছাড়া ১৬ ধাপ এগিয়ে রিতু মনি এসেছেন ৮৮তম স্থানে। বোলিংয়ে ফাহিমা খাতুন ৩ ধাপ এগিয়ে ৪৮তম স্থানে এসেছেন। থাইল্যান্ডের বিপক্ষে ৫ ও আয়ারল্যান্ডের বিপক্ষে ২ উইকেট পেয়েছিলেন তিনি।

থাইল্যান্ডের বিপক্ষে ৫ উইকেট পেয়েছিলেন জান্নাতুল ফেরদৌসু সুমনা। তাতেও সেরা একশতে ঢুকতে পারেননি এ স্পিনার। বোলিংয়ে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সেরা অবস্থান নাহিদা আক্তারের। ২ ধাপ অবনমনের পরও তার অবস্থান ১২তম স্থানে। এরপর ২৩তম স্থানে আছেন রাবেয়া খান। ৭ ধাপ এগিয়েছেন তিনি।
 

ঢাকা/ইয়াসিন/নাভিদ

সম্পর্কিত নিবন্ধ