সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মেডিকেল কলেজগুলোর শিক্ষার গুণগত মান বাড়াতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকার সিরডাপ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে এ কথা জানান তিনি। ‘বাংলাদেশে স্বীকৃতির জন্য বিএমইএসি মানদণ্ড, নীতি ও পদ্ধতি, সাইট পরিদর্শন নির্দেশিকা এবং স্ব-মূল্যায়ন প্রতিবেদন সম্পর্কে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষদের ওরিয়েন্টেশন’ আয়োজন করে বাংলাদেশ মেডিকেল এডুকেশন অ্যাক্রিডিটেশন কাউন্সিল।

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, আমরা যে পেশাতেই যাই না কেন, সবার আগে আমাদের নিজেকে ভালো মানুষ হতে হবে। ডাক্তার, শিক্ষক, ইঞ্জিনিয়ার যে কোনো পেশাতেই ভালো মানুষ হওয়াটা পূর্বশর্ত।

স্বাস্থ্য খাতে মানসম্মত শিক্ষার বিকল্প নেই জানিয়ে নূরজাহান বলেন, আমাদের শিক্ষাটা মানসম্মত হতে হবে। চারপাশটা অন্যরকম হয়ে গেছে। আমাদের দক্ষ, ভালো, মানবিক পেশাজীবী গড়ে তুলতে হবে। তাহলে এই অবস্থা থেকে আমরা দাঁড়িয়ে উঠতে পারবো।

অনুষ্ঠানে উপস্থিত দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষদের উদ্দেশ্যে নূরজাহান বেগম বলেন, আপনারা মানুষ তৈরি করার কারিগর। যথার্থ মানুষ তৈরি করতে পারলে এই দেশটার এমনিতেই পরিবর্তন ঘটবে। আমরা আমাদের মেডিকেল কলেজগুলোর শিক্ষার গুণগত মান বাড়িয়ে যথার্থ ভালো ডাক্তার তৈরি করতে পারলে স্বাস্থ্য খাতের মানোন্নয়ন সম্ভব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মেডিকেল এডুকেশন অ্যাক্রিডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ডা.

মোহাম্মদ নজরুল ইসলাম। উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, স্বাস্থ্য শিক্ষা সচিব ডা. মো. সারোয়ার বারী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা মো. আবু জাফর, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন প্রমুখ।

এসময় দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষ এবং বাংলাদেশ মেডিকেল এডুকেশন অ্যাক্রিডিটেশন কাউন্সিলের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিএইচ

উৎস: SunBD 24

কীওয়ার্ড: ম ড ক ল কল জ উপদ ষ ট আম দ র সরক র

এছাড়াও পড়ুন:

ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকা’র নতুন কমিটি গঠন

ঢাকায় অবস্থানরত বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ঠাকুরগাঁও জেলার সাংবাদিকদের সংগঠন ‘ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম, ঢাকা’–এর নতুন কমিটি গঠন করা হয়েছে। 

বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার মানিক মুনতাসির সভাপতি ও সমকালের সিনিয়র রিপোর্টার দেলওয়ার হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

রোববার রাজধানীর বাংলামোটরে রুপায়ন ট্রেড সেন্টারে অবস্থিত একটি ক্লাবে সংগঠনের সাধারণ সভা ও ইফতার মাহফিল শেষে ১১ সদস্যবিশিষ্ট নতুন এই কমিটি ঘোষণা করা হয়। দুই বছরের জন্য ঘোষিত কমিটির নির্বাচিত অন্যরা হলেন-সহসভাপতি সময় টেলিভিশনের মাহবুব আলম রাজ, যুগ্ম সাধারণ সম্পাদক কালবেলার সিনিয়র রিপোর্টার শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ৭১ টেলিভিশনের আব্দুল লতিফ, অর্থ সম্পাদক বাসসের সিনিয়র রিপোর্টার জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক জিটিভির সিনিয়র রিপোর্টার সাজ্জাদ হোসেন ও নারী বিষয়ক সম্পাদক বাংলাদেশ বেতারের নাহিদ শিউলী।

কার্যনির্বাহী সদস্যরা হলেন-ইনকিলাবের প্রধান প্রতিবেদক ফারুক হোসাইন, ডিবিসির আরবী নূর আপন ও ৭১ টেলিভিশনের নূর তাজমিন নীর। সংগঠনের উপদেষ্টা মনোনীত হয়েছেন, সিনিয়র সাংবাদিক মশিউর রহমান, প্রথম আলোর সারা বাংলার প্রধান তুহিন সাইফুল্লাহ ও ঢাকা পোস্টের সিনিয়র নিউজ এডিটর মাহাবুর আলম সোহাগ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পরিকল্পনা কমিশনের অতিরিক্ত সচিব বদরে মুনির ফেরদৌস, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম, ঢাকা মেট্রোপলিটনের অতিরিক্ত পুলিশ কমিশনার এসএন, মো. নজরুল ইসলাম, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব তৌফিক ইমাম ও নিউ ভিশন গ্রুপের ইসি চেয়ারম্যান বেলাল হোসাইন।

সম্পর্কিত নিবন্ধ