কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি কাজে লাগিয়ে জিমেইলে প্রতারণার ঘটনা দিন দিন বেড়েই চলেছে। সম্প্রতি এআই প্রযুক্তির মাধ্যমে গুগলের নামে ভুয়া ফোনকল করে ব্যবহারকারীদের জিমেইল অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিচ্ছে একদল হ্যাকার। এ ধরনের সাইবার হামলা থেকে নিরাপদ থাকতে এরই মধ্যে সব জিমেইল ব্যবহারকারীদের সতর্ক করেছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের তথ্যমতে, জিমেইল ব্যবহারকারীদের বোকা বানাতে হ্যাকাররা প্রথমে স্বয়ংক্রিয় (রোবোকল) ফোনকলের মাধ্যমে নির্দিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করে। ফোনে জানানো হয়, আপনার জিমেইল অ্যাকাউন্টে সন্দেহজনক কার্যক্রম শনাক্ত করা হয়েছে। এরপর সতর্ক করে বলা হয়, সমস্যা সমাধানে শিগগিরই একটি ই–মেইল পাঠানো হবে এবং সেখানে অ্যাকাউন্ট উদ্ধার করার নির্দেশনা দেওয়া হবে। তবে ই–মেইলে থাকা লিংকে ক্লিক করলেই গুগলের অফিশিয়াল ওয়েবসাইটের আদলে তৈরি অন্য একটি ওয়েবসাইট চালু হয়। সেখানে জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড লিখলেই অ্যাকাউন্টের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নেয় হ্যাকাররা।

আরও পড়ুনএআই দিয়ে তৈরি নকল কণ্ঠের ফোনকল থেকে নিরাপদ থাকবেন যেভাবে০৫ জানুয়ারি ২০২৪

সাইবার নিরাপত্তাপ্রতিষ্ঠান ম্যালওয়্যারবাইটস জানিয়েছে, হ্যাকাররা বর্তমানে কম খরচে অত্যাধুনিক এআই প্রযুক্তি ব্যবহার করছে। এআই প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীদের বোকা বানিয়ে সহজেই জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ডের পাশাপাশি রিকভারি কোডও সংগ্রহ করছে হ্যাকাররা। এ ধরনের সাইবার হামলায় জিমেইল অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত ব্যাংক অ্যাকাউন্ট, সামাজিক যোগাযোগমাধ্যম, ক্লাউড স্টোরেজসহ অন্যান্য গুরুত্বপূর্ণ সেবার অ্যাকাউন্টও হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে যায়।

আরও পড়ুন‘ডিপফেক’ ভিডিও কী, যেভাবে বুঝবেন এটা ভুয়া০৭ নভেম্বর ২০২৩

অনলাইনে নিরাপদ থাকতে জিমেইল ব্যবহারকারীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা। তাঁদের মতে, অপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের পাঠানো ই–মেইল বা এসএমএস বার্তায় থাকা লিংকে ক্লিক করা থেকে বিরত থাকতে হবে এবং কোনো ফাইল ডাউনলোড করা যাবে না। এর পাশাপাশি যেকোনো ওয়েবসাইটে ব্যক্তিগত তথ্য দেওয়ার আগে সেটির গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে হবে। প্রতারকদের ফোনকল পেলে তাদের নির্দেশনা অনুযায়ী স্মার্টফোনের কোনো বাটনে ক্লিক করা থেকেও বিরত থাকতে হবে।

সূত্র: ডেইলি মেইল

আরও পড়ুনজিমেইলে প্রতারণা বেশি হয় যে ৩ কৌশলে০৩ ডিসেম্বর ২০২৩.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ন র পদ থ ব যবহ র ফ নকল

এছাড়াও পড়ুন:

৩২ এর প্রজ্ঞাপন বাতিল না করলে ২৭ এপ্রিল সমাবেশ

সরকারি চাকরিতে আবেদনের বয়স সর্বনিম্ন ৩২ বছরের প্রজ্ঞাপন বাতিল করে পুরুষদের সর্বনিম্ন ৩৫ ও নারীদের সর্বনিম্ন ৩৭ বছর করার দাবি জানিয়েছেন ৩৫ প্রত্যাশী সাধারণ শিক্ষার্থীবৃন্দ। দাবি বাস্তবায়ন না হলে আগামী ২৭ এপ্রিল বৃহৎ সমাবেশের ডাক দিয়েছেন তারা।

রবিবার (১৩ এপ্রিল) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন ।

লিখিত বক্তব্যে তারা বলেন, চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বাস্তবায়নের দাবিতে দীর্ঘ ১২ বছর ধরে আন্দোলন-সংগ্রাম করে আসছি। ফ্যাসিস্ট আওয়ামী সরকার আমাদের যৌক্তিক দাবির প্রতি কোনো গুরুত্ব দেয়নি। বর্তমান অন্তবর্তী সরকারও ৩৫ এর পরিবর্তে ৩২ বছরের প্রজ্ঞাপন জারি করে আমাদের সঙ্গে প্রহসন করেছে, যা আমরা ইতোমধ্যে প্রত্যাখ্যান করেছি। 

আরো পড়ুন:

ঢাবিতে শিক্ষক নিয়োগে অনিয়ম খুঁজতে তদন্ত কমিটি

‘মঙ্গল শোভাযাত্রা’ নাম পরিবর্তন করায় ঢাবি শিক্ষার্থীদের ক্ষোভ

তারা আরো বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে করোনা, সেশনজট, অর্থনৈতিক মন্দা, টানা ১৬ বছর দলীয় বিবেচনায় নিয়োগ, নিয়োগ দুর্নীতি, প্রক্সি, সুপারিশসহ নানা কারণে প্রকৃত মেধাবী সাধারণ শিক্ষার্থীরা তাদের মেধার স্বাক্ষর রাখার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। 

প্রত্যাশার কথা জানিয়ে তারা বলেন, আমাদের প্রত্যাশা ছিল দীর্ঘ ১৬ বছরের লড়াই, সংগ্রাম, আত্মত্যাগ আর রক্তের বিনিময়ে অর্জিত নতুন সরকার চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫/৩৭ (সুপারিশ) বাস্তবায়ন করে প্রকৃত ক্ষতিগ্রস্ত প্রজন্মগুলোকে নতুন করে নিজেকে প্রমাণ করার সুযোগ করে দেবে। কিন্তু বর্তমান সরকার তা না করে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করার কারণে বিগত ১৬ বছরে প্রকৃত ক্ষতিগ্রপ্ত প্রজন্মগুলো বাদ পড়ে গেছে ।

হুশিয়ারি দিয়ে তারা বলেন, আবেদনের বয়সসীমা সর্বনিম্ন ৩২ বছরের প্রজ্ঞাপন বাতিল করে পুরুষদের সর্বনিম্ন ৩৫ ও নারীদের সর্বনিম্ন ৩৭ বছর করতে হবে। আগামী ২০ এপ্রিলের মধ্যে এ দাবি বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে উপযুক্ত পদক্ষেপ দৃশ্যমান না হলে আগামী ২৭ এপ্রিল জাতীয় জাদুঘরের সামনে বৃহৎ সমাবেশ করা হবে।

ঢাকা/সৌরভ/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ