বন্দরে মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তি, আমিত দাস অবরুদ্ধ
Published: 19th, February 2025 GMT
সামাজিক যোগাযোগ মাধ্যম ও প্রকাশ্যে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি করার অপরাধে আমিত দাস (৪২) নামে এক শ্রমিককে অবরুদ্ধ করে রেখেছে একই প্রতিষ্ঠানে চাকুরিরত অন্যান্য শ্রমিকরা।
বুধবার (১৯ ফেব্রুয়ারী) বিকেল ৫টায় বন্দর থানার সোনাকান্দাস্থ নৌবাহিনী নিয়ন্ত্রণাধীন ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের ভিতরে এ ঘটনাটি ঘটে। পরে বিষয়টি বন্দর থানা পুলিশকে অবগত করলে খবর পেয়ে বন্দর থানা ওসি তরিকুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে ।
অবরুদ্ধকারি নাম পাওয়া গেলেও তার পিতা ও তার ঠিকানা তাৎক্ষণিক ভাবে জানা যায়নি। অবরুদ্ধ অমিত দাস নৌবাহিনী হেফাজতে রয়েছে।
এ ব্যাপারে বিক্ষুব্ধ শ্রমিকেরা জানান, ডকইয়ার্ড শ্রমিক অমিত দাস সামাজিক যোগাযোগ মাধ্যমসহ ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের সাধারণ শ্রমিকদের সামনে মহানবী (সাঃ)কে নিয়ে বাজে মন্তব্য করে কটুক্তি করে। এ ঘটনায় সাধারণ শ্রমিকেরা ক্ষিপ্ত হয়ে অমিত সাহাকে অবরুদ্ধ করে রাখে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত বিক্ষুব্ধ জনতা কটুক্তিকারি দৃষ্টান্ত মূলক শাস্তি দাবিতে সোনাকান্দা প্রধান সড়কে বিক্ষোভ মিছিল বের করেছে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ অবর দ ধ
এছাড়াও পড়ুন:
রাঙামাটিতে ছাত্রলীগের টর্চার সেলের সন্ধান
রাঙামাটিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নির্যাতন কেন্দ্রের (টর্চার সেল) সন্ধান পাওয়া গেছে। স্থানীয়দের অভিযোগ, চাঁদা না পেলে এই সেলে নিয়ে নির্যাতন করা হতো। জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। তবে এসব ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
এলাকাবাসীর অভিযোগ, আলম ডকইয়ার্ড এলাকায় ছয় তলা ভবনের নিচ তলায় একটি কক্ষে ছিল টর্চার সেল। ছাত্রলীগের নেতারা ব্যবসায়ী, শ্রমিক থেকে শুরু করে সাধারণ মানুষের কাছ থেকেও চাঁদা নিতেন। এসব অপকর্মের হোতা হচ্ছেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছাওয়াল উদ্দীন। জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি হাবিবুর রহমান বাপ্পীর নেতৃত্বে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন কায়সার, ছাত্রলীগ নেতা মো. রাব্বী ও মো. রাকিব, কলিম উল্লাহসহ একটি সিন্ডিকেট চাঁদাবাজি ও নির্যাতন চালাত। শুধু চাঁদাবাজি নয়, জড়িতরা স্কুল-কলেজের ছাত্রীদের যৌন হয়রানি, প্রকাশ্যে মাদক বিক্রি, আড্ডাবাজি, সীমান্ত পথ ব্যবহার করে ভারতীয় সিগারেট বেচতেন। তবে এর মধ্যে আনোয়ার হোসেন কায়সারকে সম্প্রতি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। অন্যরা আত্মগোপনে রয়েছেন।
এদিকে রোববার সকালে আলম ডকইয়ার্ডে টর্চার সেলটি সরেজমিন দেখাতে গণমাধ্যমকর্মীদের নিয়ে যায় এলাকাবাসী। এ ছাড়া ওই এলাকায় নবনির্মিত কোন কোন ভবন থেকে অভিযুক্তরা চাঁদা নিয়েছেন ও মারধর করেছেন, সেসব স্থানও দেখায়। সরেজমিন টর্চার সেল তালাবদ্ধ পাওয়া গেছে। কক্ষের মধ্যে টেবিল, চেয়ার ও বেঞ্চ দেখা গেছে।
ভুক্তভোগী মো. জাহাঙ্গীর জানান, হাবিবুর রহমান বাপ্পী, তাঁর দুই ভাই ও আনোয়ার হোসেন কায়সার তাঁকে ধরে নিয়ে গিয়ে টর্চার সেলে বেঁধে ফেলে রাখেন। রাত ২টার দিকে চার লাখ টাকা দেওয়ার পর তাঁকে ছেড়ে দেন। রেজাউল করিম জানান, নির্মাণাধীন ভবনের শ্রমিকদের কাছ থেকে টাকা ও মোবাইল হাতিয়ে নেন ছাত্রলীগের কায়সার ও রাকিব। পরে ৩০ হাজার টাকা চান ও হয়রানি করেন।
দোকানদার আব্দুল হক জানান, মালপত্র নষ্ট করে দেওয়াসহ হয়রানি করেছেন ছাত্রলীগের কায়সার ও রাকিব। এ কারণে দোকান বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন।
ঠিকাদার রবিউল হোসেন বাবলু জানান, গত বছরের এপ্রিলে কায়সার, বাপ্পীসহ ১০-১২ জন নির্মাণাধীন ভবনের শ্রমিকদের মারধর ও টাকাপয়সা কেড়ে নেন। এসবের হোতা হচ্ছেন জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ছাওয়াল উদ্দীন। এ ঘটনায় থানায় অভিযোগ করলেও বিচার পাননি।
আরেক ভুক্তভোগী বদীউল আলম জানান, ২০১৬ সালের দিকে আলম ডকইয়ার্ডে তাঁর বাড়ি নির্মাণের সময় বাপ্পী, কায়সার, রাকিবসহ অন্যরা ৫ লাখ টাকা চাঁদা চান। টাকা না পেয়ে কাজ বন্ধ করে দেন ও ৩ শতাংশ জায়গা দখল করেন।
এ ব্যাপারে ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান বাপ্পীসহ অন্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও কাউকে পাওয়া যায়নি।
রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহম্মেদ বলেন, ‘দেশব্যাপী আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে বিশেষ অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় রাঙামাটিতেও অভিযান চলছে। আসামি গ্রেপ্তার ও তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা হচ্ছে।’ টর্চার সেলের বিষয়ে কেউ লিখিত অভিযোগ দিলে পুলিশ তদন্ত করে ব্যবস্থা নিবে বলে জানিয়েছেন তিনি।