শুরুতে প্রতিপক্ষ বাংলাদেশ হলে চ্যাম্পিয়ন হয় ভারত, বললেন কোহলি
Published: 19th, February 2025 GMT
বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে বৃহস্পতিবার দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করবে ভারত। আসরের অন্যতম ফেবারিট তারা। ভারত এর আগে ২০১১ বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করেছিল। ২০২৪ টি-২০ বিশ্বকাপেও ভারতের প্রথম ম্যাচ ছিল বাংলাদেশের বিপক্ষে।
ওই দুই আসরেই চ্যাম্পিয়ন হয়েছে ভারত। বিষয়টি সম্প্রচার মাধ্যম স্টার স্পোর্টসের পর্দায় নতুন করে মনে করিয়ে দিয়েছেন ভারতের অন্যতম ব্যাটিং কান্ডারি বিরাট কোহলি।
তিনি বলেন, ‘এর আগে দু’বার বাংলাদেশের বিপক্ষে আমরা প্রথম ম্যাচ খেলেছি। ২০১১ ও ২০২৪ বিশ্বকাপ। দু’বারই আমরা চ্যাম্পিয়ন হয়েছি। ওদের বিপক্ষে শুরু হলে টুর্নামেন্ট ভালো যায় আমাদের। এবারও আশা করছি সেটাই হবে।’
চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা পেতে সারাবছর ভালো খেলতে হয়। লড়াই হয় জমাট। যে কারণে টুর্নামেন্টটি পছন্দের বলে উল্লেখ করেছেন বিরাট। এছাড়া গত বছরের টি-২০ বিশ্বকাপের মতো করে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে চান বলেও উল্লেখ করেছেন ডানহাতি এই ব্যাটিং কিংবদন্তি।
বিরাট বলেন, ‘অনেক বছর পর হচ্ছে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি। এটা আমার বেশ পছন্দের টুর্নামেন্ট। সেরা আট দল এখানে খেলে। সারা বছর ভালো খেলতে হয়। ম্যাচও প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ হয়। আমরা গত টি-২০ বিশ্বকাপের মতো চাপ নিয়ে খেলতে চাই।’
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব র ট ক হল
এছাড়াও পড়ুন:
সিমটেক্স ইন্ডাস্ট্রিজে ক্রেডিট রেটিং নির্ণয়
পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ক্রেডিট রেটিং নির্ণয় করে তা প্রকাশ করা হয়েছে। কোম্পানির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)।
সোমবার (২৪ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের রেটিং অনুযায়ী সিমটেক্স ইন্ডাস্ট্রিজের দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘এ’। আর স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-৩’।
সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত পাশাপাশি গুণগত তথ্য অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে।
ঢাকা/এনটি/ইভা