১২ দিনে সারা দেশে ডেভিল হান্টে গ্রেপ্তার ৬ হাজার ছাড়াল
Published: 19th, February 2025 GMT
যৌথ বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্টে’ সারা দেশে আরও ৫৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে ৮ ফেব্রুয়ারি রাত থেকে আজ বুধবার ১৯ ফেব্রুয়ারি বিকেল পর্যন্ত ১২ দিনে মোট ৬ হাজার ৩৫৭ জনকে গ্রেপ্তার করা হলো।
আজ বিকেলে পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। পুলিশ জানায়, অপারেশন ডেভিল হান্টে মঙ্গলবার বিকেল থেকে আজ বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে এ বিশেষ অভিযানের বাইরে বিভিন্ন মামলায় ১ হাজার ৫১ জনকে গ্রেপ্তার করা হয়।
এর আগের ২৪ ঘণ্টায় ‘অপারেশন ডেভিল হান্টে’ সারা দেশে ৫০৬ জনকে গ্রেপ্তারের খবর জানায় পুলিশ সদর দপ্তর। এ সময় অন্যান্য মামলায় গ্রেপ্তার করা হয় ১ হাজার ১৪১ জনকে।
গত ২৪ ঘণ্টার অভিযানে বেশ কিছু অস্ত্র উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। এর মধ্যে রয়েছে বিদেশি পিস্তল একটি, ম্যাগাজিন একটি, স্টিলের চাপাতি একটি, বার্মিজ চাকু দুটি, স্টিলের জং ধরা ছুরি একটি ও স্টিলের কিরিচ একটি।
৭ ফেব্রুয়ারি রাতে গাজীপুরে মুক্তিযুদ্ধবিষয়ক সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে সন্ত্রাসী আক্রমণের শিকার হন ১৫-১৬ শিক্ষার্থী। ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী আক্রমণের ঘটনার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বয়ে এক সভায় অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছেন, শিক্ষার্থীরা ওই রাতে ডাকাতির খবর পেয়ে তা প্রতিহত করতে সেখানে গিয়েছিলেন। তখন তাঁদের ওপর আক্রমণ করা হয়। এ ঘটনায় আহত একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: গ র প ত র কর
এছাড়াও পড়ুন:
সাকিব, আপনার এই জন্মদিনটা কেমন কাটছে
শুভ জন্মদিন সাকিব আল হাসান!
যদি ভুল জেনে না থাকি, আপনি এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে আছেন। নিঃসন্দেহে জন্মদিন আনন্দে কাটছে। মেসি, রোনালদো থেকে শুরু করে আপনার মতো তারকা ক্রিকেটার, আপনার সতীর্থরা, কিংবা আমাদের মতো আমজনতা—পরিবারের চেয়ে নিশ্চিন্ত ঠাঁই, পরম মমতা আর কোথাও কি পাই আমরা?
নিউইয়র্কের লং আইল্যান্ডে নতুন ঠিকানায় স্ত্রী-সন্তানদের সঙ্গে জন্মদিনে আপনি আনন্দে ভরপুর সময় কাটাবেন, সেটাই স্বাভাবিক। তারপরও কথা থেকে যায়।
অনেক বছর ধরেই আপনি শুধু মাগুরার বা আপনার পরিবারের সাকিব নন, আপনি শুধু বিকেএসপির ছাত্র সাকিব নন, নন বাংলাদেশ দলের ক্রিকেটার সাকিবও। নিজেকে বারবার বিতর্কের উত্তপ্ত কড়াইয়ে ফেলেও সেই সীমারেখা অনেক বছর আগেই পেরিয়ে আপনি বাংলাদেশের মহাতারকা সাকিব হয়ে গেছেন। আপনার অগোচরেই আপনার পরিবারের সীমা স্ত্রী-সন্তান, বাবা-মা’র বৃত্ত ছাড়িয়ে অনেক দূর ছড়িয়ে গেছে। সেই পরিবারে আপনার ভক্তকুল যেমন আছে, আছে আপনার কট্টর সমালোচকও। কিন্তু তবু তো পরিবার! জন্মদিনে সেই পরিবারকে কি আপনি মিস করছেন না?
এমন নয় যে আর কোনো জন্মদিন আপনার বিদেশে কাটেনি। সেটা খেলার ব্যস্ততায় কিংবা জন্মদিন উদ্যাপনের উপলক্ষেই হবে হয়তো। এবারের জন্মদিনটা এখানেই আলাদা। আপনি যদি চাইতেনও, আজ ২৪ মার্চ আপনার ৩৮তম জন্ম দিবসটি আপনি দেশে কাটাতে পারতেন না। সে জন্যই প্রশ্নটা মনে আসা—আপনার মতো মহাতারকা, যাঁরা পরিবারের বাইরেও একটু একটু করে গড়ে তোলা একটা বৃহৎ পরিবারের বাসিন্দা হয়ে যান, বাধ্যতামূলক পরবাসী জীবন জন্মদিনে তাঁদের কেমন লাগে?
এমন নয় যে আর কোনো জন্মদিন আপনার বিদেশে কাটেনি। সেটা খেলার ব্যস্ততায় কিংবা জন্মদিন উদ্যাপনের উপলক্ষেই হবে হয়তো। এবারের জন্মদিনটা এখানেই আলাদা। আপনি যদি চাইতেনও, আজ ২৪ মার্চ আপনার ৩৮তম জন্ম দিবসটি আপনি দেশে কাটাতে পারতেন না।সাকিব আল হাসান বাংলাদেশের হয়ে সর্বশেষ খেলেছেন কানপুর টেস্টে