ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পরিচালনা কমিটির চতুর্থ ‘কর্পোরেশন সভা’ বুধবার নগর ভবনে অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এর প্রশাসক মো. শাহজাহান মিয়ার সভাপতিত্বে বিভিন্ন সরকারি দপ্তর সংস্থার প্রতিনিধির সমন্বয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পরিচালনা কমিটির ২৫ জন সদস্য সভায় অংশগ্রহণ করেন।

সভার শুরুতে ৯ ডিসেম্বর ২০২৪ অনুষ্ঠিত তৃতীয় কর্পোরেশনের সভার কার্যবিবরণী দৃঢ়করণ এবং বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন পর্যালোচনা করা হয়। পরবর্তীতে সভার আলোচ্য সূচি অনুযায়ী আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

নাগরিকদের চলাচল নির্বিঘ্ন  ও স্বাচ্ছন্দ্যময় করতে পবিত্র রমজান মাসের পূর্বেই বিভিন্ন রাস্তায় সৃষ্ট পিটহোলসমূহ মেরামতের নির্দেশনা প্রদান করা হয়। এছাড়া স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা অনুযায়ী ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পতিত ফ্যাসিস্ট সরকারে সাথে জড়িত ব্যক্তির নামে নামকরণকৃত দশটি  (প্রতিষ্ঠানের  নাম পরিবর্তন করে পূর্বের নাম বহাল এবং কয়েকটি স্থাপনা /প্রতিষ্ঠান সংশ্লিষ্ট স্থানের নামে নামকরণের সুপারিশ করা হয়।

সভায় ‘বীর মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মণি সরণি’ এর নাম পরিবর্তন করে পূর্বের নাম ‘ইনার রিং সড়ক’, ‘বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল সরণি’ এর নাম পরিবর্তন করে পূর্বের নাম ‘ঝাউচর প্রধান সড়ক’, ‘বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো.

কামরুল ইসলাম সরণি’ এর নাম পরিবর্তন করে পূর্বের নাম ‘কামরাঙ্গীরচর  লোহারপুল-বুড়িগঙ্গা সড়ক’, ‘শহীদ শেখ রাসেল শিশু পার্ক’, কলাবাগানের নাম পরিবর্তন করে পূর্বের নাম ‘কলাবাগান শিশু পার্ক’, ‘শহীদ শেখ রাসেল শিশু পার্ক’, যাত্রাবাড়ীর নাম পরিবর্তন করে পূর্বের নাম ‘যাত্রাবাড়ী শিশু পার্ক’, ‘মেয়র শেখ তাপস সেতু’, এর নাম পরিবর্তন করে পূর্বের নাম ‘কামরাঙ্গীরচর ব্রিজ’, ‘হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশু পার্ক’, এর নাম পরিবর্তন করে পূর্বের নাম ‘শহীদ জিয়া শিশু পার্ক ’, ‘মেয়র মোহাম্মদ সাঈদ খোকন সামাজিক অনুষ্ঠান কেন্দ্র’, এর নাম পরিবর্তন করে পূর্বের নাম ‘গেন্ডারিয়া সামাজিক অনুষ্ঠান কেন্দ্র’, ‘মেয়র মোহাম্মদ সাঈদ খোকন পার্ক’, এর নাম পরিবর্তন করে পূর্বের নাম ‘সরাফতগঞ্জ পার্ক’, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামরুল ইসলাম সামাজিক অনুষ্ঠান কেন্দ্র’ এর নাম পরিবর্তন করে পূর্বের নাম ‘কামরাঙ্গীরচর  সামাজিক অনুষ্ঠান কেন্দ্র’ করার সুপারিশ করা হয়।

সমাপনী বক্তব্যে পরিচালনা কমিটির সভাপতি ও প্রশাসক মো. শাহজাহান মিয়া বলেন, “জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী নতুন জনপ্রত্যাশা সৃষ্টি হয়েছে। সীমিত সম্পদ সর্বোচ্চ আন্তরিকতার সাথে ব্যবহারের মাধ্যমে এই জনপ্রত্যাশা পূরণে সবাইকে সচেষ্ট থাকতে হবে”। 

সভায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. জিল্লুর রহমান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ বশিরুল হক ভূঁঞাসহ বিভাগীয় প্রধান এবং আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

ঢাকা/এএএম/এসবি

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর স ম জ ক অন ষ ঠ ন ক ন দ র কম ট র সরক র

এছাড়াও পড়ুন:

সাড়ে ৩ কোটি টাকার মালামাল লুট: ডাকাত গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলায় এক ব্যবসায়ীর ৩ কোটি ৩৪ লাখ ৩১ হাজার ৯৫০ টাকার মালামাল ডাকাতির ঘটনায় ডাকাতকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

রবিবার (১৩ এপ্রিল) সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১১ এর উপপরিচালক মেজর অনাবিল ইমাম। গ্রেপ্তার ডাকাতের নাম পায়েল হোসেন (৩২)। তিনি সিদ্ধিরগঞ্জের জহির মিয়ার ছেলে।

র‌্যাব সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানাধীন এভেস্টা এ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রতিষ্ঠানে ৫০-৬০ জন দুষ্কৃতকারী কর্মীদের মারধর করে একটি কক্ষে আটকে রেখে ৩ কোটি ৩৪ লাখ ৩১ হাজার ৯৫০ টাকার মালামাল লুট করে ট্রাক যোগে পালিয়ে যায়। পরবর্তীতে এই ঘটনায় প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন।

আরো পড়ুন:

সিরাজগঞ্জে জমি দখল নিয়ে সংঘর্ষে নিহত ১, বিএনপির ২ নেতার পদ স্থগিত

মাগুরার সেই শিশু ধর্ষণ মামলার চার্জশিট দিল পুলিশ

সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সাহায্যে ডাকাত পায়েলকে (৩২) সাইনবোর্ড এলাকা থেকে শুক্রবার (১১ এপ্রিল) গ্রেপ্তার করা হয়। আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র‌্যাব। 

ঢাকা/অনিক/বকুল

সম্পর্কিত নিবন্ধ

  • গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি ড্রোন শো’র মাধ্যমে শ্রদ্ধা
  • সুরে-গানে-তালে বৈশাখকে বরণ করল রাবি
  • দাবি আদায়ে অনড় কুয়েট শিক্ষার্থীরা, সন্ধ্যায় সিন্ডিকেট সভা
  • আমেরিকা-পরবর্তী বৈশ্বিক অর্থনীতি কে চালাবে
  • বৈশাখের আনন্দ তিনগুণ বেড়ে গেছে, কেন বললেন বুবলী
  • নিগারদের বিশ্বকাপ খেলার সম্ভাবনা কি বাড়ল
  • শোভাযাত্রায় তরমুজের মোটিফ দিয়ে ফিলিস্তিনের প্রতি সংহতি
  • হল না খোলায় ক্যাম্পাসে অবস্থানের ঘোষণা কুয়েট শিক্ষার্থীদের
  • সাড়ে ৩ কোটি টাকার মালামাল লুট: ডাকাত গ্রেপ্তার
  • রাবিতে বর্ষবরণের শেষ সময়ের প্রস্তুতিতে ব্যস্ত শিক্ষার্থীরা, আয়োজন সীমিত