২০১৮ সালের নির্বাচনে দায়িত্বে থাকা ৩৩ জন সাবেক ডিসিকে ওএসডি
Published: 19th, February 2025 GMT
বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে কর্মরত যুগ্ম সচিব ও সমপর্যায়ের পদে থাকা প্রশাসনের ৩৩ জন কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে সরকার। তারা ২০১৮ সালে অনুষ্ঠিত বিতর্কিত নির্বাচনে রির্টানিং কর্মকর্তার দায়িত্ব পালন করেছিলেন।
আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক ছয়টি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এর মধ্যে পাঁচটি প্রজ্ঞাপনে প্রতিটিতে ছয়জন করে এবং আরেকটিতে তিনজন কর্মকর্তাকে ওএসডি করার কথা জানানো হয়েছে।
অবশ্য কী কারণে এসব কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে, তা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি। বলা হয়েছে, জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে।
বিস্তারিত আসছে.
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ব্রাভোকে দেখেই ‘বিশ্বাসঘাতক’ বললেন ধোনি
ভিডিওটি চেন্নাই সুপার কিংসের এক্স অ্যাকাউন্টে বেলা সাড়ে এগারোটার দিকে পোস্ট করা হয়। সেখানে দেখা যায়, নেটের ভেতর গ্লাভস পরে সম্ভবত ব্যাটিং অনুশীলনের প্রস্তুতি নিচ্ছিলেন মহেন্দ্র সিং ধোনি। তখন ডোয়াইন ব্রাভো গুটিগুটি পায়ে এগিয়ে যাচ্ছিলেন ধোনির কাছে। তাঁকে দেখে খোঁচা মারার লোভটা সামলাতে পারেননি চেন্নাইয়ের নেতৃত্বে ফেরা ধোনি।
আরও পড়ুনপিএসএলে কি আজ অভিষেক হবে রিশাদের১ ঘণ্টা আগেচেন্নাইয়ের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ের কনুইয়ের হাড়ে চিড় ধরায় আইপিএল থেকে তিনি ছিটকে গেছেন। অধিনায়ক হিসেবে তাই ধোনিকে ফিরিয়েছে ফ্র্যাঞ্চাইজি দলটি। তাঁর অধিনায়কত্বেই আজ রাতে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে চেন্নাই। এই ম্যাচের আগে এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে অনুশীলনে ব্রাভোর সঙ্গে দেখা হয় ধোনির।
ওয়েস্ট ইন্ডিজের সাবেক অলরাউন্ডারকে দেখেই নেটের ভেতর থেকে ধোনি বলেন, ‘বিশ্বাসঘাতক এখানে এসেছে।’ ব্রাভোও হাঁটতে হাঁটতে ধোনির কাছে এগিয়ে যাওয়ার পথে হাসতে হাসতে উত্তর দেন, ‘জীবন খুবই অন্যায্য।’ নেটের পাশে দাঁড়ানো চেন্নাই অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা এ সময় তাঁকে দেখে বুকে জড়িয়ে নেন এবং বলেন, ‘হেই ডিজে।’ ব্রাভো এরপর ধোনির সঙ্গে নেটের বাইরে থেকেই হাত মেলান এবং তাঁর সঙ্গে খুনসুটিতে মেতে ওঠেন।
আরও পড়ুনআইপিএলে চার–ছক্কায় হাজারি কোহলি২ ঘণ্টা আগেচেন্নাইয়ে দুই মেয়াদে ধোনির সতীর্থ ছিলেন ব্রাভো। ২০১১ থেকে ২০১৫ ও ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত। ২০২৩ ও ২০২৪ সালে চেন্নাইয়ে বোলিং কোচের দায়িত্বও পালন করেছেন। এবার আইপিএল শুরুর আগে কলকাতার মেন্টরের দায়িত্ব নেন স্বীকৃত টি–টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ এ উইকেটশিকারি (৫৮২ ম্যাচে ৬৩১ উইকেট)। অর্থাৎ আজকের ম্যাচে সাবেক সতীর্থ ও বন্ধুরও মুখোমুখি হতে হবে ধোনিকে।
৪১ বছর বয়সী ব্রাভোর সঙ্গে ধোনির বন্ধুত্ব এখনো অটুট। কিন্তু চেন্নাই ছেড়ে কলকাতার কোচিং প্যানেলে যুক্ত হওয়ায় ধোনি সম্ভবত ব্রাভোকে খোঁচা মারার লোভটা সামলাতে পারেননি।
ধোনির নেতৃত্বে চেন্নাইয়ের ২০১১, ২০১৮, ২০২১ ও ২০২২ সালে আইপিএল জয়ে গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ব্রাভো। কলকাতার মেন্টর গৌতম গম্ভীর ভারত জাতীয় দলের কোচের দায়িত্ব নেওয়ার পর ফ্র্যাঞ্চাইজিতে তাঁর জায়গা নিয়েছেন ব্রাভো।
৫ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের ৯–এ থাকা চেন্নাই নিজেদের সর্বশেষ চার ম্যাচেই হেরেছে। বর্তমান চ্যাম্পিয়ন কলকাতার বিপক্ষে তাই একটু চাপেই থাকবেন ধোনি। ৫ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে কলকাতা।