রিফে বাচ্চাদের জুতার সর্বনিম্ন দাম ১,২০০ আর নারীদের জুতা ১,৫০০ টাকা
Published: 19th, February 2025 GMT
জুতার নতুন ব্র্যান্ড রিফের যাত্রা শুরু হয়েছে। আজ বুধবার বিকেলে রাজধানীর ব্যস্ততম ফার্মগেট এলাকায় ব্র্যান্ডটির বিক্রয়কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। প্রথমদিনে ক্রেতাদের কাছ থেকে ভালো সাড়াও পেয়েছে ব্র্যান্ডটি।
দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী টি কে গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান রিফ ফুটওয়্যার অ্যান্ড লেদারগুডস নামের নতুন কোম্পানির অধীনে রিফ ব্র্যান্ড পরিচালিত হবে। ফার্মেগেটের বিক্রয়কেন্দ্রটির উদ্বোধন করেন টি কে গ্রুপের গ্রুপ পরিচালক মোহাম্মদ মোস্তফা হায়দার।
উদ্বোধনের পর বিক্রয়কেন্দ্রটি ঘুরে দেখা যায়, ৯৫০ বর্গফুট আয়তনের বিক্রয়কেন্দ্রটিতে চামড়া দিয়ে তৈরি বাচ্চাদের জুতা থেকে শুরু করে সব বয়সী ছেলে ও মেয়েদের জুতা ও স্যান্ডেলের পাশাপাশি বিভিন্ন আকারের ব্যাগ, ওয়ালেট, বেল্ট রয়েছে।
রিফের বিক্রয়কেন্দ্র উদ্বোধন করেন টিকে গ্রুপের পরিচালক মোহাম্মদ মোহাম্মদ মোস্তফা হায়দার। আজ বুধবার রাজধানীর ফার্মগেটে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র ব ক রয়ক ন দ র
এছাড়াও পড়ুন:
মিরপুর প্যারিস রোড মাঠের অবৈধ মেলা উচ্ছেদে অভিযান
রাজধানীর মিরপুর ১১ নম্বর সেকশনের প্যারিস রোড মাঠের অবৈধ মেলা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে ডিএনসিসির অঞ্চল-২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান এবং সম্পত্তি কর্মকর্তা ফারজানা খানম এই অভিযান পরিচালনা করেন।
অভিযানে মিরপুর প্যারিস মাঠের অবৈধভাবে আয়োজন করা মেলার সব স্টল ও রাইড গুড়িয়ে দেওয়া হয়েছে। অভিযানে অন্তত ১৫০টি স্টল উচ্ছেদ করা হয়।
অভিযানকালে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান বলেন, আমরা জানতে পারি মিরপুর প্যারিস রোড মাঠে বিনা অনুমতিতে অবৈধভাবে মেলাটি চলছিল। বৈধ অনুমতি না থাকায় মেলার সব স্টল ও রাইড উচ্ছেদ করে মাঠটি দখলমুক্ত করা হয়েছে।
তিনি আরো বলেন, ডিএনসিসি এলাকায় অনুমতি ব্যতীত মাঠ, পার্ক দখল করে মেলা আয়োজনের কোন সুযোগ নেই। এই বিষয়ে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
ঢাকা/আসাদ/এনএইচ