গোগালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) ‘বাংলাদেশে ক্যান্সার শিক্ষা ও সচেতনতা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় একাডেমিক ভবনের ১১৩ নম্বর কক্ষে বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ এ সেমিনার আয়োজন করে।

দেশে নারীদের ক্যান্সার বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক কুসংস্কার ও চ্যালেঞ্জ মোকাবিলায় ইউনেস্কোর অর্থায়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগ এ সেমিনার পরিচালনা করে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড.

হোসেন উদ্দিন শেখর। বিশেষ অতিথি ছিলেন, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান।

এছাড়া প্রবন্ধ উপস্থাপনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. সাবিনা ইয়াসমিন, সহযোগী অধ্যাপক ড. এস এম মাহবুবুর রশিদ ও প্রভাষক মিসেস কানিজ ফাতেমা।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, “এ সেমিনারে শিক্ষা ও সচেতনতা দুটো বিষয় আছে। এর মাধ্যমে অংশগ্রহণকারীরা জানতে পারবে ক্যান্সার কেন হয় এবং কীভাবে তা প্রতিরোধ করা যায়। কারণ ক্যান্সারের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। যা একটি পরিবারকে নিঃস করে দেয়। আবার অনেক ক্ষেত্রে চিকিৎসাও সম্ভব হয় না।”

তিনি বলেন, “এখন আগেই জানা সম্ভব, কারো ক্যান্সার হবে কি না। সে অনুযায়ী পরামর্শ মেনে চললে ক্যান্সার এড়ানো যায়। কাজেই আমাদের মূল লক্ষ্য থাকবে, কীভাবে সুস্থ জীবন যাপন করা যায়। শিক্ষার্থীরা আলোকিত মানুষ হয়ে সমাজে আলো ছড়াবে। তাদের সেই পথে এ সেমিনার নতুন কিছু যোগ করবে বলে আমার প্রত্যাশা।”

ঢাকা/রিশাদ/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

দেশের বাজারে নতুন বৈদ্যুতিক বাইক, দাম কত

বাংলাদেশের বাজারে নতুন বৈদ্যুতিক বাইক এনেছে রিভো। ‘সি৩২’ মডেলের বাইকটি একবার পূর্ণ চার্জে সর্বোচ্চ ৮০ কিলোমিটার পথ চলতে পারে। ৭২ ভোল্টের ২৬ অ্যাম্পিয়ার আওয়ারের গ্রাফিন ব্যাটারি এবং ১ হাজার ৮০০ ওয়াটের মোটর থাকায় বাইকটি প্রতি ঘণ্টায় ইকো মোডে ৩০ ও স্পোর্টস মোডে সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিতে পথ চলতে পারে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রিভো বাংলাদেশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১০.৬ ঘণ্টায় পূর্ণ চার্জ হতে সক্ষম বাইকটিতে নিরাপত্তার জন্য সামনে ডিস্ক ব্রেক এবং পেছনে ড্রাম ব্রেক সিস্টেম রয়েছে। শুধু তাই নয়, সামনে পেছনে হাইড্রোলিক সাসপেনশন থাকার ফলে স্বাচ্ছন্দ্যে পথ চলা যায়। এলইডি হেডলাইট, টেইললাইট এবং টার্ন সিগন্যাল সিস্টেমও রয়েছে বাইকটিতে।

১৪০ কেজি ওজনের বৈদ্যুতিক বাইকটির আসনের নিচে সুপরিসর জায়গা থাকায় বিভিন্ন বস্তু সহজেই রাখা যায়। মাটি থেকে বাইকটির উচ্চতা (গ্রাউন্ড ক্লিয়ারেন্স) ২০৫ মিলিমিটার। ফলে যেকোনো ধরনের রাস্তায় স্বাচ্ছন্দ্যে পথ চলা যায়। সি৩২ মডেলের বাইকটির দাম ধরা হয়েছে ১ লাখ ৩৯ হাজার ৯০০ টাকা।

সম্পর্কিত নিবন্ধ