ভারতশাসিত কাশ্মীরে পুলিশের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে তরুণের আত্মহত্যা
Published: 19th, February 2025 GMT
ভারতশাসিত জম্মু ও কাশ্মীরে ২৪ ঘণ্টার ব্যবধানের মাখান দীন নামে এক তরুণের আত্মহত্যা ও সেনাবাহিনীর গুলিতে একজন নিহত হওয়ার পর এ অঞ্চলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
ভারত–নিয়ন্ত্রত কাশ্মীরের কাঠুয়া জেলায় খালি একটি মসজিদের ভেতর মাথায় টুপি পরা অবস্থায় দাঁড়িয়ে মাখান দীন। তাঁর গায়ে নীল–সাদা স্পোর্টস জ্যাকেট। সেখানে তিনি নিজের মুঠোফোনে জীবনের শেষ ভিডিও বার্তা রেকর্ড করেন। শ্মশ্রুমণ্ডিত ২৫ বছর বয়সী এই তরুণ বলেন, এ অঞ্চলে আর কেউ যাতে তাঁর মতো পুলিশের নির্যাতনের শিকার না হন, সে জন্য তিনি নিজের জীবন ‘উৎসর্গ’ করছেন।
পুলিশের দাবি, বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে তাঁর সম্পৃক্ততা রয়েছে।
৫ ফেব্রুয়ারি ভিডিওটি করা হয়। চার মিনিটের সেই ভিডিওতে তিনি বলেন, তিনি ‘কখনো’ কোনো বিদ্রোহীকে দেখেননি। এর আগের রাতে পুলিশের হেফাজতে যে ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছেন, সেই বর্ণনা দিয়েছেন তিনি।
মুঠোফোনের ক্যামেরা বন্ধ করার আগে মাখান বলেন, ‘আমার পর আর যাতে কাউকে এমন পরিস্থিতির শিকার হতে না হয়, সে জন্য আমি আমার জীবন উৎসর্গ করছি।’ এ জন্য তিনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনাও করেন।
৭ ফেব্রুয়ারি এক বিবৃতিতে পুলিশ দাবি করেছে, পাকিস্তান এবং আরও কয়েকটি দেশের সন্দেহভাজন ব্যক্তিদের সঙ্গে দীনের যোগাযোগ ছিল। এবং তাঁকে হেফাজতে নিয়ে নির্যাতন করার অভিযোগ সঠিক নয়। এমনকি তাঁর শরীরে আঘাতের কোনো চিহ্নও নেই বলে দাবি করা হয়।
বিবৃতিতে বলা হয়, মাখানকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়েছে। এরপর তিনি বাড়ি চলে যান এবং আত্মহত্যা করেন। জম্মু জেলা প্রশাসন দীনের আত্মহত্যা ও নির্যাতনের অভিযোগ তদন্ত করছে।
এরই মধ্যে দীনের এই ভিডিও বার্তা কাশ্মীর ছাড়াও ভারতের বিভিন্ন অঞ্চলে হাজারো মানুষের মুঠোফোনে ও টিভির পর্দায় ছড়িয়ে পড়েছে।
১৯৪৭ সালের আগস্টে ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ শাসনের অবসানের পর দুটি রাষ্ট্রের জন্ম হয়। একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাকিস্তান, অন্যটি হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারত।
দেশভাগ হলেও হিমালয়ের পাদদেশের মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা জম্মু-কাশ্মীরের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। কাশ্মীর তখন স্থানীয় এক রাজার শাসনাধীন। দেশভাগের পরপরই সেখানে সংঘাত শুরু হয়। ভারত ও পাকিস্তান সেনা পাঠায় সেখানে। পাকিস্তান কাশ্মীরের এক-তৃতীয়াংশের নিয়ন্ত্রণ নেয়, আর ভারতের নিয়ন্ত্রণে যায় দুই-তৃতীয়াংশ। তবে উভয় দেশই কখনোই পুরো ভূখণ্ডের নিয়ন্ত্রণ পাওয়ার আশা ছাড়েনি। পারমাণবিক ক্ষমতাধর দেশ দুটি এই অঞ্চলের নিয়ন্ত্রণ নিতে তিনটি যুদ্ধে জড়িয়েছে। সীমান্তরেখায় মোতায়েন করা হয় লাখ লাখ সেনা।
১৯৮৯ সাল থেকে ভারত–নিয়ন্ত্রিত কাশ্মীরে কেন্দ্রীয় শাসনের বিরুদ্ধে ‘বিচ্ছিন্নতাবাদী’ সশস্ত্র আন্দোলন চলে আসছে। একে কেন্দ্র করে হাজারো মানুষের প্রাণ গেছে।
২০১৯ সালে ভারতের কেন্দ্রীয় বিজেপি সরকার জম্মু ও কাশ্মীরের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা কেড়ে নেয়। একে ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করা হয়। এই পদক্ষেপের ফলে অঞ্চলটিতে উত্তেজনা আরও বৃদ্ধি পায়।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ম্যানসিটিকে জেতালেন গ্রিলিশ, গোল উৎসর্গ করলেন ভাইকে
দুই ম্যাচ পর ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ের স্বাদ পেল ম্যানচেস্টার সিটি। লেস্টার সিটিকে ২-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে পেপ গার্দিওলার দল। সিটির হয়ে গোল দুটি করেন জ্যাক গ্রিলিশ ও ওমর মারমুশ। বিশেষ এই ম্যাচে গোল করে প্রয়াত ভাই কিলানকে উৎসর্গ করেছেন গ্রিলিশ, যিনি ২৫ বছর আগে মাত্র ৯ মাস বয়সে মারা গিয়েছিলেন।
২০২৩ সালের ডিসেম্বরের পর প্রিমিয়ার লিগে প্রথমবারের মতো গোল করলেন ২৯ বছর বয়সী ইংলিশ মিডফিল্ডার। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্ট দিয়ে গ্রিলিশ লিখেছেন, ‘সবসময় তুমি আমার সঙ্গেই আছো, বিশেষ করে এই দিনটিতে। এটা তোমার জন্য ছিল, কিলান।’
গ্রিলিশ যখন ৪ বছর বয়সী, তখনই তার ছোট ভাই কিলান পৃথিবী ছেড়ে চলে যান। তবে তার স্মৃতি সবসময় বয়ে নিয়ে চলেছেন এই ইংলিশ তারকা। ম্যাচের আগে ম্যানসিটি কোচ গার্দিওলাও জানতেন না যে ভাইয়ের মৃত্যুবার্ষিকীতে খেলতে নেমেছেন গ্রিলিশ। পরে বিষয়টি জানতে পেরে স্প্যানিশ কোচ বলেন, ‘জ্যাক অবিশ্বাস্য একজন মানুষ। আমি (মৃত্যুবার্ষিকীর ব্যাপারটি) জানতাম না। এটা তার পরিবারের জন্য কতটা কঠিন, তা কল্পনাও করতে পারি না। তবে এই দিনটি সে বিশেষভাবে স্মরণ করেছে, যা দারুণ ব্যাপার।’
ম্যাচের শুরুতেই গোলের দেখা পায় সিটি। মাত্র দুই মিনিটেই জাল কাঁপান গ্রিলিশ, এরপর ওমর মারমুশ করেন দ্বিতীয় গোল। এই জয়ে ৩০ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠেছে ম্যানসিটি। সমান ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে লেস্টার ১৯তম স্থানে রয়েছে।