সমাবেশ সফল করার লক্ষ্যে না’গঞ্জ জেলা বিএনপির আলোচনা সভা
Published: 19th, February 2025 GMT
আগামী ২৫ শে ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ জলা বিএনপির সমাবেশ সফল করার লক্ষ্যে জেলার আওতাধীন থানা, উপজেলা, পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দর সাথে মত বিনিময় সভা করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপি।
বুধবার (১৯ ফেব্রুয়ারি ) বিকল ৪ টায় সিদ্ধিরগঞ্জের নয়াআটি মুক্তিনগর এলাকায় গ্রিন গার্ডেন পার্টি সেণ্টারে জেলা বিএনপির সকল অঙ্গসংগঠনর সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে মত বিনিময় সভা করেন।
এ মত বিনিময় সভায়, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির প্রথম যুগ আহায়ক মোস্তাফিজুর রহমান দীপু ভূইয়া, যুগ্ন-আহবায়ক মাসুকুল ইসলাম রাজিব, যুগ্ন-আহবায়ক শরীফ আহমদ টুটুল, নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান ও সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, জেলা মহিলা দলের সভানত্রী রহিমা শরীফ মায়া, সাধারণ সম্পাদক রুমা আক্তার, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন, ফতুল্লা থানা বিএনপির সভাপতি সহিদুল ইসলাম টিটু, আরাইাজার বিএনপির সভাপতি ইউসুফ হোসেন, সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, রুপগঞ্জ থানা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, তারাবো পৌর বিএনপির সভাপতি তাশিক হক, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, আরাইহাজার পৌর বিএনপির সভাপতি মাহমুদুল্লাহ, জেলা যুবদলর আহায়ক সাদেকুর রহমান সাদেক, সদস্য সচিব মশিউর রহমান রনি, জেলা শ্রমিক দলের সভাপতি মণ্টু মিয়া ও সাধারণ সম্পাদক মজিবর রহমান, জেলা স্বেছাসবক দলের আহবায়ক মাহাবুব রহমান, সদস্য সচিব সালাউদ্দিন সালু, জেলা তাঁতীদলর সভাপতি মাস্তাফিজুর রহমান শুক্কুর, জেলা মৎস্যজীবী দলের সভাপতি এইচ এম হোসেন, সাধারণ সম্পাদক আনুয়ার হোসেন, জেলা ওলামাদলের আহায়ক হাফেজ মাহাম্মদ জাকারিয়া সহ-জেলার সকল অঙ্গসংগঠনর সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ব এনপ ন র য়ণগঞ জ ফ জ র রহম ন ল ইসল ম
এছাড়াও পড়ুন:
সোনারগাঁয়ে নিখোঁজের ছয় দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিখোঁজের ছয় দিন পর সিরাজুল ইসলাম (৭০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের কান্দারগাঁও এলাকার বালুর মাঠের ঝোপের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সিরাজুল ইসলাম সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর গ্রামের বাসিন্দা। পরিবার সূত্রে জানা গেছে, তিনি বয়সজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। ৬ এপ্রিল সকালে বাড়ি থেকে হাঁটতে বের হয়ে আর ফেরেননি সিরাজুল। ওই দিন সন্ধ্যায় তাঁর ছেলে শামীম রেজা সোনারগাঁ থানায় একটি ডায়েরি করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকাল আটটার দিকে স্থানীয় বাসিন্দারা কান্দারগাঁও এলাকায় মেঘনা শাখানদীর পাশের বালুর মাঠে ঝোপের ভেতর একটি অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে পরিবারের সহায়তায় মরদেহটি সিরাজুল ইসলামের বলে শনাক্ত করে। বেলা ১১টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান বলেন, ‘নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে মনে হচ্ছে—এটি স্বাভাবিক মৃত্যু। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আমরা এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিচ্ছি।’