ডেভিল হান্টে ৫৩২ জনসহ সারাদেশে গ্রেপ্তার ১ হাজার ৫৮৩
Published: 19th, February 2025 GMT
সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
অপারেশন ডেভিল হান্টে ৫৩২ জনসহ গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১ হাজার ৫৮৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে পুলিশ সদরদফতর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ডেভিল হান্টের পাশাপাশি অন্যান্য অপরাধে ৫৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর বাইরেও অন্যান্য অপরাধে ১ হাজার ৫১ জনকে গ্রেফতার করা হয়েছে। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় এক হাজার ৫৮৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া গ্রেপ্তারের পাশাপাশি এই সময়ে ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে বিদেশি পিস্তল, ম্যাগজিন, স্টিলের চাপাতি, স্টিলের জং ধরা ছুরি ও স্টিলের কিরিচ একটি করে এবং দুটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়।
প্রসঙ্গত, গত ৭ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম দক্ষিণখান এলাকায় সাবেক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুরের অভিযোগ তুলে শিক্ষার্থীদের ওপর হামলা করেন স্থানীয় বাসিন্দারা। এতে আহত হন অন্তত ১৫ শিক্ষার্থী।
গাজীপুরের এ ঘটনার পরই নড়েচড়ে বসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ঘোষণা দেয় ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের। এরপর ৮ ফেব্রুয়ারি রাত থেকেই সাড়াশি অভিযান শুরু করে যৌথ বাহিনী।
বিএইচ
.উৎস: SunBD 24
কীওয়ার্ড: ত র কর
এছাড়াও পড়ুন:
ডিপ্লোমা নার্সিং কোর্সকে স্নাতকের সমমান করার দাবিতে বিক্ষোভ
ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রি পাস কোর্স) করার দাবিতে রাজশাহীতে বিক্ষোভ, মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।
সোমবার (২১ এপ্রিল) বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়নের রাজশাহী জেলা শাখার ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মূল ফটকের সামনে শিক্ষার্থীরা আজ সকাল ১১টা থেকে জড়ো হতে শুরু করেন। এ সময় দাবি আদায়ে তারা নানা স্লোগান দিতে থাকেন। পরে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন কারা। এতে রাজশাহী নার্সিং কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।
আরো পড়ুন:
সুনামগঞ্জ মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য শাটডাউন
কুয়েটের ভিসিকে অপসারণে ২৪ ঘণ্টার আল্টিমেটাম
শিক্ষার্থীরা শিক্ষাখাতে সব ডিপ্লোমা ইন নার্সিং কোর্সকে ডিগ্রি পাস কোর্সের সমমান করার দাবি জানান। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান রাখারও হুঁশিয়ারি দেন তারা।
ঢাকা/কেয়া/মাসুদ