রূপগঞ্জে দুই গাড়ির সংঘর্ষে নিহত ২ আহত ৪
Published: 19th, February 2025 GMT
নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল তিন’শ ফিট সড়কে যাত্রীবাহি সিএনজি অটোরিকশার সাথে আজিক গ্রুপের রেডিমিক্স ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দুজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজি অটোরিকশার চালকসহ আহত হয় আরও চারজন। এই ঘটনায় পুলিশ রেডিমিক্স গাড়ির চালক ও হেলপার কে আটক করেছেন। বুধবার(১৯ ফেব্রুয়ারী) দুপুরে পূর্বাচল সড়কের পশি মাজার রোড চত্ত্বরে এই দূর্ঘটনা ঘটে।
পূর্বাচল পুলিশ ক্যাম্পের ইনচার্জ ( এসআই) জাহাঙ্গীর আলম জানায়, বুধবার দুপুর ১২টার দিকে রাজধানীর কুড়িল থেকে একটি সিএনজি অটোরিকশা (ঢাকা মেট্রো-থ ১১-৩৫৯২) কাঞ্চন যাবার পথে পূর্বাচল তিনদশ ফিট সড়কের পশি মাজার রোড চত্ত্বরে পূর্বাচলে প্রবেশের মুখে দ্রুতগতির রেডিমিক্স ট্রাকের(ঢাকা মেট্রো-শ ১৪-০৫৫৪) মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সিএনজির যাত্রী আরোবি আক্তার (৩২) খাইরুল ইসলাম (৩৫) নিহত হয়। এসময় আহত হয় সিএনজির চালকসহ আরও তিন যাত্রী। এ ঘটনায় পুলিশ রেডিমিক্স গাড়ির চালক ফকরুল ইসলাম ও তার হেলপার সাহেদুল ইসলামকে আটক করা হয়। জব্দ করা হয় ওই রেডিমিক্স ট্রাক।নিহতদের লাশ উদ্ধারের করে ময়নাতদন্তের জন্য মর্গে ও আহতদের রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানায় ওই পুলিশ কর্মকর্তা।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: র পগঞ জ ন র য়ণগঞ জ স এনজ
এছাড়াও পড়ুন:
ক্রসিংয়ের বার ভেঙে রেললাইনে তরমুজবাহী ট্রাক, ধাক্কা লেগে ট্রেনের চালকসহ আহত ৪
জামালপুর সদর উপজেলার একটি ক্রসিংয়ের বার ভেঙে রেললাইনের ওপর ট্রাক ঢুকে পড়ে ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়েছে। এতে ট্রেনের চালকসহ চারজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার উপজেলার নান্দিনা এলাকার কালিন রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন ট্রেনটির চালক কামাল হোসেন, তাঁর সহকারী ইদ্রিস আলী, গেটম্যান কহিনুর ইসলাম এবং ট্রাকের চালক। তাৎক্ষণিকভাবে ট্রাকচালকের নাম-পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে জামালপুরের দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনটি আজ বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার নান্দিনা এলাকার কালিন রেলক্রসিং পার হচ্ছিল। এ সময় যানবাহনের চলাচল ঠেকাতে বার ফেলেন গেটম্যান। কিন্তু ট্রেনটি আসার সময় বার ভেঙে রেললাইনের ওপর উঠে যায় তরমুজবোঝাই ট্রাকটি। এ সময় ট্রেনের ধাক্কায় ট্রাকটি দুমড়েমুচড়ে গেছে। এ সময় ওই চারজন আহত হন। এতে ট্রাকের সব তরমুজ নষ্ট হয়ে গেছে।
এ দুর্ঘটনার পর আজ বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রায় ১ ঘণ্টা ময়মনসিংহ-জামালপুর রেলপথে ট্রেন চলাচল বন্ধ ছিল। দুমড়েমুচড়ে যাওয়া ট্রাকটি রেললাইন থেকে সরিয়ে নেওয়া হয়। পরে আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয়। দুর্ঘটনায় ট্রেনটির ইঞ্জিনের ক্ষতি হয়েছে।
নান্দিনা রেলস্টেশনের স্টেশনমাস্টার নাদির হোসেন বলেন, দুর্ঘটনায় ট্রেনের ইঞ্জিনের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ট্রেনটির ইঞ্জিন বিকল হলেও কোনোরকমে ট্রেনটি ঘটনাস্থল থেকে ধীরে ধীরে নান্দিনা রেলস্টেশন পর্যন্ত নেওয়া হয়েছে। ট্রেনের ইঞ্জিনটির পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। যাত্রীদের দুর্ভোগের কথা চিন্তা করে বিকল্প ইঞ্জিন আনা হয়। পরে ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।