‘জার্মানিতে উচ্চশিক্ষা ও অভিবাসন’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
Published: 19th, February 2025 GMT
জার্মানিতে বিনামূল্যে উচ্চশিক্ষা, ক্যারিয়ার গঠন এবং সহজে স্থায়ী বাসিন্দা (চজ) হওয়ার সুযোগ- এই তিনটি বিষয়কে কেন্দ্র করে বাংলাদেশিদের জন্য জার্মানিতে রয়েছে বিশাল সম্ভাবনা।
ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশটির সরকারি তথ্য অনুযায়ী, ২০৩৬ সালের মধ্যে প্রায় ৭.৫ মিলিয়ন বা ৭৫ লাখ কর্মজীবী অবসরে যাবেন, যা দক্ষ বিদেশি কর্মীদের জন্য একটি বড় সুযোগ তৈরি করবে। জার্মানিতে দক্ষ কর্মী হিসেবে কাজ করতে চাইলে হতে পারে বিশাল এক সুযোগ।
বুধবার ঢাকায় অনুষ্ঠিত ‘জার্মানিতে উচ্চশিক্ষা ও অভিবাসন’ বিষয়ক সেমিনারে এসব তথ্য তুলে ধরেন জার্মানিভিত্তিক মিডিয়া পার্সোনালিটি মাহমুদুল হাসান। জার্মানির ইগালটিউব ও ডিগ্রিওলা ডটকমের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে সহযোগিতা করে আন্তর্জাতিক অর্থ স্থানান্তর সেবাদাতা প্রতিষ্ঠান ‘ট্যাপট্যাপ সেন্ড’।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন চ্যানেল আইয়ের সিনিয়র রিপোর্টার মাশরুর শাকিল, সিনিয়র সাংবাদিক মোতাহার হোসেন, প্রকৌশলী নাজমুল হাসান, আঁখি জাহান প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন জাহিদ আনোয়ারসহ বিশিষ্ট ব্যক্তিরা।
বাংলাদেশি বংশোদ্ভূত জার্মান নাগরিক মাহমুদুল হাসান বলেন, “জার্মানিতে বিনামূল্যে পড়াশোনার সুযোগ রয়েছে। সেই সঙ্গে রয়েছে দক্ষ কর্মীর সংকট। তাই যে কেউ যদি নিজেকে যোগ্য করে তোলে, তাহলে দেশটিতে কাজের সুযোগের অভাব হবে না।”
তিনি আরো বলেন, উচ্চশিক্ষা, আউসবিল্ডুং এবং অপরচুনিটি কার্ড-এর মাধ্যমে সহজেই জার্মানিতে যাওয়ার সুযোগ রয়েছে।”
তিনি উল্লেখ করেন, “অপরচুনিটি কার্ড পেতে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করে আবেদন করা যায়, যা এক বছরের জন্য ভিসা দেয় এবং এই সময়ে জার্মানিতে গিয়ে চাকরি খোঁজার সুযোগ পাওয়া যায়। এছাড়া আউসবিল্ডুং (পেশাগত প্রশিক্ষণ) গ্রহণের মাধ্যমে অনেকটাই নিশ্চিত চাকরি নিয়ে জার্মানিতে যাওয়া সম্ভব। বর্তমানে প্রতি বছর ৫ লাখ আউসবিল্ডুং পদ খালি হয়, যার মধ্যে প্রায় আড়াই থেকে তিন লাখ পদ পূরণ হয়, বাকিগুলো শূন্য থাকে। তবে আউসবিল্ডুং প্রোগ্রামে অংশগ্রহণের জন্য জার্মান ভাষায় দক্ষতা থাকা বাধ্যতামূলক।”
তাই জার্মান ভাষা শেখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
পেশায় সফ্টওয়্যার ডেভেলপার ও ট্যাপট্যাপ সেন্ড বাংলাদেশ-এর মিডিয়া কো-অর্ডিনেটর হাসান সেমিনারে বলেন, স্বল্প-খরচের অর্থ স্থানান্তর পরিষেবা, যা আন্তর্জাতিক রেমিট্যান্সকে সহজ ও সাশ্রয়ী করার লক্ষ্য নিয়ে কাজ করছে।
সেমিনারে বাংলাদেশি শিক্ষার্থী ও কর্মপ্রত্যাশীদের জন্য জার্মানিতে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গঠনের সুযোগ সম্পর্কে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করা হয়।
ঢাকা/এএএম/এসবি
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর অন ষ ঠ র জন য
এছাড়াও পড়ুন:
রূপগঞ্জে ২ শতাধিক পরিবারের মধ্যে জামায়াতের ঈদ সামগ্রী বিতরণ
রূপগঞ্জে ২ শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে জামায়াতে ইসলামী। শনিবার (২৯ মার্চ) দুপুরে তারাব পৌরসভার ৫ নং ওয়ার্ড জামায়াতের আয়োজনে খাদুন এলাকায় এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
তারাব পৌর জামায়াতে ইসলামীর যুব, আইন, প্রশাসন ও রাজনীতি বিষয়ক সম্পাদক খন্দকার মো. আল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতে ইসলামীর আমীর মো. মমিনুল হক সরকার।
এ সময় আরো উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ ১ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য পদপ্রার্থী আনোয়ার হোসেন মোল্লা, তারাব পৌর জামায়াতে ইসলামী'র আমীর মো. শহিদুল ইসলাম, ইসলামি পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের সহ সভাপতি তানভীর হাসান মিলন, সাধারণ সম্পাদক এডভোকেট আয়নাল হক।
ঈদ উপহার সামগ্রী বিতরণে বক্তারা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী যদি ক্ষমতায় আসতে পারে জামায়াতে ইসলামীর প্রতিটি নেতা কর্মী বাড়িতে বাড়িতে সাহায্য পৌঁছে দেবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী আল্লাহর আইন, কোরআনের আইন প্রতিষ্ঠিত করবে।
সমাজের মানুষের কল্যাণ সর্বদা নিরলস প্রচেষ্টা করে যাচ্ছেন আমাদের প্রতিটি নেতা কর্মী। এসময় সকলকে জনগণের কল্যাণে কাজ করার জন্য জামায়াতে ইসলামীর পাশে থাকার আহ্বান জানান বক্তারা।