জার্মানিতে বিনামূল্যে উচ্চশিক্ষা, ক্যারিয়ার গঠন এবং সহজে স্থায়ী বাসিন্দা (চজ) হওয়ার সুযোগ- এই তিনটি বিষয়কে কেন্দ্র করে বাংলাদেশিদের জন্য জার্মানিতে রয়েছে বিশাল সম্ভাবনা।

ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশটির সরকারি তথ্য অনুযায়ী, ২০৩৬ সালের মধ্যে প্রায় ৭.৫ মিলিয়ন বা ৭৫ লাখ কর্মজীবী অবসরে যাবেন, যা দক্ষ বিদেশি কর্মীদের জন্য একটি বড় সুযোগ তৈরি করবে। জার্মানিতে দক্ষ কর্মী হিসেবে কাজ করতে চাইলে হতে পারে বিশাল এক সুযোগ।

বুধবার ঢাকায় অনুষ্ঠিত ‘জার্মানিতে উচ্চশিক্ষা ও অভিবাসন’ বিষয়ক সেমিনারে এসব তথ্য তুলে ধরেন জার্মানিভিত্তিক মিডিয়া পার্সোনালিটি মাহমুদুল হাসান। জার্মানির ইগালটিউব ও ডিগ্রিওলা ডটকমের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে সহযোগিতা করে আন্তর্জাতিক অর্থ স্থানান্তর সেবাদাতা প্রতিষ্ঠান ‘ট্যাপট্যাপ সেন্ড’।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন চ্যানেল আইয়ের সিনিয়র রিপোর্টার মাশরুর শাকিল, সিনিয়র সাংবাদিক মোতাহার হোসেন, প্রকৌশলী নাজমুল হাসান, আঁখি জাহান প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন জাহিদ আনোয়ারসহ বিশিষ্ট ব্যক্তিরা।

বাংলাদেশি বংশোদ্ভূত জার্মান নাগরিক মাহমুদুল হাসান বলেন, “জার্মানিতে বিনামূল্যে পড়াশোনার সুযোগ রয়েছে। সেই সঙ্গে রয়েছে দক্ষ কর্মীর সংকট। তাই যে কেউ যদি নিজেকে যোগ্য করে তোলে, তাহলে দেশটিতে কাজের সুযোগের অভাব হবে না।”

তিনি আরো বলেন, উচ্চশিক্ষা, আউসবিল্ডুং এবং অপরচুনিটি কার্ড-এর মাধ্যমে সহজেই জার্মানিতে যাওয়ার সুযোগ রয়েছে।”

তিনি উল্লেখ করেন, “অপরচুনিটি কার্ড পেতে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করে আবেদন করা যায়, যা এক বছরের জন্য ভিসা দেয় এবং এই সময়ে জার্মানিতে গিয়ে চাকরি খোঁজার সুযোগ পাওয়া যায়। এছাড়া আউসবিল্ডুং (পেশাগত প্রশিক্ষণ) গ্রহণের মাধ্যমে অনেকটাই নিশ্চিত চাকরি নিয়ে জার্মানিতে যাওয়া সম্ভব। বর্তমানে প্রতি বছর ৫ লাখ আউসবিল্ডুং পদ খালি হয়, যার মধ্যে প্রায় আড়াই থেকে তিন লাখ পদ পূরণ হয়, বাকিগুলো শূন্য থাকে। তবে আউসবিল্ডুং প্রোগ্রামে অংশগ্রহণের জন্য জার্মান ভাষায় দক্ষতা থাকা বাধ্যতামূলক।” 

তাই জার্মান ভাষা শেখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

পেশায় সফ্টওয়্যার ডেভেলপার ও ট্যাপট্যাপ সেন্ড বাংলাদেশ-এর মিডিয়া কো-অর্ডিনেটর হাসান সেমিনারে বলেন, স্বল্প-খরচের অর্থ স্থানান্তর পরিষেবা, যা আন্তর্জাতিক রেমিট্যান্সকে সহজ ও সাশ্রয়ী করার লক্ষ্য নিয়ে কাজ করছে। 

সেমিনারে বাংলাদেশি শিক্ষার্থী ও কর্মপ্রত্যাশীদের জন্য জার্মানিতে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গঠনের সুযোগ সম্পর্কে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করা হয়।

ঢাকা/এএএম/এসবি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর অন ষ ঠ র জন য

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (১৯ এপ্রিল ২০২৫)

নারী বিশ্বকাপ বাছাইয়ে মুখোমুখি বাংলাদেশ–পাকিস্তান। আইপিএলে দুটি ও পিএসএলে আছে একটি ম্যাচ। রাতে খেলতে নামছে বার্সেলোনা।নারী বিশ্বকাপ বাছাই

বাংলাদেশ–পাকিস্তান
সকাল ১০–৩০ মি., আইসিসি ডট টিভি

ত্রিদেশীয় সিরিজ

শ্রীলঙ্কা ‘এ’–আয়ারল্যান্ড ‘এ’
দুপুর ১২টা, ইউরোস্পোর্ট

আইপিএল

গুজরাট টাইটানস–দিল্লি ক্যাপিটালস
বিকেল ৪টা, টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ২

রাজস্থান রয়্যালস–লক্ষ্ণৌ সুপার জায়ান্টস
রাত ৮টা, টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১

জার্মান বুন্দেসলিগা

হাইডেনহাইম–বায়ার্ন মিউনিখ
সন্ধ্যা ৭–৩০ মি., সনি স্পোর্টস টেন ২

ইউনিয়ন বার্লিন–স্টুটগার্ট
রাত ১০–৩০ মি., সনি স্পোর্টস টেন ২

লা লিগা

বার্সেলোনা–সেলতা ভিগো
রাত ৮–১৫ মি., স্পোর্টজেডএক্স অ্যাপ

ইংলিশ প্রিমিয়ার লিগ

এভারটন–ম্যানচেস্টার সিটি
রাত ৮টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

অ্যাস্টন ভিলা–নিউক্যাসল
রাত ১০–৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১

পিএসএল

মুলতান সুলতানস–পেশোয়ার জালমি
রাত ৯টা, নাগরিক টিভি

সম্পর্কিত নিবন্ধ