মিউচ্যুয়াল ফান্ড বিধিমালা এবং মার্জিন রুলসের বিষয়ে টাস্কফোর্সের দাখিল করা খসড়া সুপারিশের উপর পুঁজিবাজার সংশ্লিষ্ট সকলের মতামত আহ্বান করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কর্তৃক গঠিত ‘পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্স’ ‘সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (মিউচ্যুয়াল ফান্ড) বিধিমালা, ২০০১’ এবং ‘মার্জিন রুলস, ১৯৯৯’ এর যুগোপযোগীকরণের বিষয়ে ইতোমধ্যে কমিশনের নিকট খসড়া সুপারিশ জমা দিয়েছে। 

পুঁজিবাজারের সংস্কার ও উন্নয়নে ‘পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্স’ এর সুপারিশসমূহ বাস্তবায়নের জন্য কাজ করছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। এরই ধারাবাহিকাতায়, ‘সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (মিউচ্যুয়াল ফান্ড) বিধিমালা, ২০০১’ এবং ‘মার্জিন রুলস, ১৯৯৯’ এর বিষয়ে টাস্কফোর্স এর সুপারিশসমূহ এর উপর সংশ্লিষ্ট সকলের মতামত আহ্বান করা হচ্ছে। 

নিম্নোক্ত ই-মেইল ঠিকানায় আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত মতামত প্রেরণ করা যাবে।

টাস্কফোর্সের সুপারিশসমূহের উপর মতামত প্রেরণের জন্য ই-মেইল ঠিকানা

১) সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (মিউচ্যুয়াল ফান্ড) বিধিমালা সংক্রান্ত মতামত: [email protected]
২) মার্জিন রুলস সংক্রান্ত মতামত: [email protected]

পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্স’র খসড়া সুপারিশসমূহ কমিশনের ওয়েবাসাইট (ওয়েবলিংক: https://sec.

gov.bd/home/taskforce draft recommendation) -এ পাওয়া যাবে।

ঢাকা/এনটি/এনএইচ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ম র জ ন র লস ব এসইস মত মত

এছাড়াও পড়ুন:

‘ক্লাসরুম’ মাতাবে প্রীতম ও ব্যান্ড লালন

ঢাকার সায়েরা গার্ডেন রিসোর্টে উদযাপিত হতে যাচ্ছে ‘এসএসসি ২০০১ ব্যাচের দুই যুগ পূর্তি ও ঈদ পুনর্মিলনী’ অনুষ্ঠান। ১৮ এপ্রিল আবারও একসঙ্গে সুরের মূর্ছনায় মাতবে এসএসসি-২০০১ ব্যাচের ফেসবুক কেন্দ্রিক জনপ্রিয় গ্রুপ ‘ক্লাসরুম’র বন্ধুরা।

এদিন ‘ক্লাসরুম’ মাতাবেন উড়াধুরাখ্যাত সংগীতশিল্পী প্রীতম হাসান ও ব্যান্ডদল লাললের সুমি।

সংবাদ বিজ্ঞপ্তিতে আয়োজকরা জানান, এর আগেও ক্লাসরুমের বন্ধুদের মাতিয়েছেন নগরবাউল জেমস, তাহসান, ঐশী ও ডিজে রাহাত-মীর মাসুমসহ দেশের অনেক শিল্পী। সেই ধারাবাহিকতায় এবার পহেলা বৈশাখের আমেজ নিয়ে ২০০১ ব্যাচের দুইযুগ পূর্তি ও ঈদ পূনর্মিলনী’তে চমক হিসেবে হাজির হচ্ছে প্রীতম হাসান ও ব্যান্ড লালন।

তারা আরও জানান, মূলত সব বন্ধু একত্রিত করতেই আবারও আমরা মিলিত হচ্ছি এক ছাদের নিচে। বন্ধুদের নিয়ে আনন্দ-আড্ডায় এবার আমাদের সঙ্গী হবে সংগীতশিল্পী প্রীতম হাসান এবং সুমি।

সম্পর্কিত নিবন্ধ

  • দুই যুগেও যে শহীদ মিনারে ফুল দেয়নি কেউ
  • আজ অমর একুশে
  • ‘ক্লাসরুম’ মাতাবে প্রীতম ও ব্যান্ড লালন