টাস্কফোর্সের খসড়া সুপারিশের বিষয়ে মতামত চেয়েছে বিএসইসি
Published: 19th, February 2025 GMT
মিউচ্যুয়াল ফান্ড বিধিমালা এবং মার্জিন রুলসের বিষয়ে টাস্কফোর্সের দাখিল করা খসড়া সুপারিশের উপর পুঁজিবাজার সংশ্লিষ্ট সকলের মতামত আহ্বান করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কর্তৃক গঠিত ‘পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্স’ ‘সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (মিউচ্যুয়াল ফান্ড) বিধিমালা, ২০০১’ এবং ‘মার্জিন রুলস, ১৯৯৯’ এর যুগোপযোগীকরণের বিষয়ে ইতোমধ্যে কমিশনের নিকট খসড়া সুপারিশ জমা দিয়েছে।
পুঁজিবাজারের সংস্কার ও উন্নয়নে ‘পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্স’ এর সুপারিশসমূহ বাস্তবায়নের জন্য কাজ করছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। এরই ধারাবাহিকাতায়, ‘সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (মিউচ্যুয়াল ফান্ড) বিধিমালা, ২০০১’ এবং ‘মার্জিন রুলস, ১৯৯৯’ এর বিষয়ে টাস্কফোর্স এর সুপারিশসমূহ এর উপর সংশ্লিষ্ট সকলের মতামত আহ্বান করা হচ্ছে।
নিম্নোক্ত ই-মেইল ঠিকানায় আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত মতামত প্রেরণ করা যাবে।
টাস্কফোর্সের সুপারিশসমূহের উপর মতামত প্রেরণের জন্য ই-মেইল ঠিকানা
১) সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (মিউচ্যুয়াল ফান্ড) বিধিমালা সংক্রান্ত মতামত: [email protected]
২) মার্জিন রুলস সংক্রান্ত মতামত: [email protected]
পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্স’র খসড়া সুপারিশসমূহ কমিশনের ওয়েবাসাইট (ওয়েবলিংক: https://sec.
ঢাকা/এনটি/এনএইচ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ম র জ ন র লস ব এসইস মত মত
এছাড়াও পড়ুন:
‘ক্লাসরুম’ মাতাবে প্রীতম ও ব্যান্ড লালন
ঢাকার সায়েরা গার্ডেন রিসোর্টে উদযাপিত হতে যাচ্ছে ‘এসএসসি ২০০১ ব্যাচের দুই যুগ পূর্তি ও ঈদ পুনর্মিলনী’ অনুষ্ঠান। ১৮ এপ্রিল আবারও একসঙ্গে সুরের মূর্ছনায় মাতবে এসএসসি-২০০১ ব্যাচের ফেসবুক কেন্দ্রিক জনপ্রিয় গ্রুপ ‘ক্লাসরুম’র বন্ধুরা।
এদিন ‘ক্লাসরুম’ মাতাবেন উড়াধুরাখ্যাত সংগীতশিল্পী প্রীতম হাসান ও ব্যান্ডদল লাললের সুমি।
সংবাদ বিজ্ঞপ্তিতে আয়োজকরা জানান, এর আগেও ক্লাসরুমের বন্ধুদের মাতিয়েছেন নগরবাউল জেমস, তাহসান, ঐশী ও ডিজে রাহাত-মীর মাসুমসহ দেশের অনেক শিল্পী। সেই ধারাবাহিকতায় এবার পহেলা বৈশাখের আমেজ নিয়ে ২০০১ ব্যাচের দুইযুগ পূর্তি ও ঈদ পূনর্মিলনী’তে চমক হিসেবে হাজির হচ্ছে প্রীতম হাসান ও ব্যান্ড লালন।
তারা আরও জানান, মূলত সব বন্ধু একত্রিত করতেই আবারও আমরা মিলিত হচ্ছি এক ছাদের নিচে। বন্ধুদের নিয়ে আনন্দ-আড্ডায় এবার আমাদের সঙ্গী হবে সংগীতশিল্পী প্রীতম হাসান এবং সুমি।