কুয়েটে হামলা দুঃখজনক, ব্লেইম গেইম রাজনীতি বন্ধ করুন
Published: 19th, February 2025 GMT
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) হামলার ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারী ড. মুহাম্মদ রেজাউল করিম।
তিনি বলেন, “হামলায় ঘটনায় ছাত্রশিবিরকে নিয়ে মিথ্যাচার করা হয়েছে। মূলত একটি ছাত্রসংগঠন এ হামলায় জড়িত ছিল। যখনই বৈষম্যবিরোধী ছাত্ররা ক্যাম্পাসে চাঁদাবাজি, টেন্ডারবাজি, হল এবং সিট দখল চায়নি সেই অবস্থার প্রেক্ষাপটে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমাদের আহ্বান, ব্লেইম গেইম রাজনীতি বন্ধ করুন। সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসুন।”
বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে আসন্ন রমজান মাস উপলক্ষে সুবিধা বঞ্চিতদের মধ্যে ফুড প্যাকেজ (খাদ্য সমগ্রী) বিতরণকালে তিনি এসব কথা বলেন।
আরো পড়ুন:
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আজহারুল ইসলামের মুক্তি দাবি জামায়াতের
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি-জামায়াতসহ বিভিন্ন দল
ড.
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- লক্ষ্মীপুর শহর ছাত্রশিবিরের সাবেক সভাপতি আবু জাফর, চন্দ্রগঞ্জ থানা কর্মপরিষদ সদস্য মোহাম্মদ হাসনাইন, চন্দ্রগঞ্জ থানা শ্রমিক কল্যাণের সেক্রেটারি আমির হোসেন, হাজিরপাড়া ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমান, সেক্রেটারি হাফিজুর রহমান সজিব।
এর আগে, ড. রেজাউল করিমের উদ্যোগে রমজান মাস উপলক্ষে এক হাজার পরিবারের মধ্যে ফুড প্যাকেজ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় হাজিরপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে ২০০ জনকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। বিতরণ করা খাদ্য সামগ্রীর মধ্যে ছিল- ২৫ কেজি চাল, তেল, লবন, খেজুর, ছোলা, চিনি ও পেঁয়াজ।
ঢাকা/জাহাঙ্গীর/মাসুদ
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বাজারে এসিআই মোটরসের সোনালীকা ট্র্যাক্টরের নতুন দুই মডেল
সোনালীকা ট্রাক্টরের দুটি নতুন মডেল বাজারে এনেছে এসিআই মোটরস। পয়লা বৈশাখ উপলক্ষে সম্প্রতি এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে আধুনিক ফিচারসমৃদ্ধ এই ট্রাক্টর দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। দেশব্যাপী একযোগে ১৫টি স্থানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মানিকগঞ্জে অনুষ্ঠিত হয় প্রধান উদ্বোধনী অনুষ্ঠান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা সোনালীকা ট্রাক্টরের দুটি নতুন মডেল হলো Sonalika 35RX (সোনালীকা ৩৫আরএক্স) এবং Sonalika All Rounder SS-55 (12F+3R) (সোনালীকা অল রাউন্ডার এসএস-৫৫) (১২এফ+৩আর)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোনালীকা ৩৫আরএক্স মডেলে রয়েছে পাওয়ার স্টিয়ারিং সুবিধা। এটি ট্রাক্টরের নিয়ন্ত্রণকে আরও সহজ ও আরামদায়ক করে তুলেছে। এই ট্রাক্টর কৃষিপণ্য পরিবহনের পাশাপাশি চাষের কাজেও ব্যবহার করা যায়।
অন্যদিকে সোনালীকা অল রাউন্ডার এসএস-৫৫ মডেলে যুক্ত করা হয়েছে হাই-লো-মিডিয়াম গিয়ার ব্যবস্থা এবং টার্বোচার্জড ইঞ্জিন। এটি উঁচু-নিচু জমিতে কাজ করা এবং ভারী লোড বহনে বাড়তি সুবিধা নিশ্চিত করবে।
অনুষ্ঠানগুলোতে উপস্থিত ছিলেন এসিআই মোটরসের গ্রাহক, কৃষক, ডিলার ও শুভানুধ্যায়ীরা। অনুষ্ঠানে নতুন মডেল দুটির ফিচার ও উপযোগিতা সরাসরি প্রদর্শন করা হয়, যাতে অতিথিরা হাতে-কলমে ট্রাক্টরগুলোর সক্ষমতা বুঝে নিতে পারেন। এ ছাড়া পয়লা বৈশাখ উপলক্ষে অনুষ্ঠানে ছিল বিভিন্ন রকমের আয়োজন।
এসিআই মোটরসের এসব অনুষ্ঠানে ট্রাক্টরের পাশাপাশি প্রদর্শন করা হয় হারভেস্টার, ট্রান্সপ্লান্টার, পাওয়ার টিলার, ডিজেল ইঞ্জিন, পানি সেচের পাম্পের মতো আরও বেশ কিছু আধুনিক কৃষিযন্ত্র। এ ছাড়া প্রদর্শন করা হয় ফোটন কমার্শিয়াল ভেহিকেল, টায়ার ও ইয়ামাহা মোটরসাইকেল।
প্রধান অতিথি হিসেবে এই আয়োজনে উপস্থিত ছিলেন এসিআই মোটরসের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সুব্রত রঞ্জন দাস। এ ছাড়া বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।
কোম্পানির পক্ষ থেকে বলা হয়, এসিআই মোটরস ভবিষ্যতেও এ ধরনের নতুন পণ্য ও উদ্ভাবন নিয়ে দেশের কৃষি খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাবে। গ্রাহকদের উন্নত বিক্রয়োত্তর সেবা দিয়ে আস্থা ও বিশ্বাস অটুট রাখবে।