সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, নিউজিল্যান্ডের টিম হোটেলের গেটের সামনে পাকিস্তানের এক সমর্থকের সঙ্গে কথা বলছেন কেইন উইলিয়ামসন। সেই সমর্থক উইলিয়ামসনের অটোগ্রাফ নিতে নিতে তাঁর কাছে অনুরোধের সুরে বলেন, ‘চ্যাম্পিয়নস ট্রফিতে আপনি পাকিস্তানের বিপক্ষে কোনো রান করবেন না, কিন্তু ভারতের বিপক্ষে সেঞ্চুরি করবেন।’

পাকিস্তানি ভক্তের চাওয়া সেদিন হেসে উড়িয়ে দিলেও উইলিয়ামসন আজ সত্যি সত্যিই দ্রুত আউট হয়েছেন। করাচিতে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের তারকা এই ব্যাটসম্যান নাসিম শাহর বলে উইকেটের পেছনে মোহাম্মদ রিজওয়ানের হাতে ক্যাচ দেওয়ার আগে করতে পেরেছেন মাত্র ১ রান।

এর মধ্য দিয়ে ছয় বছরের বেশি সময় পর ওয়ানডেতে এক অঙ্কের ঘরে থাকতে আউট হলেন উইলিয়ামসন। কিউই ব্যাটিং লাইন আপের ধারাবাহিকতার প্রতীক এই সংস্করণে আজকের আগে এক অঙ্কে আউট হয়েছিলেন ২০১৯ সালের ৫ জানুয়ারি মাউন্ট মঙ্গানুইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে, ২২৩৭ দিন আগে।

শ্রীলঙ্কার বিপক্ষে সেই ম্যাচেও ১ রান করেছিলেন উইলিয়ামসন। এরপর টানা ৩৫ ইনিংসে এক অঙ্কে আউট হননি। ২০২২ সালে ভারতের বিপক্ষে ক্রাইস্টচার্চে অপরাজিত ছিলেন ০ রানে। অন্য ইনিংসগুলোর মধ্যে তাঁর সর্বনিম্ন ছিল ১১ রান, দুবার।

সব মিলিয়ে গত ছয় বছরে ৬৩.

৩৫ গড়ে ১৭৭৪ রান করেছেন উইলিয়ামসন। যা তাঁর ক্যারিয়ার গড়ের (৪৯.২০) চেয়ে বেশি। এ সময়ে করেছেন ১২টি ফিফটি ও ৩টি সেঞ্চুরি।  

চ্যাম্পিয়নস ট্রফির আগে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজেও ধারাবাহিকভাবে রান করেছেন উইলিয়ামসন। ওই সিরিজে চার ইনিংসে তাঁর রান ছিল ৩৪, ১৩৩*, ৫৮ ও ৬৯। কিন্তু আজ নিউজিল্যান্ডকে বড় ইনিংস উপহার দিতে পারলেন না ৩৪ বছর বয়সী তারকা।

হোটেল গেটের সামনে উইলিয়ামসনের সঙ্গে দেখা করা সেই পাকিস্তানি সমর্থক আজ নিশ্চয় খুশি!

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ন উইল য় মসন র ন কর

এছাড়াও পড়ুন:

মার্সেল ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন কুষ্টিয়ার মিঠুন 

আসন্ন ঈদ উৎসব ঘিরে সারা দেশে চলছে দেশের জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেলের ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২’। এর আওতায় মার্সেল ব্র্যান্ডের একটি ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেয়েছেন মিরপুর কুষ্টিয়ার মিঠুন আলী।

সম্প্রতি আলমডাঙ্গা উপজেলা পরিষদ মাঠে আনুষ্ঠানিকভাবে মিঠুন আলীর হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেন মার্সেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মার্সেলের হেড অব বিজনেস মো. মতিউর রহমান, মার্সেল ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক সাউথ জোনের ইনচার্জ নুরুল ইসলাম রুবেল, ব্র্যান্ড ম্যানেজার উদ্দাম হোসেন মৃধা, আলমডাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গিয়াস উদ্দীন ও মার্সেল শোরুম মামুন এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারি ফারুক হোসেন প্রমুখ।

আরো পড়ুন:

প্রথমবারের মতো ইয়েমেনে এসি রপ্তানি করল মার্সেল 

মার্সেল পণ্য কিনে ১০ লাখ টাকা পাওয়ার সুযোগ

জানা গেছে, ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২ এর আওতায় চলতি বছরের ঈদুল আজহা পর্যন্ত দেশের যেকোনো শোরুম থেকে মার্সেল ব্র্যান্ডের ফ্রিজ, এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন ও সিলিং ফ্যান কিনে ১০ লাখ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়ার সুযোগ পাচ্ছেন ক্রেতারা। এছাড়া পাচ্ছেন লাখ লাখ টাকার ক্যাশভাউচারসহ নিশ্চিত উপহার।

এই সুবিধার আওতায় চলতি মাসের ১২ তারিখে আলমডাঙ্গা শহরের রেল ব্রিজ রোডে মার্সেলের এক্সক্লুসিভ শোরুম ‘মামুন এন্টারপ্রাইজ’ থেকে ৩৬ হাজার ৮৯০ টাকা দিয়ে ২১৩ লিটারের একটি ফ্রিজ কেনেন মিঠুন। কেনার পর তার নাম, মোবাইল নম্বর ও ফ্রিজের মডেল নম্বর ডিজিটাল রেজিস্ট্রেশন করা হয়। কিছুক্ষণ পরেই তার মোবাইলে মার্সেল থেকে ১০ লাখ টাকা পাওয়ার মেসেজ আসে। ঈদের আগে মাত্র একটি ফ্রিজ কিনে এতো বিশাল অঙ্কের টাকা পেয়ে তার পরিবারে বইছে খুশির বন্যা।

১০ লাখ টাকার চেক গ্রহণকালে মিঠুন বলেন, “একটি ফ্রিজ কিনে এত টাকা একসঙ্গে পাবো তা কখনও কল্পনাই করিনি। মার্সেলের এই টাকায় আমার ভাগ্যের উন্নতি করার চেষ্টা করবো। ক্রেতাবান্ধব এমন মহতী উদ্যোগের জন্য মার্সেল কতৃপক্ষকে ধন্যবাদ।

মার্সেলের হেড অব বিজনেস মো. মতিউর রহমান জানান, অনলাইন অটোমেশনের মাধ্যমে গ্রাহকদের আরো দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা দিতে সারা দেশে ডিজিটাল ক্যাম্পেইন চালাচ্ছে মার্সেল। পূর্বের প্রতিটি সিজনে গ্রাহকদের কাছ থেকে মিলেছে অভূতপূর্ব সাড়া। চলমান সিজনেও সারা দেশের ক্রেতাদের থেকে প্রত্যাশিত সাড়া পাওয়া যাচ্ছে।

মার্সেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়ক আমিন খান বলেন, “মার্সেল শুধু ব্যবসা করে না। মানুষের আর্থ-সামাজিক উন্নয়নেও কাজ করছে মার্সেল। এরই অংশ হিসেবে মিঠুন আলী আজ ১০ লাখ টাকার মালিক। এই টাকা তার জীবন পুরোপুরি পরবর্তন করে দেবে সেটাই আমাদের প্রত্যাশা।”

ঢাকা/এসবি

সম্পর্কিত নিবন্ধ