নির্দোষ প্রমাণিত হলেন জনপ্রিয় র্যাপার
Published: 19th, February 2025 GMT
মার্কিন র্যাপার এসাপ রকি (প্রকৃত নাম রাকিম মেয়ার্স) আদালতের রায়ে নির্দোষ প্রমাণিত হয়েছেন। রকির বিরুদ্ধে তাঁরই সাবেক বন্ধু এসাপ রেলির (প্রকৃত নাম টেরেল ইপহর্ন) ওপর গুলি চালানো অভিযোগ ছিল। তবে তিন সপ্তাহের শুনানি শেষে গতকাল মঙ্গলবার লস অ্যাঞ্জেলেসের আদালত রকিকে নির্দোষ ঘোষণা করেন। খবর ভ্যারাইটির
২০২১ সালের ৬ নভেম্বর হলিউডের ডাব্লিউ হোটেলে রকি ও রেলির মধ্যে কাজিয়া হয়। রেলির অভিযোগ, একপর্যায়ে রকি তাঁর মাথায় ও পেটে বন্দুক তাক করেন। রেলি আরও অভিযোগ করেন, রকি বন্দুক থেকে গুলিও ছুড়েছিলেন। পরে জানা যায়, রকি আসলে খেলনা আগ্নেয়াস্ত্র বহন করছিলেন।
তবে আদালতের রায়ে নির্দোষ প্রমাণিত হয়েছেন রকি। দোষী সাব্যস্ত হলে রকির ২০ বছরেরও বেশি কারাদণ্ড হতে পারত। গতকাল রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন রকি। নির্দোষ ঘোষণার পর আদালতে উপস্থিত অনেককে জড়িয়ে ধরতে দেখা যায় তাঁকে।
আরও পড়ুনব্যক্তিগত ভিডিও ফাঁস: অভিযুক্তকে ক্ষমা করলেন টিকটক তারকা০৭ ফেব্রুয়ারি ২০২৫এ সময়ের আলোচিত সংগীতশিল্পীদের একজন রকি। ক্যারিবিয়ান গায়িকা রিয়ানার প্রেমিক তিনি। রকির ঔরসে দুই সন্তানের জন্ম দিয়েছেন রিয়ানা।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ম্যানেজারের ভুলে ‘ব্যাটসম্যান’, আইপিএলে গ্রিন হতে চান বোলারও
অবশেষে তাহলে রহস্য কাটল!
অ্যাশেজে তিনি অস্ট্রেলিয়ার হয়ে খেলছেন অলরাউন্ডার হিসেবে। ক্রিকেটবিশ্বে ব্যাটিং–বোলিং দুটির জন্যই পরিচিত তিনি। অথচ আইপিএল নিলামে ক্যামেরন গ্রিন কি না শুধুই ‘ব্যাটসম্যান’!
আইপিএল নিলামের খেলোয়াড় তালিকায় অস্ট্রেলিয়ান এ ক্রিকেটারের পরিচয় ‘ব্যাটসম্যান’ দেখে প্রশ্ন জেগেছিল অনেকেরই। ভারতের কিছু সংবাদমাধ্যম তো এ নিয়ে নানা ব্যাখ্যাও দাঁড় করিয়েছিল। তবে গ্রিন অবশেষে জানালেন, তিনি ব্যাটসম্যানদের তালিকায় গেছেন তাঁর ম্যানেজারের ভুলে। আইপিএলে বল করতে তাঁর কোনো বাধা নেই।
২৬ বছর বয়সী গ্রিন এর আগে মুম্বাই ইন্ডিয়ানস (২০২৩) ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (২০২৪) হয়ে খেলেছেন। পিঠের অস্ত্রোপচারের কারণে ২০২৫ মৌসুমে তিনি খেলতে পারেননি। জুনে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন ব্যাটসম্যান হিসেবে। তবে এখন পুরোদমে বোলিং করার ছাড়পত্র পেয়েছেন। চলমান অ্যাশেজে অস্ট্রেলিয়া তাঁকে অলরাউন্ডার হিসেবেই ব্যবহার করছে।
মুম্বাইয়ের জার্সিতে টিম ডেভিডের সঙ্গে গ্রিন