ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
Published: 19th, February 2025 GMT
ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র ও সাবেক সেনা সদস্য নিহত হয়েছেন।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের আলাকপুর ও কোড্ডায় এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শহরের কলেজপাড়ার শওকত ভূইয়ার ছেলে ওমর ফারুক (১৮) ও নবীনগরের দুরাইন গ্রামের হাজি ইব্রাহিম মিয়ার ছেলে মোকাদ্দেস মিয়া (৭০)।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) জাহেদুল কাদের জানান, ওমর ফারুক ব্রাহ্মণবাড়িয়া গ্যাস ফিল্ড স্কুল এন্ড কলেজের প্রথম বর্ষের ছাত্র। সকালে মোটরসাইকেল মেরামত করতে চিনাইর যান তিনি। সেখানে মেরামত করার পর মোটরসাইকেল মেকানিক ফজলে রাব্বিসহ ব্রাহ্মণবাড়িয়া সদরে ফিরছিলেন। পথে সুলতানপুর-আখাউড়া সড়কের আলাকপুরে দিগন্ত বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলটি সড়কের পাশে ছিটকে পড়ে।
গুরুতর আহত অবস্থায় দুজনকে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ওমর ফারুককে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ফজলে রাব্বির অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।
অপর দিকে, সাবেক সেনা সদস্য মোকাদ্দেস মিয়া তার স্ত্রীসহ আখাউড়ার খরমপুরে মাজার জিয়ারত করতে যান। সেখান থেকে সিএনজি চালিত অটোরিকশা যোগে ফিরছিলেন। পথিমধ্যে আখাউড়া-সুলতানপুর সড়কের কোড্ডা এলাকায় একটি ট্রাকের সাথে সিএনজি চালিত অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন মোকাদ্দেস মিয়া। তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা/রুবেল/এস
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব র হ মণব ড় য়
এছাড়াও পড়ুন:
বই পড়ে ও টিভি–রেডিও মেরামত করে কারাগারে ১ বছর রবিনিওর
একসময় ফুটবল মাঠে দাপট দেখিয়েছেন। খেলেছেন রিয়াল মাদ্রিদ, এসি মিলান, ম্যানচেস্টার সিটির মতো ক্লাবে। ব্রাজিলের সেই তারকা ফরোয়ার্ড রবিনিও এখন কারাগারের চার দেয়ালে বন্দী।
৪১ বছর বয়সী রবিনিওর অপরাধ সবার জানা। ২০১৩ সালে এসি মিলানে থাকতে এক আলবেনিয়ান নারীকে ইতালির একটি নৈশক্লাবে ধর্ষণ করেছিলেন। দোষী সাব্যস্ত হওয়ায় দেশটির আদালত তাঁকে ৯ বছরের কারাদণ্ড দেন। কিন্তু রায়ের আগেই তিনি ইতালি ছেড়ে যাওয়ায় ব্রাজিল সরকারকে শাস্তি কার্যকরের আহ্বান জানান ইতালির সর্বোচ্চ আদালত।
শাস্তি কার্যকর করতেই গত বছর মার্চের শেষ দিকে রবিনিওকে গ্রেপ্তার করে ব্রাজিলের ফেডারেল পুলিশ। এরপর থেকে তাঁর জীবন কাটছে সাও পাওলোর ত্রেমেম্বে কারাগারে। সম্প্রতি সাবেক এই ফুটবলারের কারাবন্দী জীবনের এক বছর পূর্ণ হয়েছে।
বিখ্যাত ও কুখ্যাত উভয় ধরনের ব্যক্তিদের কারাগার হিসেবে ত্রেমেম্বের সুনাম আছে। সেখানে যেমন লুইস এস্তেভাওয়ের মতো রাজনীতিবিদ, পিমেন্তা নেভেসের মতো সাংবাদিক জেল খাটছেন আবার ক্রিস্তিয়ান ক্রাভিনিওস, আলেক্সান্দার নার্দোনির মতো খুনিরাও আছেন।
সাও পাওলোর ত্রেমেম্বে কারাগারে বন্দী রবিনিও