গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য বৃহস্পতিবার ঢাকার বেশ কয়েক জায়গায় ১৩ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের আওতাধীন এমআরটি লাইন-১ এর ভূগর্ভস্থ স্টেশনের (নদ্দা) এলাইনমেন্ট থেকে তিতাস গ্যাসের বিদ্যমান গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বুধবার তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত ঢাকার গ্রামীণফোন প্রধান কার্যালয়, নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়, ইউনিক হোটেল, যুক্তরাষ্ট্র দূতাবাস, অনন্ত এনার্জি রিসোর্স, পিনাকল পাওয়ার, প্রগতি সিএনজিসহ কুড়িল বিশ্বরোড থেকে শাহজাদপুর সুবাস্তু টাওয়ার পর্যন্ত এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। 

এছাড়া, আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: গ য স সরবর হ

এছাড়াও পড়ুন:

দুই কার্গো এলএনজি আমদানি করবে সরকার

দেশের জ্বালানি চাহিদা মেটাতে পৃথক দুটি আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে স্পট মার্কেট থেকে ২ কার্গো এলএনজি আমদানি করার উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে সিঙ্গাপুরভিত্তিক মেসার্স গানভর সিঙ্গাপুর প্রা.লি. ১ কার্গো এবং যুক্তরাজ্যভিত্তিক টোটাল এনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লি. ১ কার্গো এলএনজি সরবরাহ করবে। এতে মোট ব্যয় হবে এক হাজার ৩৬৬ কোটি ৮৭ লাখ ৮২ হাজার ৪০০ টাকা।

সূত্র জানায়, দেশের বিদ্যমান ও ক্রমবর্ধমান গ্যাসের চাহিদা মেটানোর লক্ষ্যে দেশীয় উৎপাদিত গ্যাসের পাশাপাশি কক্সবাজারের মহেশখালীতে স্থাপিত দুটি ভাসমান এলএনজি টার্মিনালের মাধ্যমে জি টু জি ভিত্তিতে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় কাতার থেকে ২.৫ এমটিপিএ (মিলিয়ন টন পার এনাম) এবং ওমান হতে ১.০ এমটিপিএ এলএনজি অর্থাৎ মোট ৩.৫ এমটিপিএ (৫৬ কার্গো) এলএনজি কেনা হচ্ছে। এ ছাড়া, চাহিদার আলোকে অ্যানুয়াল ডেলিভারি প্রোগ্রামের আওতায় স্পট মার্কেট থেকেও এলএনজি কেনা হয়।

আগামী জানুয়ারি-ডিসেম্বরে স্পট মার্কেট থেকে ৫৯ কার্গো এলএনজি আমদানির লক্ষ্যে গত বছরের নভেম্বর মাসে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অনুমোদন দেওয়া হয়। এরপর পেট্রোবাংলা ২ কার্গো এলএনজি কেনার পৃথক দুটি প্রস্তাব খনিজ সম্পদ ও জ্বালানি মন্ত্রণালয়ে পাঠায়।  

উল্লেখ্য, ‘পিপিআর-২০০৮’-এর বিধি-৮৫ অনুযায়ী মাস্টার সেল অ্যান্ড পারচেজ (এমএসপিএ) স্বাক্ষরকারী ২২টি প্রতিষ্ঠানকে এলএসপি সফটওয়্যারের মাধ্যমে কোটেশন দাখিলের জন্য ই-মেইলে পৃথক দুটি চিঠি পাঠানো হয়। ‘পিপিআয়, ২০০৮’ এর বিধি ৮৫ অনুসারে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে স্বাক্ষরকারী ২২টি প্রতিষ্ঠানের তালিকা গত ১০ মার্চ চূড়ান্ত করা হয়। দর প্রস্তাবকারী প্রতিষ্ঠানসমূহ কর্তৃক নির্ধারিত সময়ে দাখিলকৃত ৩টি কোটেশন দরপত্র ও প্রস্তাব মূল্যায়ন কমিটি কারিগরি ও আর্থিকভাবে মূল্যায়ন করে সুপারিশ সম্বলিত একটি প্রতিবেদন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নিকট দাখিল করে। দাখিলকৃত ৫টি কোটেশনের মধ্যে ৫টি কোটেশন রেসপন্সিভ হয়। 

৫টি প্রতিষ্ঠানের দাখিলকৃত দর বিশ্লেষণে দেখা যায়, ১ম সর্বনিম্ন প্রস্তাবিত একক দর ১৪.০৮ মা.ডলার/এমএমবিটিইউ, যা মেসার্স গানভর সিঙ্গাপুর প্রা.লি. দাখিল করেছে। প্রতিষ্ঠানটির সরবরাহতব্য এলএনজির পরিমাণ ৩২,০০,০০০ এমএমবিটিইউ। স্বাক্ষরিত এমএসপিএ অনুযায়ী সর্বোচ্চ ৫ শতাংশ কম-বেশি বিবেচনায় সরবরাহতব্য এলএনজির পরিমাণ সর্বোচ্চ ৩৩,৬০,০০০ এমএমবিটিইউ হতে পারে। প্রতি এমমেবিটিইউ ১৪.০৮ মা.ডলার হিসেবে ৩৩,৬০,০০০ এমএমবিটিইউ এএলএনজি আমদানিতে প্রয়োজনীয় অর্থের পরিমাণ ৪৭,৩০৮,৮০০,০০ মা. ডলার (ভ্যাট এবং এআইটি ব্যতীত)। গত ২৩ মার্চ সোনালী ব্যাংক লিমিটেডের মুদ্রা বিনিময় হার ১ মা.ডলার ১২২ টাকা হিসেবে এ অর্থের পরিমাণ ৫৭৭,১৬,৭৩,৬০০.০০ টাকা (ভ্যাট ও এআইটি ব্যতীত)। এলএনজি আমদানিতে ১৫% ভ্যাট ও ২% এআইটি প্রযোজ্য বিবেচনায় সর্বমোট ১৭% ভ্যাট এবং এআইট’র জন্য প্রয়োজনীয় অর্থের পরিমাণ ৯৮,১১,৮৪,৫১২,০০ টাকা। অর্থাৎ ৩৩,৬০,০০০ এমএমবিটিইউ এলএনজি আমদানিতে প্রয়োজনীয় অর্থের পরিমাণ হবে মোট (৫৭৭,১৬,৭৩,৬০০.০০ + ৯৮,১১,৮৪,৫১২,০০)=৬৭৫,২৮,৫৮,১১২.০০ টাকা (ভ্যাট ও এআইটিসহ)।

বাকি ১ কার্গো (১৬তম) এলএনজির জন্য আন্তর্জাতিক কোটেশন আহ্বান করা হলে মোট ৩টি দরপ্রস্তাব জমা পড়ে। এর মধ্যে যুক্তরাজ্যভিত্তিক মেসার্স টোটালএনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লি. প্রতি ইউনিটের দাম ১৪.৪২ মা.ডলার উল্লেখ করে সর্বনিম্ন দরদাতা হিসেবে এই এলএনজি সরবরাহ করবে। প্রতিষ্ঠানটির সরবরাহতব্য এলএনজির পরিমাণ ৩২,০০,০০০ এমএমবিটিইউ। স্বাক্ষরিত এমএসপিএ অনুযায়ী সর্বোচ্চ ৫% কম-বেশি বিবেচনায় সরবরাহতব্য এলএনজির পরিমাণ সর্বোচ্চ ৩৩,৬০,০০০ এমএমবিটিইউ হতে পারে। প্রতি এমএমবিটিইউ ১৪.৪২ মা.ডলার হিসেবে ৩৩,৬০,০০০ এমএমবিটিইউ এলএনজি আমদানিতে প্রয়োজনীয় অর্থের পরিমাণ ৪৮,৪৫১,২০০,০০ মা. ডলার (ভ্যাট ও এআইটি ব্যতীত)। ২৩ মার্চ সোনালী ব্যাংক লিমিটেডের মুদ্রা বিনিময় হার ১ মা.ডলার ১২২ টাকা হিসেবে এ অর্থের পরিমাণ ৫৯১,১০,৪৬,৪০০,০০ টাকা (ভ্যাট ও এভাইটি ব্যতীত)।

এলএনজি আমদানিতে ১৫% ভ্যাট ও ২% এআইটি প্রযোজ্য বিবেচনায় সর্বমোট ১৭% ভ্যাট এবং এআইটি এর জন্য প্রয়োজনীয় অর্থের পরিমাণ ১০০,৪৮,৭৭,৮৮৮.০০ টাকা। অর্থাৎ ৩৩,৬০,০০০ এমএমবিটিইউ এলএনজি আমদানিতে প্রয়োজনীয় অর্থের পরিমাণ হবে সর্বমোট (৫৯১,১০,৪৬,৮০০,০০+ ১০০,৪৮,৭৭,৮৮৮,০০১- ৬৯১,৫৯,২৪,২৮৮.০০ টাকা (ভ্যাট ও এআইটিসহ)। অর্থাৎ আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে স্পট মার্কেট থেকে ২ কার্গো এলএনজি আমদানিতে মোট ব্যয় হবে একহাজার ৩৬৬ কোটি ৮৭ লাখ ৮২ হাজার ৪০০ টাকা।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন/জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ কর্তৃক নির্ধারিত গ্যাসের মূল্যহার আদেশ অনুযায়ী এলএনজি চার্জ খাতে প্রাপ্ত অর্থ থেকে পেট্রোবাংলা পরিশোধ করবে।

ঢাকা/হাসনাত/এনএইচ

সম্পর্কিত নিবন্ধ

  • মাংস আমদানি বন্ধ, কিছু খাবার তৈরি করছে না তারকা হোটেলগুলো
  • বৃহস্পতিবার ঢাকার যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না
  • দুই কার্গো এলএনজি আমদানি করবে সরকার
  • জুনে মূল্যস্ফীতি ৮ শতাংশের নিচে নেমে আসবে: প্রধান উপদেষ্টা
  • নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের প্রচেষ্টা চলমান থাকবে: প্রধান উপদেষ্টা
  • চট্টগ্রাম ওয়াসায় চাকরি, বেতন ছাড়াও আছে সার্বক্ষণিক গাড়ির সুবিধা
  • ঈদের ছুটিতে এটিএম বুথে পর্যাপ্ত টাকা সরবরাহের নির্দেশ
  • ঈদের ছুটিতে এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের
  • রোহিঙ্গা শিবিরে পানির সংকট তীব্র: এমএসএফ
  • ‘নিউজ মিডিয়া মনিটরিং সেবা’ চালু করবে বিএসইসি