গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য বৃহস্পতিবার ঢাকার বেশ কয়েক জায়গায় ১৩ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের আওতাধীন এমআরটি লাইন-১ এর ভূগর্ভস্থ স্টেশনের (নদ্দা) এলাইনমেন্ট থেকে তিতাস গ্যাসের বিদ্যমান গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বুধবার তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত ঢাকার গ্রামীণফোন প্রধান কার্যালয়, নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়, ইউনিক হোটেল, যুক্তরাষ্ট্র দূতাবাস, অনন্ত এনার্জি রিসোর্স, পিনাকল পাওয়ার, প্রগতি সিএনজিসহ কুড়িল বিশ্বরোড থেকে শাহজাদপুর সুবাস্তু টাওয়ার পর্যন্ত এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। 

এছাড়া, আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: গ য স সরবর হ

এছাড়াও পড়ুন:

ওয়াসার পাইপ ফেটে চট্টগ্রামের বড় অংশে পানি সরবরাহ বন্ধ

জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ করার সময় ওয়াসার পাইপ ফেটে যাওয়ায় চট্টগ্রাম নগরীর একটি বড় অংশে পানি সরবরাহ বন্ধ রয়েছে।

গতকাল বুধবার পর্যন্ত তিন দিন সরবরাহ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন নগরীর বিপুলসংখ্যক বাসিন্দা। তবে ওয়াসা কর্তৃপক্ষ জানিয়েছে, তারা সংস্কারে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে। আজ বৃহস্পতিবার থেকে সরবরাহ স্বাভাবিক হতে পারে।

জানা যায়, নগরীর অক্সিজেন-কুয়াইশ সড়কের অনন্যা আবাসিকসংলগ্ন এলাকায় জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় কালভার্ট নির্মাণের কাজ চলছিল। এটি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) একটি প্রকল্প। এ সময় সোমবার বিকেলে ওয়াসার সরবরাহ পাইপটি ক্ষতিগ্রস্ত হয়। এর পর থেকেই পানি সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে বিপাকে পড়েন নগরীর লাখো মানুষ। বোতলজাত ও জারে বাজারজাত পানি সংগ্রহ করে দৈনন্দিন জরুরি কাজ চালাচ্ছেন তারা।

যে পাইপলাইনটি ফেটে যায়, সেটি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় কর্ণফুলী পানি শোধনাগার-১ থেকে নগরীর বিভিন্ন এলাকায় পানি সরবরাহ করে। ৪৮ ইঞ্চি ব্যাসের পাইপটির প্রায় ৮-১০ ইঞ্চি ফেটে গেছে। এতে নগরীর উত্তর ও দক্ষিণ হালিশহর, আগ্রাবাদ, নয়াবাজার, মাদারবাড়ী, দেওয়ানহাট, ধনিয়ালাপাড়া, লালখানবাজার, ওয়াসার মোড়, জিইসি মোড়, ২ নম্বর গেট, বায়েজিদ বোস্তামী, নাসিরাবাদ, অক্সিজেনসহ কয়েকটি এলাকায় পানি সরবরাহ বন্ধ হয়ে যায়।

চট্টগ্রাম ওয়াসার নির্বাহী প্রকৌশলী রানা চৌধুরী বলেন, ক্ষতিগ্রস্ত পাইপটি মেরামতের কাজ শেষ পর্যায়ে। বৃহস্পতিবার কাজটি শেষ হতে পারে। এরপর পানি সরবরাহ শুরু করা হবে। 

সম্পর্কিত নিবন্ধ

  • চিনি, তেল, ছোলাসহ রোজার ৯ পণ্যের আমদানি বেড়েছে
  • বোতলজাত সয়াবিনের সংকট কাটেনি বাজারে
  • ভারত থেকে ৫০ হাজার টন চাল আমদানি করা হচ্ছে
  • খাদ্যপণ্য মজুতকারীদের বিরুদ্ধে অর্থ উপদেষ্টার হুঁশিয়ারি
  • রমজানে বাজার মনিটরিং করবেন জেলা প্রশাসক: অর্থ উপদেষ্টা
  • ৭৫ ঘণ্টা বন্ধ পানি শোধনাগার, ক্ষতি ১ কোটি টাকার বেশি
  • গ্রীষ্মে এবারও ভোগাতে পারে লোডশেডিং
  • রোজা সামনে রেখে ছোলার আমদানি বেশি, দাম কমার আশা
  • চট্টগ্রামে ভোজ্যতেলের বাজারে ৮ খেলোয়াড়
  • ওয়াসার পাইপ ফেটে চট্টগ্রামের বড় অংশে পানি সরবরাহ বন্ধ