ব্যবসায়ীর মাথায় পিস্তল ঠেকিয়ে চাঁদা দাবি, এসআইয়ের বিরুদ্ধে মামলা
Published: 19th, February 2025 GMT
খুলনার কয়রায় ব্যবসায়ীর মাথায় পিস্তল ঠেকিয়ে লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে মামলা হয়েছে। আজ বুধবার কয়রা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে আলমগীর হোসেন নামে এক মাছ ব্যবসায়ী এ মামলা করেছেন। মামলায় কয়রা থানা-পুলিশের এসআই মো. সালাউদ্দীনকে প্রধান আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, মামলার বাদি আলমগীর হোসেন বিএনপির কর্মী হওয়ায় বিভিন্ন মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন এসআই সালাউদ্দীন। দাবিকৃত টাকা না দেওয়ায় গত বছরের ২৫ জুন রাত ১০টার দিকে কয়েকজন সহযোগীসহ তিনি বাদির বাড়িতে উপস্থিত হন। প্রথমে বাদিকে সরকারবিরোধী হিসেবে গ্রেপ্তার করার ভয় দেখানো হয়। পরে এক লাখ টাকা দিলে তাঁকে গ্রেপ্তার করা হবে না বলেও আশ্বস্ত করা হয়। কিন্তু টাকা দিতে অস্বীকার করার একপর্যায়ে এসআই সালাউদ্দীন ওই ব্যবসায়ীর স্ত্রী সন্তানের সামনে তাঁর মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করার হুমকি দেন। এ সময় বাদির স্ত্রী ধারদেনা করে ৫০ হাজার টাকা এসআইকে দিয়ে স্বামীকে ছাড়িয়ে নেন। বাকি ৫০ হাজার টাকা কয়েকদিনের মধ্যে না দিলে মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিয়ে চলে আসেন তিনি। দাবিকৃত টাকা না পেয়ে ওই সময়ে একটি মামলায় ফাঁসিয়ে দেওয়া হয় ব্যবসায়ীকে।
মামলার সাক্ষী ব্যবসায়ী আলমগীর হোসেনের স্ত্রী বলেন, ‘দারোগা সাহেব সকলের সামনে আমার স্বামীর মাথায় অস্ত্র ঠেকিয়ে চাঁদা দাবি করেন। স্বামীকে বাঁচাতে ওই রাতে প্রতিবেশীদের কাছ থেকে ধারদেনা করে টাকা দিয়েছি তাকে। তবুও আমার স্বামীকে মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়। পুলিশ হয়ে ডাকাতের মতো আচরণ করেছেন তিনি।’
জানতে চাইলে এসআই সালাউদ্দীন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘মামলার বাদী আলমগীর হোসেনকে আমি চিনি না। তিনি কেন আমার বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন বুঝতেছি না।’
আদালতের পেশকার মাইনুল হোসেন জানিয়েছেন, আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: এসআই ব এনপ আলমগ র হ স ন ব যবস য়
এছাড়াও পড়ুন:
ঈদের দিন ছোট পর্দার নাটক-টেলিফিল্ম
টেলিভিশন চ্যানেলগুলো নানা আয়োজনে সাজিয়েছে ঈদুল ফিতরের অনুষ্ঠানমালা। ঈদ উপলক্ষে টেলিভিশন চ্যানেলগুলোর অন্যতম প্রধান আকর্ষণ নাটক-টেলিফিল্ম। এবারো তার ব্যতিক্রম নয়। বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ঈদের দিন যেসব নাটক-টেলিফিল্ম প্রচার হবে তা নিয়ে সাজানো হয়েছে এই প্রতিবেদন।
এনটিভি
সন্ধ্যা সাড়ে ৬টায় প্রচার হবে ধারাবাহিক নাটক: রূপবানের প্রেম। গল্প: কাব্য হাসান। চিত্রনাট্য: তানিন রহমান। পরিচালনা: হাসান রেজাউল। অভিনয়ে: তাসনুভা তিশা, সৈয়দ জামান শাওন, রূবাইয়া এশা, কচি খন্দকার, রেশমা আক্তার, শেলী আহসান, মুসাফির সৈয়দ বাচ্চু, আনন্দ খালিদ, আব্দুল্লাহ রানা, অনিক, সুমন পাটোয়ারী প্রমুখ। রাত ৭টা ৫৫ মিনিটে প্রচার হবে একক নাটক: মিরাকল লাভ। রচনা: পারভেজ ইমাম। পরিচালনা: মো. তৌফিকুল ইসলাম। অভিনয়ে: মুশফিক আর ফারহান, স্পর্শিয়া, মাহমুদুল ইসলাম মিঠু, শিল্পী সরকার অপু প্রমুখ। রাত ৯টা ১৫ মিনিটে প্রচার হবে একক নাটক: গরিব জামাই। রচনা: আল আমিন স্বপন। পরিচালনা: তাইফুর জাহান আশিক। অভিনয়ে: মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি, মাসুম বাশার, শেলী আহসান, সোহাগ প্রমুখ। রাত ১১টা ৫ মিনিটে প্রচার হবে একক নাটক: নসিব। রচনা: এন ডি আকাশ। পরিচালনা: মুসাফির রনি। অভিনয়ে: নিলয় আলমগীর, জান্নাতুল সুমাইয়া হিমি প্রমুখ।
এটিএন বাংলা
সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে প্রচার হবে একক নাটক: বউ বেশি বুঝে। রচনা: অনামিকা মন্ডল। পরিচালনা: জুবায়ের ইবনে বকর। অভিনয়ে: মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি। রাত ৭টা ৪০ মিনিটে প্রচার হবে একক নাটক: প্রেম ভাই। পরিচালনা: ইমরাউল রাফাত। অভিনয়ে: তৌসিফ মাহবুব, তটিনী। রাত ১১টায় প্রচার হবে টেলিফিল্ম: হৃদয়ে রেখেছি গোপনে। পরিচালনা: মাহমুদ মাহিন। অভিনয়ে: ইয়াশ রোহান, তটিনী।
আরো পড়ুন:
ঈদের আগে উড়াল দিলেন ফারিণ
হুইলচেয়ারে বসে কেন প্রিমিয়ারে মোশাররফ করিম?
দীপ্ত টিভি
সন্ধ্যা ৭টায় প্রচার হবে একক নাটক: বউ আমার মেম্বার। পরিচালনা: ফজলুল সেলিম। অভিনয়ে: মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই, মনিরা মিঠু। রাত ৮টায় প্রচার হবে একক নাটক: মাকড়সা। পরিচালনা: রাগিব রাইহান পিয়াল। অভিনয়ে: সাবিলা নূর, শ্যামল মাওলা প্রমুখ। রাত ৯টায় প্রচার হবে তুর্কি ধারাবাহিক: গুড ডক্টর। রাত ৯টা ৪০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: কথা হবে হিসাব করে। রাত ১১টা ১০ মিনিটে প্রচার হবে একক একক নাটক: শহরের যত রঙ। পরিচালনা: সৈয়দ শাকিল। অভিনয়ে: খায়রুল বাসার, তানজিম সাইয়ারা তটিনী প্রমুখ।
চ্যানেল আই
বিকাল সাড়ে ৪টায় প্রচার হবে টেলিফিল্ম: একান্নবর্তী। পরিচালনা: মাহিন খান। অভিনয়ে: নিলয় আলমগীর, হিমি। রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হবে একক নাটক: সামনে সমুদ্র। গল্প: রাবেয়া খাতুন। পরিচালনা: আবুল হায়াত। অভিনয়ে: আবুল হায়াত, শাহেদ শরীফ খান, তানজিকা আমীন, আহসান হাবিব নাসিম। রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে একক নাটক: চালাকি। পরিচালনা: সালাহ উদ্দিন লাভলু। অভিনয়ে: শ্যামল মাওলা, মিহি আহসান, চিত্রলেখা গুহ প্রমুখ।
বৈশাখী টিভি
বিকাল ৫টা ১৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: ব্লাক মানি। পরিচালনা: হাসান জাহাঙ্গীর। অভিনয়ে: ওমর সানী, কাজী হায়াৎ, হাসান জাহাঙ্গীর, ডন, অমিত হাসান। বিকাল ৫টা ৪৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: মানি লোকের মান। পরিচালনা: ফরিদুল হাসান। অভিনয়ে: জাহের আলভী, মিহি, আব্দুল্লাহ রানা, স্বপ্নীল সাথী প্রমুখ। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: শাশুড়ির বিয়ে। পরিচালনা মাহমুদ হাসান রানা। অভিনয়ে: মীর সাব্বির, আ খ ম হাসান, মিহি, শিল্পী সরকার অপু। রাত সাড়ে ৭টায় প্রচার হবে ধারাবাহিক নাটক: লন্ডনি জামাই। পরিচালনা: আল হাজেন। অভিনয়ে: রাশেদ সীমান্ত, অহনা, আহসানুল হক মিনু। রাত ৯টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: ট্রাক ড্রাইভার। পরিচালনা: রুহুল আমিন শিশির। অভিনয়ে: শহীদুজ্জামান সেলিম, ফারহানা মিলি, পুতুল প্রমুখ।
আরটিভি
সন্ধ্যা ৭টায় প্রচার হবে একক নাটক: নীল রঙের সাইকেল। রচনা: সেজান নূর। পরিচালনা: সোহেল হাসান। অভিনয়ে: নিলয় আলমগীর, হিমি প্রমুখ। রাত সাড়ে ৯টায় প্রচার হবে একক নাটক: খাল কেটে কুমির। রচনা: অনামিকা মণ্ডল। পরিচালনা: ইমরান হাওলাদার। অভিনয়ে: নিলয়, হিমি প্রমুখ। রাত সাড়ে ১১টায় প্রচার হবে একক নাটক: সুন্দরী ভাতা। পরিচালনা: সোহেল রানা ইমন। অভিনয়ে: মোশাররফ করিম, হিমি প্রমুখ।
নাগরিক টিভি
রাত ৮টায় প্রচার হবে একক নাটক: চোর পুলিশ। পরিচালনা: তাইফুর জাহান আশিক। অভিনয়ে: মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই প্রমুখ।
বাংলাভিশন
রাত ৭টা ৪০ মিনিটে প্রচার হবে একক নাটক: মিয়া ভাই। রচনায় ইশতিয়াক আহমেদ। পরিচালনা: মোহন আহমেদ। অভিনয়ে: মোশাররফ করিম, সালহা খানম নাদিয়া প্রমুখ। রাত ১০টা ৪০ মিনিটে প্রচার হবে নাটক: মাইরের ওপর ওষুধ নাই। রচনা ও পরিচালনা: ইমরান হাওলাদার। অভিনয়ে: মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি।
মাছরাঙা টিভি
বিকাল ৫টা ৫০ মিনিটে প্রচার হবে নাটক: ব্রেকআপ থেকে শুরু। রচনা ও পরিচালনা: এস আর মজুমদার। অভিনয়ে: নিলয়, হিমি প্রমুখ। রাত ৮টায় প্রচার হবে নাটক: বেকার বারেক। রচনা ও পরিচালনা: সাইফ আহমেদ। অভিনয়ে: মোশাররফ করিম, সালহা খানম নাদিয়া প্রমুখ। রাত ১০টা ২০ মিনিটে প্রচার হবে নাটক: বাজি। রচনা ও পরিচালনা: তৌফিকুল ইসলাম। অভিনয়ে: মুশফিক ফারহান, কেয়া পায়েল।
ঢাকা/শান্ত