এ বছর ঈদে বক্স অফিস জমাতে প্রস্তুত সালমান খান। ‘সিকান্দার’র নতুন পোস্টারে বলিউড ভাইজান ধরা দিলেন ভিন্ন মুডে। ভক্তদের দিয়ে রাখলেন অ্যাকশনের আভাস। বলা যায়, পুরনো সেই মারকাটারি লুকেই সিকান্দারে দেখা যাবে ভাইজানকে।

সিনেমার প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা সম্প্রতি সিকান্দারের নতুন পোস্টার প্রকাশ করেছেন, যেখানে সালমান খানকে গম্ভীর রূপে দেখা যাচ্ছে। পোস্টারটি প্রকাশের মাধ্যমে সালমানের চরিত্রের এক ঝলক ভক্তদের সামনে এসেছে, যা তাদের উন্মাদনা আরও বাড়িয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
 
সাজিদ নাদিয়াদওয়ালা তাঁর জন্মদিনের বিশেষ দিনে সিকান্দারের নতুন পোস্টারটি প্রকাশ করেছেন। সাজিদের প্রোডাকশন হাউজ থেকে বলা হয়, ‘আমাদের প্রিয় ভক্তদের ধৈর্য আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাজি নাদিয়াদওয়ালার-এর জন্মদিন উপলক্ষে আমরা আপনাদের জন্য একটি ছোট্ট উপহার নিয়ে এসেছি। ২৭ ফেব্রুয়ারি বড় সারপ্রাইজ অপেক্ষা করছে!’

এর আগে, গত বছর ২৮ ডিসেম্বর প্রকাশ্যে আসে সিকান্দারের টিজার। ১ মিনিট ৪২ সেকেন্ডের টিজারটি দেখেই ভক্তরা আঁচ করে নেন যে সিনেমাটি হবে দুর্দান্ত অ্যাকশন ও ভায়োলেন্স নির্ভর।

২০১৪ সালে প্রথমবারের মতো সালমান খান এবং সাজিদ নাদিয়াদওয়ালা ‘কিক’ সিনেমাতে জুটি বাঁধেন। সিনেমাটি আয় করেছিলো ৩০০ কোটি রুপি। সেসময় বক্স অফিসে এটি রেকর্ড পরিমাণ আয় ছিলো। ঠিক ১০ বছর পর তারা আবারও ফিরছেন।

‘সিকান্দার’ পরিচালনা করেছেন এ আর মুরুগাদোস। সংগীত পরিচালনায় আছেন প্রীতম। এখানে সালমান খানের বিপরীতে অভিনয় করেছেন দক্ষিনী অভিনেত্রী রাশমিকা মান্দানা। এছাড়াও আছেন কাজল আগরওয়াল, শারমান যোশী প্রমুখ। সিনেমাটি মুক্তি পাবে ঈদ-উল-ফিতরে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: কর ছ ন

এছাড়াও পড়ুন:

দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ভ্যাটিকান সিটিতে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদান শেষে দেশে ফিরেছেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাসসকে জানান, গতকাল রোববার দিবাগত রাত তিনটার দিকে প্রধান উপদেষ্টা ঢাকায় এসে পৌঁছান।

গত শনিবার পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। বিশ্বনেতাদের সঙ্গে অধ্যাপক ইউনূসও পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেন।

অধ্যাপক ইউনূস চার দিনের সরকারি সফরে ২১ এপ্রিল কাতারের রাজধানী দোহায় যান। পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে গত শুক্রবার সেখান থেকে তিনি সরাসরি রোমে পৌঁছান।

সম্পর্কিত নিবন্ধ