২০০৭ সালে জরুরি অবস্থার সময় অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ২৭তম বিসিএসে নিয়োগবঞ্চিত ১ হাজার ১৩৭ জনের করা আপিল আবেদনের শুনানি শেষ হয়েছে। বৃহস্পতিবার এই আপিলের রায় ঘোষণা করা হবে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের ৫ সদস্যের বেঞ্চ বুধবার রায়ের এ দিন ধার্য করেন। আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সালাউদ্দিন দোলন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। 

এ প্রসঙ্গে আইনজীবী সালাহ উদ্দিন দোলন সাংবাদিকদের বলেন, ২৭তম বিসিএসে ফল প্রকাশের পর সেটি ২০০৭ সালে জরুরি অবস্থার সময় তৎকালীন সেনাশাসিত সরকার বাতিল করে দিয়েছিল। তারা দ্বিতীয়বার মৌখিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত দেয়। এই ক্ষমতা তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের ছিল না। এমনকি দ্বিতীয়বার মৌখিক পরীক্ষা নেওয়ার বিষয়টি পিএসসি আইন ও বিধিতে নেই। বিষয়টি আপিল বিভাগের শুনানিতে উপস্থাপন করা হয়েছে। আমরা ন্যায়বিচার প্রত্যাশা করছি।

মামলার বিবরণে জানা যায়, ২০০৭ সালের ২১ জানুয়ারি বিএনপি সরকারের আমলে ২৭তম বিসিএসের প্রথম মৌখিক পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে ৩৫৬৭ জন উত্তীর্ণ হন। পরে ওই বছরের ৩০ জুন জরুরি অবস্থার সময় অনিয়ম ও দুর্নীতির অভিযোগে প্রথম মৌখিক পরীক্ষার ওই ফল বাতিল করে তৎকালীন সেনা সমর্থিত সরকার। এরপর মৌখিক পরীক্ষার ফল বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্ট রিট করেন উত্তীর্ণরা। ২০০৮ সালের ৩ জুলাই সরকারের ওই সিদ্ধান্ত বৈধ বলে রায় দেন হাইকোর্ট। পরে ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল করেন রিটকারীরা। 

অন্যদিকে ২০০৭ সালের ২৯ জুলাই ২৭তম বিসিএসের দ্বিতীয় মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর ২০০৮ সালের ২৩ সেপ্টেম্বর প্রকাশিত ফল অনুযায়ী দ্বিতীয় মৌখিক পরীক্ষায় ৩২২৯ জন উত্তীর্ণ হয়। পরে তাদের চাকরিতে নিয়োগ দেওয়া হয়। এ নিয়ে পরে হাইকোর্টে তিন রিট দায়ের করেন প্রথম পরীক্ষায় উত্তীর্ণরা। ২০২৩ সালের ১১ নভেম্বর ওই তিনটি রিট আবেদনের শুনানি নিয়ে ২৭তম বিসিএসে দ্বিতীয়বার মৌখিক পরীক্ষা গ্রহণকে অবৈধ ঘোষণা করেন হাইকোর্টের অপর একটি বেঞ্চ। পরে ওই রায়ের বিরুদ্ধে তিনটি লিভ টু আপিল আবেদন দাখিল করে রাষ্ট্রপক্ষ। যা কিছু পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করেন আপিল বিভাগ। এরপর আপিল বিভাগের রায় রিভিউ (পুনর্বিবেচনা) চেয়ে আবেদন করেন বাতিল হওয়া ২৭তম বিসিএস পরীক্ষার প্রথম মৌখিক পরীক্ষায় উর্ত্তীণরা। ৭ নভেম্বর রিভিউ আবেদন মঞ্জুর করে তা শুনানির জন্য গ্রহণের আদেশ দেন আপিল বিভাগ। এর ফলে প্রথম পরীক্ষায় উর্ত্তীণ হয়ে নিয়োগ বঞ্চিত রিভিউ আবেদনকারীদের আইনি লড়াইয়ের পথ উন্মুক্ত হয়। আজ ওই আবেদনের শুনানি শেষে রায়ের দিন ধার্য করেন আপিল বিভাগ।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব স এস আপ ল র ম খ ক পর ক ষ পর ক ষ র পর ক ষ য় সরক র প রথম

এছাড়াও পড়ুন:

ঈদের ছুটিতে ক্রিকেটাঙ্গন

ঢাকা প্রিমিয়ার লিগ খেলায় ব‌্যস্ত ছিলেন ১২ ক্লাবের পুরুষ ক্রিকেটাররা। নারী ক্রিকেটাররা ব‌্যস্ত বিশ্বকাপ কোয়ালিফায়ারের প্রস্তুতি নিতে। সামনেই ঈদ। পুরো দেশ থাকবে ঈদের আনন্দে।

পুরুষ ক্রিকেটাররা এরই মধ‌্যে ছুটি কাটাতে যে যার যার মতো করে প্রস্তুতি নিচ্ছেন। অনেকেই চলে গেছেন আপন ঠিকানায়। তবে নারী ক্রিকেটারদের আনন্দটা শুরু হবে শনিবার থেকে। বিশ্বকাপ কোয়ালিফাইং খেলতে ৩ এপ্রিল পাকিস্তানের উদ্দেশ‌্যে রওনা হবেন তারা। শনিবার পর্যন্ত চলবে তাদের অনুশীলন। এরপর তিনদিনের ছুটি পাচ্ছেন তারা। ২ এপ্রিল তাদেরকে রিপোর্ট করতে বলা হয়েছে।

এছাড়া যুব দলের ক্রিকেটাররাও ছুটি পেয়েছেন। ছয় ওয়ানডে খেলতে এপ্রিলে অনূর্ধ্ব-১৯ দল যাবে শ্রীলঙ্কায়। তাদের ক‌্যাম্প চলছিল রাজশাহী এবং বগুড়াতে। ঈদের ছুটিতে ক‌্যাম্প বন্ধ করা হয়েছে। এক সপ্তাহ ছুটি কাটিয়ে আবার ক্যাম্পে ফিরবেন যুবারা।

আরো পড়ুন:

‘১০ হাজার টাকায় ভক্ত ভাড়া করে মাঠে ঢোকালেন রিয়ান’

কিউদের বদলি অধিনায়ক ল্যাথামও চোটে

পুরুষ দলের ক্রিকেটারদের ঈদের পর ছুটি অবশ‌্য লম্বা হচ্ছে না। ঢাকা প্রিমিয়ার লিগের নবম রাউন্ডের খেলা শুরু হবে ৬ এপ্রিল। ১৩ এপ্রিলের ভেতরেই শেষ হবে ১১তম রাউন্ডের খেলা। এরপর শুরু হবে সুপার লিগ।

এরপর জাতীয় দলের ক্রিকেটাররা ব‌্যস্ত হয়ে যাবেন জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতি নিতে। আগামী ১৫ এপ্রিল দুই ম্যাচের টেস্ট সিরিজটি খেলতে বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। সিরিজের প্রথম ম্যাচটি ২০ এপ্রিল থেকে হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এরপর ২৮ এপ্রিল থেকে ২ মে দ্বিতীয় ম্যাচটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

পাকিস্তানের লাহোরে ৫-১৯ এপ্রিল হবে নারী বিশ্বকাপ বাছাইপর্ব। ৪ এপ্রিল বাংলাদেশ দল পৌঁছাবে করাচিতে। ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও থাইল্যান্ডের মেয়েদের সঙ্গে লড়তে হবে নিগার সুলতানাদের। এর মধ্যে দুই ফাইনালিস্ট দল জায়গা পাবে বিশ্বকাপে। চলতি বছরের অক্টোবরে ভারতে হবে ৮ দলের ওয়ানডে বিশ্বকাপ।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ

  • বিরতিহীন রোজা রাখা কি বৈধ
  • আশ্রয় নিয়ে খেয়ে দেয়ে ৪ শিশুসহ চম্পট, পরে ওই নারীকে আটক
  • অ্যান্ড্রয়েড স্মার্টফোন থেকে শিডিউল মেসেজ পাঠাবেন যেভাবে
  • শেয়ারবাজারে বিনিয়োগকারীদের করণীয়
  • লন্ডনে পরিবারের সঙ্গে ঈদ করবেন খালেদা জিয়া
  • উয়েফা, ফিফা ও লা লিগা কর্তৃপক্ষকে ধুয়ে দিলেন কুন্দে
  • হামজার চোট ও চেইন রিঅ্যাকশন
  • নিখোঁজের দুই দিন পর সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার
  • ঈদের ছুটিতে ক্রিকেটাঙ্গন
  • দেশে ফের বার্ড ফ্লু শনাক্ত, প্রায় ২ হাজার মুরগির মৃত্যু