ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা সাদিকা পারভীন পপি। একসময় চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করলেও হঠাৎ করে অন্তরালে চলে যান। এর মধ্যে বিয়ে করে সংসারী হয়েছেন। সম্প্রতি তার মা ও বোনের সঙ্গে বিরোধে জড়ান এই নায়িকা। তার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ করেছেন তারা। এরপরই পপির বিয়ের বিষয়টি স্বীকার করেন পপি। জানান, বিয়ের নেপথ্যের গল্প।

২০১৯ সালে পপির বাসায় ‘ভয়াবহ দুর্ঘটনা’ ঘটে। সেদিন অনেক বড় অঙ্কের টাকা চুরি হয়। ঘটনার পরিপ্রেক্ষিতে থানায় জিডি করেন। পরে তাকে রমনা থানায় ডাকা হয়। সেদিনের ঘটনার বর্ণনা দিয়ে পপি বলেন, “সেদিন আদনানকেও ডাকি। থানায় গিয়ে দেখলাম, আমার ভাইবোনেরা। ঘটনাচক্রে জীবন নিয়ে আমি আতঙ্কিত হয়ে পড়ি। মনে হলো, আমি কারো কাছে নিরাপদ নই। ফিল্মের কাজে সবার সঙ্গে মিশেছি ঠিকই, কিন্তু আপনজন কেউ ছিল না।”

দুঃসময়ে পপিকে আগলে রাখেন তার স্বামী। এ তথ্য উল্লেখ করে পপি বলেন, “বরাবরই আমি পরিবার অন্তঃপ্রাণ মানুষ। অথচ এই আমার কাছে পরিবারের সবাই অচেনা হয়ে গেল। সম্পত্তি ও টাকাপয়সা নিয়ে জটিলতা শুরু হয়। জটিলতার এই পুরো সময়ে আদনান আমাকে ছায়ার মতো আগলে রেখেছে। কোনো জটিলতাই আমাকে স্পর্শ করতে দেয়নি। আমার হাতটা শক্ত করে ধরে বলেছিল, ‘আমি আছি, নো টেনশন।”

আরো পড়ুন:

মুক্তির মিছিল থেকে সরে গেল ‘বান্ধব’

নাঈমের কাছে বাপ্পারাজের প্রশ্ন, হেনা কোথায়

২০২০ সালের দিকে আবার জটিলতা শুরু হয়, তারপর বাসা থেকে পালিয়ে যান পপি। এ তথ্য উল্লেখ করে তিনি বলেন, “আমি ভাবলাম, আমাকে মা-বোনেরা বাঁচতে দেবে না। বাসা থেকে বের হয়ে পড়ি। যোগাযোগ করি আদনানের সঙ্গে। এরপর আমার জায়গাজমির দলিল, ব্যাংকের কাগজপত্র ও প্রয়োজনীয় সব ডকুমেন্ট পুলিশের সহযোগিতায় উদ্ধার করি। বলতে পারেন, রীতিমতো জীবন বাঁচাতে বাসা থেকে পালিয়ে গেলাম।”

আদনানকে বিয়ে করার কারণ ব্যাখ্যা করে পপি বলেন, “তখন আমার সামনে দুটি পথ খোলা ছিল— এক.

আত্মহত্যা। দুই. নয়তো ওদের হাতে খুন হয়ে যাওয়া। আদনানই তখন আমাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে। পরিস্থিতির কারণে আমরা বিয়ে করতে বাধ্য হই। ২০২০ সালের নভেম্বরে বিয়ে করি বাসায় কাজি ডেকে। আমার আত্মীয়স্বজন ছিলেন। এটা সত্য, বিয়েতে আমার মাকে ডাকিনি। হয়তো এটা বিশ্বাস করবে না কেউ, কিন্তু এটাই সত্য, আমার মা চাইত না আমি বিয়ে করে সংসারী হই।”

১৯৯৭ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘আমার ঘর আমার বেহেশত’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে পা রাখেন পপি। কিন্তু তার প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘কুলি’। এই চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করেন ওমর সানী। সিনেমাটি সেই সময়ে ৭ কোটি টাকা ব্যবসা করে মাইলফলক অর্জন করে। এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি পপিকে।

ঢাকা/রাহাত/শান্ত

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র চলচ চ ত র আদন ন

এছাড়াও পড়ুন:

সৌরভ গাঙ্গুলীর বায়োপিকের নায়ক কে? জানালেন নিজেই

ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের আত্মজীবনীমূলক ছবি ঘিরে দীর্ঘদিন ধরে নানান জল্পনাকল্পনা চলছে। সৌরভের ভূমিকায় কোন বলিউড অভিনেতাকে দেখা যাবে, এ নিয়ে এত দিন নানান প্রশ্ন ছিল। তবে এবার সব জল্পনা দূর করেছেন স্বয়ং সৌরভ গাঙ্গুলী। তিনি জানিয়েছেন কোন বলিউড নায়ক তাঁর ভূমিকায় অভিনয় করবেন পর্দায়।

‘দাদা’, ‘মহারাজ’ এসব নামেই ভারতে পরিচিত সৌরভ। কয়েক বছর ধরে তাঁর বায়োপিক ঘিরে নানান তথ্য সামনে এসেছে। শুরুতে শোনা যাচ্ছিল যে রুপালি পর্দায় সৌরভ হবেন বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা। এরপর বলিউড তারকা রণবীর কাপুরের নামও উঠে এসেছিল। এমনও শোনা গেছে সৌরভের বায়োপিকের জন্য সবার আগে আয়ুষ্মান খুরানার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। এমনকি এই সিনেমার জন্য নাকি সইসাবুদ পর্ব সেরে ফেলেছিলেন তিনি। কিন্তু কোনো কারণে এই ছবি থেকে সরে দাঁড়িয়ে ছিলেন আয়ুষ্মান। এরপর রণবীর কাপুরের নাম শোনা গিয়েছিল। তবে রণবীর নাকি ছবিটি করতে আগ্রহ প্রকাশ করেননি।

সর্বশেষ খবর, নির্মাতারা সৌরভ গাঙ্গুলীর বায়োপিকের জন্য রাজকুমার রাও-কে চূড়ান্ত করেছেন। এই খবর নিশ্চিত করেছেন সৌরভ নিজেই। তাঁর আত্মজীবনীমূলক ছবির প্রসঙ্গে সম্প্রতি তিনি বলেছেন, ‘আমি যত দূর শুনেছি, সেই অনুযায়ী রাজকুমার রাও এই ভূমিকায় (মুখ্য চরিত্রে) অভিনয় করবেন। কিন্তু তারিখ নিয়ে সমস্যা দেখা যাচ্ছে। আর তাই এই ছবিটা পর্দায় আসতে এক বছরের বেশি সময় লেগে যেতে পারে।’

রাজকুমার রাওকে শেষ বড় পর্দায় দেখা গেছে ‘স্ত্রী ২’ ছবিতে। এই ছবিটি বক্স অফিসে দারুণ সফলতা পেয়েছে। আগামী দিনে তাঁকে ‘ভুল চুক মাফ’ ছবিতে দেখা যাবে। সম্প্রতি এই ছবির টিজার মুক্তি পেয়েছে। বললে বাড়াবাড়ি হবে না, সৌরভের ভক্তরা দীর্ঘদিন ধরে তাঁদের প্রিয় ক্রিকেটারের বায়োপিক দেখার অপেক্ষায় আছেন। রাজকুমার রাওকে নিয়ে সৌরভ সিলমোহর ভক্তদের নিশ্চয় আনন্দ দেবেন।

সম্পর্কিত নিবন্ধ

  • ইংলিস-ঝড়ে ৪ ঘণ্টাও টিকল না ইংলিশদের রেকর্ড
  • ‘বড় ভাই আমি পাঁচ মিনিটের মধ্যে আসছি...’
  • ৫ হত্যার ১৫ বছর পর একই স্থানে ৩ জনকে গুলি করে হত্যা 
  • আদালতের ভেতরে ঢুকে গ্যাংস্টারকে গুলি করে হত্যা
  • আশির দশকের বিয়ে ‘তেলাই থেকে ঘুরানি’
  • কুয়েতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
  • আফগানিস্তানকে ৩১৬ রানের টার্গেট দিলো দ. আফ্রিকা
  • আইসিসির মঞ্চে অভিষেক সেঞ্চুরিতে ভাস্বর রিকেলটন
  • নিখোঁজ সন্তানের খোঁজ চান মা-বাবা
  • সৌরভ গাঙ্গুলীর বায়োপিকের নায়ক কে? জানালেন নিজেই