সাত বছর পর মেলায় এসেছে প্রতিশ্রুত গল্পকার অলাত এহ্সানের দ্বিতীয় গল্প সংকলন। ‘বৃদ্ধাশ্রম হয়ে ওঠা কফি হাউসটি’ বইটি প্রকাশ করছে জ্ঞানকোষ প্রকাশনী। এ ছাড়া ‘দশ কথা: বিশিষ্টজনের মুখোমুখি’ শীর্ষক সাক্ষাৎকার সংকলন প্রকাশ করেছে বেঙ্গলবুকস। বই দুটি মনোযোগী পাঠকের আনন্দ ও চিন্তার খোরাক হবে।

অলাত এহ্সানের দ্বিতীয় গল্পগ্রন্থ ‘বৃদ্ধাশ্রম হয়ে ওঠা কফি হাউসটি’। প্রথম বইয়ের চরিত্র যেন সময়ের অভিঘাতে বিবর্তিত হয়ে দ্বিতীয় গ্রন্থে উপস্থিত হয়েছে। যারা স্থান-কালের বাইরে চরিত্রের বদলের ভেতর পাঠকে উপভোগ করেন, এসব গল্পের ধারাবাহিকতা হয়তো তাদের উপন্যাসের স্বাদও পেতে পারেন। আলাদা গল্প, আলাদা চরিত্র, আলাদা প্লট; কিন্তু সময়ের ধারাবাহিক সমীক্ষা যেন! 

বইটিতে গল্পের সংখ্যা দশ। এর মধ্যে প্রেম, ফ্যান্টাসি, মানুষের দূরত্ব, রাজনৈতিক বাস্তবতা, পরিবেশে-প্রকৃতি, পেশাজীবনের ধকল, ব্যক্তিজীবনের রাজনীতির প্রভাব, সময়ে বদলে সঙ্গে জীবনের উন্নতি বা অনুপোযোগী হয়ে পড়া, দাম্পত্য জীবনে পরস্পরের দূরত্বের গল্প রয়েছে।

বইটি নিয়ে অলাত এহ্সান বলেন, ‘প্রথম বইয়ের গল্পগুলোর ভেতর অবস্থাকে মেনে না নেওয়ার একটা প্রবণতা ছিল, চরিত্রগুলো বিদ্যামান অবস্থার সঙ্গে অনভ্যস্ত হতে পারছিল না, প্রতিক্রিয়া দেখিয়েছেন, নির্যাতনের শিকার হয়েছে। এবারের বইয়ের অনেক চরিত্র সেই অবস্থা থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছে, নিজের ভেতর একটা অবগুণ্ঠন তৈরি করেছে। এটা মানুষের জীবন ও চিন্তার ধারাবাবিক বদলেরও ইঙ্গিত দেয়। মানসিক সমৃদ্ধিকেও তুলে ধরে।’

বইটা উৎসর্গ করা হয়েছে দু’জন বিশিষ্ট ব্যক্তিকে। তারা হলেন– প্রখ্যাত অর্থনীতিবিদ ও জনবুদ্ধিজীবী আনু মুহাম্মদ এবং জাপানি ভাষার প্রখ্যাত অনুবাদক ও অধ্যাপক অভিজিৎ মুখার্জি। 

বইটি প্রকাশ করেছে জ্ঞানকোষ প্রকাশনী। প্রচ্ছদ এঁকেছেন পরাগ ওয়াহিদ। ১৬৮ পৃষ্ঠার বইটির মুদ্রিত মূল্য ৪০০ টাকা। অমর একুশে বইমেলার ২৪ নম্বর প্যাভিলিয়ন এবং চট্টগ্রামে বইমেলায় ১১৮ নম্বর স্টলে পাওয়া যাবে।

‘দশ কথা: বিশিষ্টজনের মুখোমুখি’ বইয়ে হাসান আজিজুল হকের দুটি সাক্ষাৎকার আছে। এছাড়া উর্দু ভাষার প্রয়াত প্রখ্যাত অনুবাদক জাফর আলমের একমাত্র সাক্ষাৎকারই এটি এখন পর্যন্ত। প্রখ্যাত চিত্রশিল্পী মুর্তজা বশীরের দীর্ঘ সাক্ষাৎকার আছে এতে। এ ছাড়া অনুবাদক, প্রাবন্ধিক রাজু আলাউদ্দিন, কথাসাহিত্যিক শাহাদুজ্জামান এবং চিত্রশিল্পী ও কবি রনি আহম্মেদের সাক্ষাৎকার সংকলিত হয়েছে।

বইটি প্রকাশ করেছে বেঙ্গলবুকস। প্রচ্ছদ এঁকেছেন আজহার ফরহাদ। ২৯৬ পৃষ্ঠার বইটির মূদ্রিত মূল্য ৪৯০ টাকা। ঢাকায় একুশে বইমেলায় বেঙ্গলবুকসের স্টল ১১৮-১১৯ নম্বরে বইটি পাওয়া যাচ্ছে।

অলাত এহ্সানের পূর্ব প্রকাশিত বইয়ের মধ্যে প্রথম গল্পগ্রন্থ ‘অনভ্যাসের দিনে’র দ্বিতীয় মুদ্রণ প্রকাশ করেছে অর্জন প্রকাশন। বইমেলায় তাদের স্টল নম্বর ৫২।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: বইম ল বইয় র বইম ল

এছাড়াও পড়ুন:

মডেল মেঘনার সঙ্গে এই আইন প্রথম ব্যবহৃত হচ্ছে না: খোদা বখস চৌধুরী

‘মডেল মেঘনা আলমের সঙ্গে এই আইন প্রথম ব্যবহৃত হচ্ছে, বিষয়টা তা নয়। তার বিরুদ্ধে একটি অভিযোগ এসেছে। বিষয়টি আদালতে গেছে। বিচারাধীন বিষয়ে কথা বলা ঠিক হবে না।’

মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা–সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী বলেন।

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টাকে মেঘনা আলমের গ্রেপ্তারের বিষয়ে প্রশ্ন করা হলে জবাবে খোদা বখস চৌধুরী বলেন, আপনার প্রশ্ন শুনে মনে হচ্ছে সরকার একটা বেআইনি কাজ করে ফেলেছে। এই আইন যে ব্যবহৃত হচ্ছে না, তা নয়। তারা আদালতে গেছেন। আদালত আমাদের কাছে জানতে চেয়েছেন। আমরা আদালতকে জবাব দেব।

মেঘনা আলমের গ্রেপ্তার প্রক্রিয়াটা সঠিক হয়নি বলে আইন উপদেষ্টা মন্তব্য করেছেন, আরেক সাংবাদিক এমন প্রসঙ্গ তুলে ধরে খোদা বখস চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন- আইন উপদেষ্টা কোনও প্রেক্ষিতে এই কথা বলেছেন, তা আমরা জানি না। তিনি আমাদের কাছে এ বিষয়ে কিছু জানতেও চাননি। এখন বিষয়টি আদালতে চলে গেছে।

১০ এপ্রিল সুনামগঞ্জে আপনি একটি অনুষ্ঠানে বলেছিলেন, জনগণ এই সরকারকে পাঁচ বছর ক্ষমতায় দেখতে চায়, কোন পরিপ্রেক্ষিতে এ কথা বলেছিলেন- সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি তো বলিনি সরকার পাঁচ বছর ক্ষমতায় থাকতে চায়। এটা জনগণ বলেছে। সরকার তো বলে দিয়েছে আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। আমি রাজনীতিবিদ নই। আমার এই কথা বলার প্রশ্নই ওঠে না।

ডিবির প্রধান রেজাউল করিম মল্লিককে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার কারণ জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পুলিশের পদগুলোতে যাবে, আসবে এটাই নিয়ম। মেঘনা আলমের ঘটনাকে কেন্দ্র করে তাকে সরানো হয়নি। উনি হয়তো অসুস্থ আছেন, সে জন্য তাকে সরানো হয়েছে।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার আট মাস পেরিয়ে গেল, পুলিশ এখনো দায়িত্ব পালন করছে না, জনগণের অভিযোগ নিচ্ছে না এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে খোদা বখস চৌধুরী বলেন, পুলিশ অভিযোগ নেয় না, এটা আজকের অভিযোগ নয়। বহু পুরোনো। অন্তর্বর্তী সরকার দুটি বিষয় অনলাইনে করতে যাচ্ছে। এক, জেনারেল ডায়েরি (জিডি), দুই, এফআইআর বা অভিযোগপত্র। প্রথমে দুটি জেলায় পরীক্ষামূলকভাবে অনলাইনে জিডি নেওয়া শুরু হবে। পরে এফআইআর নেওয়া শুরু হবে। ধীরে ধীরে একটা স্থায়ী সমাধান হবে।

জুলাই আন্দোলনে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, তাদের মধ্যে ধরছেন চুনোপুঁটিদের, রাঘববোয়ালদের ধরছেন না, এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, রাঘববোয়ালদের কাউকে ছাড় দেওয়া হচ্ছে না। তাদের জালে আসতে হবে। রাঘববোয়ালরা জালে আসার পর যদি ছেড়ে দেওয়া হয়, তখন আপনারা অভিযোগ করতে পারেন।

সম্পর্কিত নিবন্ধ