মোহামেডানের হারের দিন আবাহনীর জয়, সান্দিহার ৬ উইকেট
Published: 19th, February 2025 GMT
বড় হার দিয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন নারী ক্রিকেট লিগে পা রেখেছে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্রিকেট ক্লাব লিমিটেড। তাদের ৫৩ রানের বড় ব্যবধানে হারিয়ে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে শেলটেক ক্রিকেট একাডেমি।
মিরপুর শের-ই-বাংলায় টস জিতে ব্যাটিং করতে নেমে ৯ উইকেটে ২৪৯ রান করে শেলটেক। তাড়া করতে নেমে ১৯৬ রানে অলআউট হয় মোহামেডান। শারমিন সুপ্তা একাই লড়াই করেছিলেন। তার ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৭৩ রান। তবে পরাজয় ঠেকাতে পারেননি।
এ ছাড়া ৩৬ রান করেন মুর্শিদা খাতুন। শূন্য রানে ফেরেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। শেলটেকের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন ফাহিমা খাতুন।
আরো পড়ুন:
ভারত-বাংলাদেশ: উত্তেজনা এক পাশে রেখে সবার মনোযোগ মাঠে
চ্যাম্পিয়নের ছবি হৃদয়ে আঁকছেন তারা
এর আগে সুমায়া আক্তার-ইশমা তানজীমের ফিফটিতে ভর করে চ্যালেঞ্জ ছুঁড়ে মোহামেডান। সুমায়া সর্বোচ্চ ৮৩ রান করেন। ইশমার ব্যাট থেকে আসে ৬৮ রান। মোহামেডানের হয়ে একাই ৪ উইকেট নেন সানজিদা মেঘলা।
ইউল্যাব মাঠে খেলাঘর সমাজ কল্যান সমিতিকে ৭ উইকেটে হারিয়েছে গুলশান ইয়ুথ ক্লাব। আগে ব্যাট করে মাত্র ৬৪ রান করে খেলাঘর। একাই ৬ উইকেট নেন সান্দিহা ইসলাম আশা।
তাড়া করতে নেমে গুলশান ৩ উইকেট হারিয়ে লক্ষ্য পৌঁছে যায়। সর্বোচ্চ ১৭ রান করে আফিয়া আসিমা ও ৬ রান করে তাজ নাহার অপরাজিত থেকে মাঠ ছাড়েন। খেলাঘরের হয়ে ২ উইকেট নেন সুলতানা খাতুন।
বিকেএসপিতে বাংলাদেশ পুলিশ ক্লাবকে ৪ উইকেটে হারিয়েছে আবাহনী। আগে ব্যাটিং করতে নেমে ৯৮ রানে থামে পুলিশ। তাড়া করতে নেমে ৬ উইকেট হারিয়ে জয়ে দেখা পায় আবাহনী।
এক প্রান্ত উইকেটের মিছিল হলেও আরেক প্রান্তে ফারজানা পিংকি আকড়ে ধরে থাকেন। তার ৫৫ রানে ভর করে জয় দিয়ে শুরু করে আবাহনী।
ঢাকা/রিয়াদ/নাভিদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর উইক ট ন ন র ন কর
এছাড়াও পড়ুন:
এয়ার ইন্ডিয়ার ওপর ক্ষোভ ঝাড়লেন মন্ত্রী
ভারতের কেন্দ্রীয় সরকারের কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, তাঁর কাছে ভাঙা সিটের টিকিট বিক্রি করেছে এয়ার ইন্ডিয়া।
গতকাল শনিবার এ নিয়ে ক্ষোভ জানিয়ে সামাজিক মাধ্যম এক্সে তিনি লেখেন, এয়ার ইন্ডিয়া ‘যাত্রীদের সঙ্গে প্রতারণা’ করছে।
তিনি জানান, ভাঙা সিটের ব্যাপারে বিমানের এক ক্রুকে জিজ্ঞেস করা হলে তাঁকে বলা হয়, সিটটিতে যে ত্রুটি রয়েছে, সেটি সংস্থাকে জানানো হয়েছিল। এর টিকিট বিক্রি না করতেও বলা হয়েছিল।
এক্সে শিবরাজ সিং লেখেন, ‘পুসার কিষাণ মেলা উদ্বোধন করতে আজ আমার ভোপাল থেকে দিল্লি আসতে হয়। সেখানে বিভিন্ন প্রতিনিধিদের সঙ্গে আমার আলোচনা হয়। আমি এয়ার ইন্ডিয়ার ফ্লাইট নাম্বার এআই৪৩৬ এ একটি টিকিট বুক করি। আমাকে ৮সি সিটটি দেওয়া হয়। বসতে গিয়ে দেখি সিটটি ভাঙা; নিচু হয়ে আছে। সেখানে বসতে অস্বস্তি হচ্ছিল।’ এনডিটিভি।