বাংলাদেশ-ভারত ম্যাচের ‘উত্তেজনা’ নিয়ে যা বললেন শান্ত
Published: 19th, February 2025 GMT
আইসিসি ও এসিসির শেষ কয়েকটি টুর্নামেন্টে দেখা গেছে বাংলাদেশ ও ভারত ম্যাচ নিয়ে বাড়তি উত্তেজনা দেখা গেছে। এশিয়া কাপের ফাইনাল, নিদাহাদ ট্রফির ফাইনালে ওই উত্তেজনা ছিল। ভারতের বাংলাদেশ সফর ঘিরে ছিল বাড়তি উন্মাদনা। ২০১৫’র ওয়ানডে বিশ্বকাপ ও ২০১৭’র চ্যাম্পিয়ন্স ট্রফিতেও বাংলাদেশ-ভারত ম্যাচ বেশ হাইপ পেয়েছিল।
দুবাইয়ে বৃহস্পতিবার ভারতের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের প্রথম ম্যাচ খেলতে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। নিরপেক্ষ ভেন্যু বাংলাদেশ সময় বিকাল ৩টায় হওয়া ম্যাচে ভারতের পাশাপাশি গ্যালারিতে বাংলাদেশের দর্শকও থাকবে। এছাড়া বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের কারণে বাংলাদেশ-ভারত ম্যাচ নতুন ‘উত্তেজনার’ জন্ম দিতে পারে।
এসব নিয়ে প্রশ্নের জবাবে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, ওই উত্তেজনা ক্রিকেটারদের খুব একটা স্পর্শ করে না, ‘অবশ্যই ভারত ও বাংলাদেশের ম্যাচ নিয়ে আলাদা এক্সসাইটমেন্ট থাকে। তবে ক্রিকেটাররা এটা নিয়ে খুব বেশি চিন্তা করে না। কীভাবে পরিকল্পনা বাস্তবায়ন করা যায় ক্রিকেটারদের ফোকাস সেদিকে থাকে। মাঠে কতটা নির্ভার থাকা যায় এটা নিয়েই চিন্তা করে সবাই।’
ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে উন্মাদনা থাকলেও আইসিসি কিংবা এসিসির আসরে ফলাফল হয়েছে একতরফা। শেষ হাসি হেঁসেছে ভারত। শান্তর মতে, ভারতকে হারাতে হলে পরিকল্পনা মাফিক ভালো করতে হবে তিন বিভাগে, ‘আমরা গত কয়েক বছর ধরে ওয়ানডে ফরম্যাটে ভালো দল। এখানকার কন্ডিশন অনেকটা চেনা। আমি মনে করি, ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগে আমাদের ভালো করতে হবে। আগামীকাল পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে ভালো ম্যাচ হতে পারে।’
বাংলাদেশ দলটাকে ভারসাম্যপূর্ণই মনে করছেন নাজমুল শান্ত। তবে পেস বোলিং আক্রমণে যে প্রতিপক্ষের বাড়তি ফোকাস থাকবে সেটা অনেকটাই অনুমেয়। তাসকিন আহমেদ বাংলাদেশের পেস বোলিং আক্রমণটাকে নেতৃত্ব দিচ্ছেন। দুবাইয়ের উইকেটে মুস্তাফিজ কার্যকর হতে পারেন। প্রতিপক্ষকে ভড়কে দিতে পারে নাহিদ রানার ‘গতিতে ছোঁড়া গোলা’।
ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে প্রশ্নের কেন্দ্রবিন্দুতেও ছিলেন দেশের গতিময় পেসার নাহিদ। তবে বাংলাদেশের বোলিং আক্রমণ পেস বোলিং নির্ভর নয় বরং পেস-স্পিনে ভারসাম্যপূর্ণ বলে মন্তব্য করেছেন শান্ত, ‘পূর্বে আমরা পেস আক্রমণ নিয়ে ভুগতাম। গত কয়েক বছর আমরা পেস বোলিংয়ে খুব ভালো করছি। নাহিদ রানার মতো পেসার পেয়েছি। গত কিছু ম্যাচে সে ভালো করেছে, জোরে বোলিং করেছে। এই মাঠে ওমন বোলিং করলে পুরো বোলিং ইউনিট সহায়তা পাবে। প্রতিপক্ষের জন্য চ্যালেঞ্জিং হবে। তাসকিন দারুণ বোলিং করছেন। ফ্লাডলাইটে বল কিছুটা সুইং করতে পারে। তারা ভালো জায়গায় বোলিং করলে দল উপকৃত হবে।’
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
পদ্মা সেতুতে সর্বমোট টোল আদায় ২ হাজার ২৭৭ কোটি ৫৫ লাখ টাকা
পদ্মা সেতুর উদ্বোধনের পর থেকে শনিবার পর্যন্ত উভয় প্রান্তের টোল প্লাজায় সর্বমোট টোল আদায় হয়েছে ২ হাজার ২৭৭ কোটি ৫৫ লাখ ৯১ হাজার ৪৫৯ টাকা। আর ঈদযাত্রার পাঁচ দিনে শনিবার পর্যন্ত পদ্মা সেতু হয়ে ১ লাখ ৫২ হাজার ৩২৭টি যানবাহন পারাপার হয়েছে। এ সময়ে ১৭ কোটি ৪২ লাখ ২১ হাজার ৭০০ টাকা টোল আদায় হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।
সেতু কর্তৃপক্ষের পরিচালক আলতাফ হোসেন সাংবাদিকদের জানান, শেষ মুহূর্তের ঈদযাত্রায় পদ্মা সেতু অতিক্রম করে বাড়ি ফিরছেন দক্ষিণাঞ্চলের ২১ জেলার লাখ লাখ মানুষ। তবে মুন্সীগঞ্জের মাওয়ায় পদ্মা সেতুর টোল প্লাজায় যানবাহন ও যাত্রীদের চাপ নেই। কখনও কখনও একেবারেই ফাঁকা থাকছে টোল প্লাজা।
শনিবার পদ্মা সেতু দিয়ে ৩৬ হাজার ৯২৪ যান পারাপার হয়। এর মধ্যে মোটরসাইকেল ছিল ৮ হাজার ৭৫০টি। টোল আদায় হয়েছে ৪ কোটি ৭ লাখ ৯২ হাজার ২০০ টাকা।
এছাড়া শনিবার পর্যন্ত ঈদযাত্রার পাঁচ দিনে পদ্মা সেতু হয়ে ১ লাখ ৫২ হাজার ৩২৭টি যানবাহন পারাপার হয়েছে। এ সময়ে টোল আদায় হয়েছে ১৭ কোটি ৪২ লাখ ২১ হাজার ৭০০ টাকা।
সেতু কর্তৃপক্ষের পরিচালক আলতাফ হোসেন আরও জানান, লম্বা ছুটির কারণে এবার ঈদযাত্রায় চাপ অপেক্ষাকৃত কম। রোববার ভোরেও টোল প্লাজা ঘিরে যানবাহনের লম্বা লাইন ছিল। কিন্তু বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তা কমতে থাকে।
টোল আদায়ে সংশ্লিষ্টরা জানান, রাত পোহালেই ঈদ, কর্মজীবী ও ব্যবসায়ী অনেকে পরিবার পরিজন নিয়ে বাড়ি যাচ্ছেন। তাই রোববারও অস্থায়ী টোল বুথটি চালু রাখা হয়। এখন ৯টি লেনে টোল আদায় করা হচ্ছে। তবে অনেকেই গরম এবং যানজট এড়াতে সেহেরির পরপরই বেরিয়ে পড়েন। তাই সকালে কিছুটা চাপ থাকলেও বেলা গড়ানোর পর চাপ কমতে থাকে।
একই চিত্র দেখা গেছে জেলার অপর মহাসড়ক ঢাকা-চট্টগ্রামের পথেও। রোববার সকাল থেকে এ মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ১৩ কিলোমিটারে ছিল না কোনো যানজট।