চট্টগ্রামের হাটহাজারীতে বাসের ধাক্কায় ব্যাংক কর্মকর্তাসহ দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। আজ বুধবার সকাল ৯টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে হাটহাজারী পৌরসভা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত কামরুল ইবনে হাসান (৩৮) নগরীর ডাচ বাংলা ব্যাংকের ইপিজেড শাখার কর্মকর্তা। তিনি ফটিকছড়ি উপজেলার হাসান মাস্টারের ছেলে। আর ইমাম হোসেন (৩০) পাইন্দং ইউনিয়ন এলাকার সিরাজুল হকের ছেলে। তিনি ব্যবসায়ী ছিলেন। তবে আহত দুজনের পরিচয় জানা যায়নি।

স্থানীয় ও রাউজান হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ফটিকছড়িগামী বাস হাটহাজারীমুখী সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার ৪ যাত্রী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কামরুলকে মৃত ঘোষণা করেন। সেখান থেকে আহত দু’জনকে চমেক হাসপাতালে পাঠানো হয়। পথে ইমাম মারা যান।

রাউজান হাইওয়ে পুলিশের এসআই সফিক বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ। কামরুল ও ইমাম নিহত হয়েছেন। বাসচালক পালিয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব য ক কর মকর ত

এছাড়াও পড়ুন:

জিনদের আহার্য

মহানবী (সা.) একবার তার সাহাবি আবু হুরায়রা (রা.)-কে বললেন কিছু পাথর নিয়ে আসতে। তবে হাড় বা গোবর আনতে নিষেধ করলেন। আবু হুরায়রা (রা.) কাপড়ে করে কিছু পাথর এনে সেগুলো নবীজি (সা.)-এর পাশে রেখে চলে গেলেন। নবীজি (সা.) কাজ সেরে ফিরে আসার পর আবু হুরাইরা জিজ্ঞেস করলেন, আল্লাহর রাসুল, হাড় ও গোবরে সমস্যা কী? তিনি উত্তরে বললেন, সেগুলো জিনদের খাবার। নাসিবিন শহরে (সিরিয়া ও ইরাকের মধ্যে আলজাযিরার একটি নগরী) জিনদের একটি প্রতিনিধি দল এসেছিল। তারা সবাই খুব ভালো জিন। আমার কাছে খাবার সম্পর্কে জিজ্ঞাসা করেছিল। আমি আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করি। তাই তারা যে হাড় বা গোবরের পাশ দিয়ে যাবে, তাতেই নিজেদের জন্য খাবার খুঁজে পাবে। (বুখারি, হাদিস: ৩,৫৭৮)

আরও পড়ুনইবলিস কি জিন নাকি ফেরেশতা১৬ মার্চ ২০২৫

তাই কেউ যদি বিসমিল্লাহ বলে খাবার খায় এবং হাড় থেকে মাংস খাওয়ার পর নাপাক স্থানে না ফেলে, মুমিন জিনেরা সেই হাড় হাতে নিলে তাতে গোশত ফিরে আসবে। (তিরমিজি, হাদিস: ৩,২৫৮)

আর দুষ্ট জিন ও শয়তানরা খায় এমন খাবার, যাতে আল্লাহর নাম উচ্চারণ করা হয় না। যেসব খাবারের শুরুতে বিসমিল্লাহ বলা হয়, সেগুলো তারা ছুঁয়েও দেখে না।

গোবরে জিনদের পশুদের জন্য খাবার জমা হয়। তার মানে জিনদের পোষা প্রাণী আছে এবং তারা তাতে আরোহণ করে। রাসুল (সা.) বলেছেন, ‘গোবর বা হাড় নাপাকি পরিষ্কারের কাজে ব্যবহার করো না। কারণ এগুলো তোমাদের ভাই জিনদের খাবার।’ (তিরমিজি, হাদিস: ১৮)

আরও পড়ুনকোরআন শুনে একদল জিন ইসলাম ধর্ম গ্রহণ করেন০৬ আগস্ট ২০২৩

সম্পর্কিত নিবন্ধ