নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের নতুন সভাপতি বিএনপি নেতা দিপু ভুইঁয়া
Published: 19th, February 2025 GMT
নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি নির্বাচিত হয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান ভুইঁয়া দিপু। এছাড়া সিনিয়র সহ-সভাপতি মোরশেদ সারোয়ার সোহেল ও সহ-সভাপতি হয়েছেন মোহাম্মদ আবু জাফর। বুধবার দুপুরে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের বেয়ারার নির্বাচনে নির্বাচিত হন তারা। নির্বাচন বোর্ডের চেয়ারম্যান প্রবীর কুমার সাহা এই ঘোষণা দেন।
এর আগে ১৮ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালনা পর্ষদ (২০২৫-২০২৭) নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৯ জন প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন। তখন যারা পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছিলেন তারা হচ্ছেন, জেনারেল গ্রুপ থেকে মুস্তাফিজুর রহমান ভূঁইয়া, মোহাম্মদ আবু জাফর, মাহবুবুর রহমান স্বপন, রিয়াদ মোহাম্মদ চৌধুরী, গোলাম মুহাম্মদ কায়সার, মো.
উৎস: Samakal
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ র রহম ন
এছাড়াও পড়ুন:
নারায়ণগঞ্জে দু’টি পোশাক কারখানায় হামলা ও ভাঙচুর, আটক ৪৫
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইপিজেডের (রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল) ভেতরে দুটি পোশাক কারখানা ভাঙচুর করেছে একদল জনতা। এই ঘটনায় ৪৫ জনকে আটক করেছে পুলিশ।
শনিবার (১২ এপ্রিল) রাতে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানিয়েছেন, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর আগে বিকেল ৫টার দিকে এই হামলা ও লুটপাটের ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জ শিল্প পুলিশের পরিদর্শক সেলিম বাদশা জানান, বিকেল ৫টার দিকে ইপিজেডের ভেতরে ইউনেস্কো বিডি লিমিটেড ও অনন্ত হুয়াশিং লিমিটেড নামে দুটি রপ্তানিমুখী পোশাক কারখানায় ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। এছাড়া, আশেপাশের কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়। অন্তত আধাঘণ্টা ধরে চলে ভাঙচুর। পরে শিল্প পুলিশ, র্যাব ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী আরও বলেন, “জেলা পুলিশ ঘটনাটি পরে জেনেছে। ইপিজেডে কুইক রেসপন্স করেছে র্যাব ও সেনাবাহিনী। সেনাবাহিনী ৪৫ জনকে আটক করে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করেছে।”
ঢাকা/অনিক/টিপু