প্রসব–পরবর্তী শারীরিক জটিলতায় অসুস্থ ছিলেন বুদ্ধিপ্রতিবন্ধী এক নারী। মারা গেছে তাঁর সদ্যোজাত শিশুটিও। এমন অবস্থায় গত কয়েক দিন ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ছিলেন অজ্ঞাতপরিচয়ের ওই নারী।

এ খবর পেয়ে গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে ওই নারীকে নিজ বাসায় নিয়ে গেছেন নবাবগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলরুবা ইসলাম। পরিবার বা স্বজনদের কাছে ওই নারীকে পৌঁছে দিতে চান তিনি।

দিলরুবা ইসলাম বলেন, ‘বুদ্ধিপ্রতিবন্ধী এই নারী শুধু নিজের নাম “জেমি” বলতে পারেন। আর বাড়ির কথা জিজ্ঞেস করলে জবাবে গাজীপুরের টঙ্গীর কথা জানান। এর বাইরে আর কোনো তথ্য দিতে পারছেন না। তাঁকে স্বজনদের কাছে পৌঁছে দিতে চাই।’
নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক কর্মকর্তা সামসুল ইসলাম খান বলেন, ওই প্রতিবন্ধী নারীর সন্তানের শ্বাসকষ্ট শুরু হলে গতকাল দুপুরে রাজধানী ঢাকার শিশু হাসপাতালে পাঠানো হয়। এরপর বিকেলে শিশুটি মারা যায়।

এদিকে ওই নারীকে স্বজনদের কাছে পৌঁছে দিতে আজ বুধবার সকালে সংবাদকর্মীদের সহযোগিতায় চেয়েছেন ইউএনও দিলরুবা ইসলাম। তিনি বলেন, ‘ওই নারীকে দেখে মানসিক প্রতিবন্ধী মনে হয়নি। তাঁকে হাসপাতাল থেকে নিয়ে আমার সরকারি বাসায় রেখেছি।’ ওই নারীর পরিবার বা স্বজনদের নবাবগঞ্জ ইউএনও কার্যালয়ে যোগাযোগ করতে অনুরোধ করেছেন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স বজনদ র ওই ন র ক ইসল ম

এছাড়াও পড়ুন:

ফতুল্লায় বিএনপি ও শ্রমিক লীগ নেতার বিরুদ্ধে স্কুলের জমি দখলের অভি

ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের জমি দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে ফতুল্লা আঞ্চলিক শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এসএম হুমায়ুন কবির ও বিএনপি নেতা নাসিম আবেদীনের বিরুদ্ধে। 

একদিকে বিদ্যালয়ের জমি দখলের খবরে মঙ্গলবার দুপুরে ঘটনাস্থলে ছুটে যান নারায়ণগঞ্জ সদর উপজেলার ইউএনও জাফর সাদিক চৌধুরী। 

জমি দখলের খবরে ছুটে আসেন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও ফতুল্লার বিভিন্ন সাংবাদিক নেতৃবৃন্দ। এসময় জাফর সাদিক জমি দখল করে স্থাপনা নির্মাণের সঙ্গে জড়িতদের ডেকে বিদ্যালয়ের জমি ছেড়ে দেয়ার নির্দেশ প্রদান করেন।

এ ব্যাপারে সদর ইউএনও জাফর সাদিক চৌধুরী বলেন, আমি জমি দখলদার ডেকে তিনদিনের মধ্যে জমির দখল মুক্ত করে দেয়ার নির্দেশ দিয়েছি। অন্যথায় তাঁদের বিরুদ্ধে মামলা হবে।

সম্পর্কিত নিবন্ধ

  • সীতাকুণ্ডে প্রধান শিক্ষককে পদত্যাগে বাধ্য করার অভিযোগ
  • ‌‘জুলাই ২৪’ শহীদ সাদের নামে ধামরাইয়ে রাস্তার কাজ উদ্বোধন
  • যাদুকাটা নদে অবৈধ বালু উত্তোলন বন্ধে বাঁশের বেড়া
  • মিয়ানমারে আটকেপড়া ২০ জন ফিরলেন স্বজনদের কাছে
  • মিয়ানমারে আটকে পড়া ২০ বাংলাদেশি দেশে ফিরলেন
  • নেত্রকোণায় বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু
  • অনৈতিক সম্পর্কের অভিযোগ, গ্রাম পুলিশকে জুতার মালা পরাল জনতা 
  • ফতুল্লায় বিএনপি ও শ্রমিক লীগ নেতার বিরুদ্ধে স্কুলের জমি দখলের অভিযোগ
  • ফতুল্লায় বিএনপি ও শ্রমিক লীগ নেতার বিরুদ্ধে স্কুলের জমি দখলের অভি
  • মাছ শিকারে সমুদ্রে ৫৮ দিনের নিষেধাজ্ঞা শুরু আজ