প্রসব–পরবর্তী শারীরিক জটিলতায় অসুস্থ ছিলেন বুদ্ধিপ্রতিবন্ধী এক নারী। মারা গেছে তাঁর সদ্যোজাত শিশুটিও। এমন অবস্থায় গত কয়েক দিন ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ছিলেন অজ্ঞাতপরিচয়ের ওই নারী।

এ খবর পেয়ে গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে ওই নারীকে নিজ বাসায় নিয়ে গেছেন নবাবগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলরুবা ইসলাম। পরিবার বা স্বজনদের কাছে ওই নারীকে পৌঁছে দিতে চান তিনি।

দিলরুবা ইসলাম বলেন, ‘বুদ্ধিপ্রতিবন্ধী এই নারী শুধু নিজের নাম “জেমি” বলতে পারেন। আর বাড়ির কথা জিজ্ঞেস করলে জবাবে গাজীপুরের টঙ্গীর কথা জানান। এর বাইরে আর কোনো তথ্য দিতে পারছেন না। তাঁকে স্বজনদের কাছে পৌঁছে দিতে চাই।’
নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক কর্মকর্তা সামসুল ইসলাম খান বলেন, ওই প্রতিবন্ধী নারীর সন্তানের শ্বাসকষ্ট শুরু হলে গতকাল দুপুরে রাজধানী ঢাকার শিশু হাসপাতালে পাঠানো হয়। এরপর বিকেলে শিশুটি মারা যায়।

এদিকে ওই নারীকে স্বজনদের কাছে পৌঁছে দিতে আজ বুধবার সকালে সংবাদকর্মীদের সহযোগিতায় চেয়েছেন ইউএনও দিলরুবা ইসলাম। তিনি বলেন, ‘ওই নারীকে দেখে মানসিক প্রতিবন্ধী মনে হয়নি। তাঁকে হাসপাতাল থেকে নিয়ে আমার সরকারি বাসায় রেখেছি।’ ওই নারীর পরিবার বা স্বজনদের নবাবগঞ্জ ইউএনও কার্যালয়ে যোগাযোগ করতে অনুরোধ করেছেন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স বজনদ র ওই ন র ক ইসল ম

এছাড়াও পড়ুন:

‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলে তোপের মুখে বীর মুক্তিযোদ্ধা

পিরোজপুরের নেছারাবাদে (স্বরূপকাঠী) ২৫ মার্চের গণহত্যা দিবসের আলোচনা সভায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলে তোপের মুখে পড়েছেন কাজী সাখাওয়াত হেসেন নামে এক বীর মুক্তিযোদ্ধা। আজ বুধবার সকালে উপজেলার সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভায় এ ঘটনা ঘটে। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনারসহ (ভূমি) উপস্থিত উপজেলা প্রশাসনের কর্মকর্তার সামনে এ নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। 

বীর মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন নেছারাবাদ উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার।

জানা গেছে, ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, উপজেলার বীর মুক্তিযোদ্ধা, প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী সাখাওয়াত হোসেন তার বক্তব্য শেষে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলেন। মুহূর্তে সেখানে উপস্থিত কয়েকজন এর বিরোধিতা করলে তখনই ক্ষমা চান সাখাওয়াত হোসেন। আজ বুধবার উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বীর মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেনসহ কয়েকজন বীর মুক্তিযোদ্ধা উপজেলার নবাগত ইউএনও মো. জাহিদুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় বিএনপি সমর্থিত স্থানীয় সাংবাদিক গোলাম মোস্তফা ২৫ মার্চের আলোচনা সভায় বলা ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে উত্তেজিত হয়ে ওঠেন। পরে ইউএনও মো. জাহিদুল ইসলাম বীর মুক্তিযোদ্ধাদের পুরস্কার দিয়ে অনুষ্ঠান শেষ করেন।

এ বিষয়ে মুক্তিযোদ্ধা কাজী সাখাওয়াত হোসেন বলেন, ‘২৫ মার্চ গণহত্যা দিবসের আলোচনা সভায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলেছিলাম। এটা আমার ভুল হয়েছিল।’ ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান বলা কি আপনি অপরাধ মনে করেছেন, এমন প্রশ্ন করে আবারও জানতে চাইলে তিনি বলেন, ‘সব পরিবেশে ‘জয় বাংলা’ বলা ঠিক না। পরিবেশ বুঝে সবকিছু বলতে হয়। আমি ওই দিন ‘জয় বাংলা’ বলার কারণে বুধবার স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক গোলাম মোস্তফা আমার ওপর ক্ষুব্ধ হয়েছিল।’

নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাহিদুল ইসলাম বলেন, ‘২৬ মার্চের অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়নি। ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে উপজেলা অডিটোরিয়ামে একটি আলোচনা সভার অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা কাজী সাখাওয়াত হোসেন ‘জয় বাংলা’ বলেছিলেন। তখন অনেকে তার বিরোধিতা করেন। তখনই ভুল বুঝতে পেরে তিনি ক্ষমা চেয়েছিলেন। আসলে বিষয়টি নিয়ে আমিও বিব্রত হয়েছি।’

সম্পর্কিত নিবন্ধ

  • মাটি ও বালু খেকো সিন্ডিকেটের বিরুদ্ধে জিরো টলারেন্স : ইউএনও
  • জামায়াত নেতার বিরুদ্ধে ঈদগাহে প্যান্ডেল নির্মাণে বাধার অভিযোগ
  • ঈশ্বরদীর ইউএনওর মোবাইল নম্বর ক্লোন করে চাঁদাবাজি
  • ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলে তোপের মুখে বীর মুক্তিযোদ্ধা
  • সন্‌জীদা খাতুন দেশপ্রেমিক, প্রগতিশীল, লড়াকু হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন
  • ভিজিএফের স্লিপ চাওয়ায় ইউপি সদস্যের বিরুদ্ধে নারীকে থাপ্পড় মারার অভিযোগ
  • জুলাই-আগস্টে শহীদের স্বজনদের জন্য তারেক রহমানের ঈদ উপহার